হায়দরাবাদ, 22 মে : কথাতেই বলে 'আ সোলমেট ইজ নট ফাউন্ড. আ সোল মেট ইজ রেকগনাইজড'। আর ঠিক সেই বিষয়টাই ঘটেছে অভিনেত্রী পরিণীতি চোপড়ার ক্ষেত্রেও । তিনি খুঁজে পেয়েছে তাঁর স্পেশাল ওয়ানকে । নিজের সোলমেটকে খুঁজে পেয়েছেন আপ নেতা রাঘব চাঢ্ঢার মধ্যে । সোশাল মিডিয়ায় পরিণীতির ইনগেজমেন্টের না দেখা ছবি ও একটা লম্বা পোস্ট জানান দিয়েছে, তিনি তাঁর মনের মানুষকে কতটা মিস করছেন ।
13 মে দিল্লিতে জমজমাট এনগেজমেন্ট সেরেমনি সেরেই পরেরিদন মুম্বই চলে আসেন পরিণীতি। সোশাল মিডিয়ায় 'হাসি তো ফাসি' অভিনেত্রী জানিয়েছিলেন, নিজের মন তিনি রেখেছেন এসেছেন দিল্লিতে । আর তিনি তা সত্যিই বোঝাতে চেয়েছেন । নেটদুনিয়ায় এনগেজমেন্টের না দেখা বেশ কিছু ছবির সিরিজ শেয়ার করে পরিণীতি জানিয়েছেন, তিনি কখন বুঝতে পেরেছেন, রাঘব-এ সেই স্পেশাল ওয়ান ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সোমবার জনসমক্ষে রাঘবের সঙ্গে নিজের ভালোবাসার গল্প অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন পরিণীতি । তিনি জানিয়েছেন, রাঘবের কোন গুণ গুলো তাঁকে মুগ্ধ করেছে । পরিণীতি পোস্টে লিখেছেন, "সময় হলেই ঠিক জানা যায় । একসঙ্গে একটা ব্রেকফাস্ট আর আমি জেনে গিয়েছি, আমি অবশেষে সেই স্পেশাল ওয়ান মানুষটিকে পেয়ে গিয়েছি । সবচেয়ে সুন্দর একটা মানুষ । তার সাপোর্ট, রসিকতা, বুদ্ধি এবং বন্ধুত্ব আমাকে আনন্দ দেয় । আসলে তাঁর মন-ই আমার আসল বাড়ি ।"
অভিনেত্রী পোস্টে আরও বলেছেন, "আমাদের এনগেজমেন্ট অনুষ্ঠান ছিল স্বপ্নের মতো। এমন একটা স্বপ্ন যা পূর্ণ ছিল হাসি, ঠাট্টা, মজা ও ভালোবাসায় । আমরা আমাদের কাছের মানুষদের সঙ্গে নিয়ে জমিয়ে আনন্দ করেছি । খুব নেচেছি । ঠিক যেন কোনও রাজকুমারীর রূপকথার গল্পের মতো । আমি এমনটাই ঠিক কল্পনা করেছিলাম । এখন সেটা হয়েছে । বরং আমার কল্পনার থেকে অনেক সুন্দর হয়েছে ।"
আরও পড়ুন: ওসাকা তামিল ইন্টান্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী-অভিনেতার সম্মান পেলেন কঙ্গনা-বিজয়
পরিণীতির এই পোস্ট সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর ভাই শিবাঙ্গ চোপড়াও। তিনি লিখেছেন, "এই এনগেজমেন্ট সেরেমনি ছিল সবচেয়ে সুন্দর একটা দিন । আমরা যেমন আনন্দ করেছি, একে অপরের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি, তার কোনও তুলনা হয় না । দুটো পরিবারের এইভাবে কাছে আসা, এর থেকে ভালো আর কিছু হতে পারে না।"