ETV Bharat / entertainment

Lakadbaggha: লকড়বগ্গায় নয়া মোড়কে 'পুরানো সেই দিনের কথা', গানের প্রকাশে শহরে মিলিন্দ - পুরানো সেই দিনের কথা

লকড়বগ্গায় (Lakadbaggha) নয়া মোড়কে ব্যবহৃত হয়েছে রবীন্দ্রসঙ্গীত 'পুরানো সেই দিনের কথা' ৷ এই গানের প্রকাশে শহরে এলেন মিলিন্দ সোমন (Milind Soman) ও অন্যান্যরা ৷

Milind Soman ETV Bharat
শহরে মিলিন্দ সোমন
author img

By

Published : Jan 10, 2023, 7:33 PM IST

লকড়বগ্গার গান প্রকাশে শহরে মিলিন্দ

কলকাতা, 10 জানুয়ারি: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানোর পর এ বার সর্বসাধারণের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'লকড়বগ্গা - দ্য হায়না' (Lakadbaggha)। এই ছবিতে ব্যবহৃত রবীন্দ্র সঙ্গীত 'পুরানো সেই দিনের কথা' মুক্তি পেল রবি ঠাকুরের শহরেই ।

কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই ছবির প্রথম প্রিমিয়ার (First premier) হয় '28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ (Kolkata International Film Festival)। এই ছবিতে ব্যবহৃত হয়েছে জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত (Rabindra Sangeet) 'পুরানো সেই দিনের কথা'৷ এই ছবির জন্য গানটিকে নতুন মোড়কে নিয়ে এসেছেন বেলজিয়ান সুরকার সিমন ফ্রান্সকুয়েট । গানটি সুরঋদ্ধ কণ্ঠে গেয়েছেন শ্রুতি পাঠক । কলকাতায় গানটির প্রকাশে হাজির হলেন মিলিন্দ সোমান, অংশুমান ঝা ও ঋদ্ধি ডোগরা । ভিক্টর মুখোপাধ্যায় পরিচালিত পশুপ্রেমীকে নিয়ে তৈরি এই অ্যাকশন ফিল্মে অভিনয় করেছেন মিলিন্দ সোমন (Milind Soman), অংশুমান ঝা, ঋদ্ধি ডোগরা (Ridhi Dogra) সহ আরও অনেকে ।

অংশুমান মঙ্গলবার শহরে এসে বলেন, "আমার বাড়িতে শান্তিনিকেতন থেকে আনা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি রয়েছে । টাঙানো আছে ঘরে । সেটাতে বড় বড় হরফে লেখা 'চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ সেথা শির...'। রবীন্দ্রনাথ আসলে একজন রিয়েল হিরো । ওঁকে বাদ দিয়ে কিছুই সম্ভব না ।" এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায় । অংশুমান এবং মিলিন্দ দুজনেই এ দিন খরাজের প্রশংসায় পঞ্চমুখ । তাঁর অভিনয়ে মুগ্ধ বলিউডের দুই তারকাই ।

আরও পড়ুন: অস্কারের দৌড়ে 'দ্য কাশ্মীর ফাইলস', উচ্ছ্বসিত বিবেক

প্রসঙ্গত, ছবির মূল গল্প আবর্তিত হয়েছে হরতকি বাগানের বাসিন্দা এক ক্যুরিয়ার বয়কে ঘিরে । যে পেশায় 'ক্রভ-মাগা' অর্থাৎ ইজরায়েলি মার্শাল আর্ট ফর্মের শিক্ষক । ভারতীয় দেশি কুকুরের প্রতি তাঁর ভালোবাসা আছে । এই চরিত্রেই রয়েছেন অংশুমান । রবীন্দ্রসঙ্গীতের প্রতি বিশেষ ভালো লাগা আছে বলে জানান তিনি । পশুপ্রেমীদের এই ছবি ভালো লাগবে বলে আশাবাদী সকলে । পোষ্যদের না কিনে দত্তক নিতে বললেন অংশুমান । নিজের পোষ্যপ্রেম নিয়েও এ দিন নানা কথা বলেন অভিনেতা । তাঁর প্রযোজনাতেই আসছে এই ছবি । 13 জানুয়ারি ছবিটি মুক্তি পাবে সারা দেশে ।

