কলকাতা, 9 অগস্ট: 'আউট অ্যান্ড আউট কমার্শিয়াল' ছবি বলতে যা বোঝায় তা থেকে বাংলার বেশিরভাগ অভিনেতাই যেন একটু দূরে সরে এসেছেন ৷ ছবির মধ্যে দিয়ে লুকোনো বার্তা পৌঁছে দেওয়ার চাহিদাই বেশি হয়ে গিয়েছে অনেক ছবির ক্ষেত্রে ৷ এক্ষেত্রে জিতের বিশ্বাস কিছুটা আলাদা ৷ তাঁর ছবির মূলে এখনও রয়েছে বিনোদন ৷ যদিও 'অসুর' কিংবা 'অভিমান'-এর মতো ছবিও রয়েছে তাঁর ঝুলিতে ৷ কিন্তু ছবির বাণিজ্যিক দিকটা কখনও ভোলেননি অভিনেতা ৷ জিতের নাম বললেই যে সমস্ত ছবিগুলির কথা মনে পড়ে তার মধ্যে রয়েছে 'সাথী', 'চ্যাম্পিয়ান','বস' এবং 'প্যান্থার' ৷ বুধবার বড় মাইলস্টোন ছুঁল 'বস' এবং 'প্যান্থার' ৷
2013 সালে মুক্তি পাওয়া 'বস: বর্ন টু রুল' আজ পা দিল 10 বছরে ৷ এক দশক আগের এই ছবি আজও জিৎ অনুরাগীদের স্মৃতিতে অমলিন ৷ ছবিটির পরিচালনা করেছিলেন বাবা যাদব ৷ তেলেগু ছবি 'বিজনেসম্যান'-এর অফিসিয়াল রিমেক এই ছবিটি ৷ জিতের সঙ্গে অভিনয় করেছিলেন শুভশ্রী থেকে শুরু করে চিরঞ্জিৎ ৷
সূর্য নামের এক সাধারণ তরুণের উত্থানের কাহিনি ঘিরে তৈরি হয়েছে বস ৷ সে মুম্বইয়ে রাজ করতে চায় ৷ সমাজ বিরোধী সমস্ত গ্যাংকে হাতের তালুতে এনে সে কীভাবে নিজের রাজত্ব তৈরি করে সেটাই দেখার এই ছবিতে ৷ আজ ছবির দশ বছর পূর্তি উপলক্ষ্যে ইনস্টা স্টোরিতে ছবির পোস্টারটি আবার শেয়ার করেছেন অভিনেতা ৷
আরও পড়ুন: 'ড্যাডি কুল'! বাবার জন্মদিনে মাতলেন বনি, সঙ্গী কৌশানিও
বক্স অফিসে সফল এই ছবির দ্বিতীয় পর্বও ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ৷ শোনা গিয়েছে 'বস 3' ছবির কাজও নাকি খুব তাড়াতাড়ি শুরু করতে পারেন অভিনেতা ৷ একইসঙ্গে আজ চার বছরে পা দিল জিতের 'প্যান্থার' ছবিটিও ৷ আগামীতে জিতকে দেখা যাবে শৌভিক কুণ্ডুর 'বুমেরাং' ছবিতে ৷ এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিনশেয়ার করতে চলেছেন রুক্মিণী মৈত্রও ৷ ছবির শুটিংও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