ETV Bharat / entertainment

New Feluda to Introduce : সন্দীপ রায়ের 'হত্যাপুরী'-তে আত্মপ্রকাশ হচ্ছে নয়া ফেলুদার - সন্দীপ রায়ের হত্যাপুরীতে আত্মপ্রকাশ হচ্ছে নয়া ফেলুদার

বড় পর্দায় নয়া ফেলুদা হিসেবে সন্দীপ বাছলেন ইন্দ্রনীল সেনগুপ্তকে (Indranil Sengupta to play Feluda in Hatyapuri by Sandip Ray) ৷ এর আগে নীহাররঞ্জন গুপ্ত সৃষ্ট কিরীটি চরিত্রে বড় পর্দায় তাঁকে পেয়েছিল দর্শক ৷

New Feluda to Introduce
সন্দীপ রায়ের 'হত্যাপুরী'-তে আত্মপ্রকাশ হচ্ছে নয়া ফেলুদার
author img

By

Published : Apr 23, 2022, 3:54 PM IST

কলকাতা, 23 এপ্রিল : বাবার লেখা 'হত্যাপুরী' গল্পটিকে যে সন্দীপ রায় বড় পর্দায় আনছেন, সে খবর আগে থেকেই ছিল সিনে অনুরাগীদের কাছে ৷ যেটা ছিল না সেটা হল, ফেলুদার এই গল্পে সত্যজিৎ-পুত্র প্রদোষ মিত্রের চরিত্রে বাছবেন কাকে ৷ সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ওয়েবে ফেলুদা হিসেবে আত্মপ্রকাশ করে সাড়া ফেলে দেওয়া টোটা রায়চৌধুরীর পক্ষে ভোট দিয়েছিলেন বাঙালি সিনে অনুরাগীদের একাংশ ৷ অনেকে আবার বড় পর্দায় নয়া ফেলুদা হিসেবে চাইছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে ৷ কিন্তু সন্দীপ বাছলেন ইন্দ্রনীল সেনগুপ্তকে (Indranil Sengupta to play Feluda in Hatyapuri by Sandip Ray) ৷

এর আগে নীহাররঞ্জন গুপ্ত সৃষ্ট কিরীটি চরিত্রে বড় পর্দায় তাঁকে পেয়েছিল দর্শক ৷ যদিও ফেলুদা হওয়ার স্বপ্ন কখনোই মাথা থেকে ঝেড়ে ফেলতে পারেননি ইন্দ্রনীল ৷ অবশেষে বহুদিনের সেই স্বপ্নপূরণ হতে চলেছে তাঁর। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় ছবি তৈরির রেইকি হয়ে গিয়েছে। শীঘ্রই মুম্বই থেকে কলকাতায় পাড়ি দেবেন অভিনেতা। সৈকত শহর পুরীর পটভূমিতেই নির্মিত হয়েছে হত্যাপুরী-র গল্প ৷ সমুদ্র সৈকতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ দেখতে পায় ফেলুদা, তোপসে এবং জটায়ু । এরপর ঘটনার তদন্ত শুরু হতেই রহস্য আরও জমে ওঠে ৷ তদন্তভারের দায়িত্বে থাকা ডিজি নিখোঁজ হন । পরবর্তীতে উদ্ধার হয় আরও একটি মৃতদেহ ।

আরও পড়ুন : বড় পর্দায় জুটি বাঁধছেন প্রসূন-পার্থ, গল্পে ভূতের রাজা পরাণ

কে বা কারা রয়েছে এই রহস্যের পিছনে, তা নিয়েই এগোয় গল্প । আগামী মাসেই শুরু হবে ছবির শ্যুটিং ৷ পুরী, ভুবনেশ্বরের পাশাপাশি কলকাতাতেও চলবে শুটিং। শিল্প নির্দেশনায় থাকছেন আনন্দ আঢ্য ৷ নয়া ফেলুদা হিসেবে ইন্দ্রনীল সেনগুপ্তকে দেখতে মুখিয়ে বাঙালি দর্শক ৷

কলকাতা, 23 এপ্রিল : বাবার লেখা 'হত্যাপুরী' গল্পটিকে যে সন্দীপ রায় বড় পর্দায় আনছেন, সে খবর আগে থেকেই ছিল সিনে অনুরাগীদের কাছে ৷ যেটা ছিল না সেটা হল, ফেলুদার এই গল্পে সত্যজিৎ-পুত্র প্রদোষ মিত্রের চরিত্রে বাছবেন কাকে ৷ সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ওয়েবে ফেলুদা হিসেবে আত্মপ্রকাশ করে সাড়া ফেলে দেওয়া টোটা রায়চৌধুরীর পক্ষে ভোট দিয়েছিলেন বাঙালি সিনে অনুরাগীদের একাংশ ৷ অনেকে আবার বড় পর্দায় নয়া ফেলুদা হিসেবে চাইছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে ৷ কিন্তু সন্দীপ বাছলেন ইন্দ্রনীল সেনগুপ্তকে (Indranil Sengupta to play Feluda in Hatyapuri by Sandip Ray) ৷

এর আগে নীহাররঞ্জন গুপ্ত সৃষ্ট কিরীটি চরিত্রে বড় পর্দায় তাঁকে পেয়েছিল দর্শক ৷ যদিও ফেলুদা হওয়ার স্বপ্ন কখনোই মাথা থেকে ঝেড়ে ফেলতে পারেননি ইন্দ্রনীল ৷ অবশেষে বহুদিনের সেই স্বপ্নপূরণ হতে চলেছে তাঁর। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় ছবি তৈরির রেইকি হয়ে গিয়েছে। শীঘ্রই মুম্বই থেকে কলকাতায় পাড়ি দেবেন অভিনেতা। সৈকত শহর পুরীর পটভূমিতেই নির্মিত হয়েছে হত্যাপুরী-র গল্প ৷ সমুদ্র সৈকতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ দেখতে পায় ফেলুদা, তোপসে এবং জটায়ু । এরপর ঘটনার তদন্ত শুরু হতেই রহস্য আরও জমে ওঠে ৷ তদন্তভারের দায়িত্বে থাকা ডিজি নিখোঁজ হন । পরবর্তীতে উদ্ধার হয় আরও একটি মৃতদেহ ।

আরও পড়ুন : বড় পর্দায় জুটি বাঁধছেন প্রসূন-পার্থ, গল্পে ভূতের রাজা পরাণ

কে বা কারা রয়েছে এই রহস্যের পিছনে, তা নিয়েই এগোয় গল্প । আগামী মাসেই শুরু হবে ছবির শ্যুটিং ৷ পুরী, ভুবনেশ্বরের পাশাপাশি কলকাতাতেও চলবে শুটিং। শিল্প নির্দেশনায় থাকছেন আনন্দ আঢ্য ৷ নয়া ফেলুদা হিসেবে ইন্দ্রনীল সেনগুপ্তকে দেখতে মুখিয়ে বাঙালি দর্শক ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.