লকড়বগ্গার গান প্রকাশে শহরে মিলিন্দ

কলকাতা, 10 জানুয়ারি: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানোর পর এ বার সর্বসাধারণের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'লকড়বগ্গা - দ্য হায়না' (Lakadbaggha)। এই ছবিতে ব্যবহৃত রবীন্দ্র সঙ্গীত 'পুরানো সেই দিনের কথা' মুক্তি পেল রবি ঠাকুরের শহরেই ।

কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই ছবির প্রথম প্রিমিয়ার (First premier) হয় '28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ (Kolkata International Film Festival)। এই ছবিতে ব্যবহৃত হয়েছে জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত (Rabindra Sangeet) 'পুরানো সেই দিনের কথা'৷ এই ছবির জন্য গানটিকে নতুন মোড়কে নিয়ে এসেছেন বেলজিয়ান সুরকার সিমন ফ্রান্সকুয়েট । গানটি সুরঋদ্ধ কণ্ঠে গেয়েছেন শ্রুতি পাঠক । কলকাতায় গানটির প্রকাশে হাজির হলেন মিলিন্দ সোমান, অংশুমান ঝা ও ঋদ্ধি ডোগরা । ভিক্টর মুখোপাধ্যায় পরিচালিত পশুপ্রেমীকে নিয়ে তৈরি এই অ্যাকশন ফিল্মে অভিনয় করেছেন মিলিন্দ সোমন (Milind Soman), অংশুমান ঝা, ঋদ্ধি ডোগরা (Ridhi Dogra) সহ আরও অনেকে ।

অংশুমান মঙ্গলবার শহরে এসে বলেন, "আমার বাড়িতে শান্তিনিকেতন থেকে আনা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি রয়েছে । টাঙানো আছে ঘরে । সেটাতে বড় বড় হরফে লেখা 'চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ সেথা শির...'। রবীন্দ্রনাথ আসলে একজন রিয়েল হিরো । ওঁকে বাদ দিয়ে কিছুই সম্ভব না ।" এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায় । অংশুমান এবং মিলিন্দ দুজনেই এ দিন খরাজের প্রশংসায় পঞ্চমুখ । তাঁর অভিনয়ে মুগ্ধ বলিউডের দুই তারকাই ।

আরও পড়ুন: অস্কারের দৌড়ে 'দ্য কাশ্মীর ফাইলস', উচ্ছ্বসিত বিবেক

প্রসঙ্গত, ছবির মূল গল্প আবর্তিত হয়েছে হরতকি বাগানের বাসিন্দা এক ক্যুরিয়ার বয়কে ঘিরে । যে পেশায় 'ক্রভ-মাগা' অর্থাৎ ইজরায়েলি মার্শাল আর্ট ফর্মের শিক্ষক । ভারতীয় দেশি কুকুরের প্রতি তাঁর ভালোবাসা আছে । এই চরিত্রেই রয়েছেন অংশুমান । রবীন্দ্রসঙ্গীতের প্রতি বিশেষ ভালো লাগা আছে বলে জানান তিনি । পশুপ্রেমীদের এই ছবি ভালো লাগবে বলে আশাবাদী সকলে । পোষ্যদের না কিনে দত্তক নিতে বললেন অংশুমান । নিজের পোষ্যপ্রেম নিয়েও এ দিন নানা কথা বলেন অভিনেতা । তাঁর প্রযোজনাতেই আসছে এই ছবি । 13 জানুয়ারি ছবিটি মুক্তি পাবে সারা দেশে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.