কলকাতা, 27 অগস্ট: "পাঁচটা বাসন এক জায়গায় থাকলে ঠোকাঠুকি লাগে । একই ইন্ডাস্ট্রিতে থেকেও সেটা হয় । আর সেটাই হয়েছে আমার আর দেবের মধ্যে ।" 'কাছের মানুষ'-এর ট্রেলার লঞ্চে এসে সাংবাদিকদের ঠিক এমনটাই বললেন ইস্ট্রির বুম্বাদা (Trailer Launch of Kacher Manush)। পুরোনো বিতর্ক সমস্তটা ভুলে যাওয়ারই যে ইঙ্গিত ছিল এর মধ্যে তা বলাই বাহুল্য ৷
উল্লেখ্য, 2017 সালে মুক্তি পায় দেব প্রযোজিত দ্বিতীয় বাংলা ছবি 'ককপিট'। সেখানে অতিথি শিল্পীর ভূমিকায় ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ ছবির মাঝেই দু'জনের মধ্যে শুরু হয় ঠাণ্ডা লড়াই আজ সেই দিন অতীত ৷ এখন তাঁরা 'মেড ফর ইচ আদার'। 'কাছের মানুষ'-এ কাছাকাছি তাঁরা (Prosenjit on Trailer Launch of Kacher Manush)। 'কিশমিশ'-এর প্রচারেও শামিল হয়েছিলেন প্রসেনজিৎ । রুক্মিণীর সঙ্গে রিল ভিডিয়োও বানান বুম্বাদা । এখন তাঁরা দুই ভাইয়ের মতো ।
এই প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে কাজ করলেন দু'জনে । এর আগে 'জুলফিকর' এবং 'ককপিট'-এ দুজনে একই ছবি কাজ করেছেন ঠিকিই কিন্তু অভিনয়ের যুগলবন্দী দেখা যায়নি । এবার একসঙ্গে পর্দায় ঝড় তুলবেন দু'জন। কীভাবে? সেটা জানার জন্য ছবিটা দেখতে হবে। তবে, খানিকটা আন্দাজ মিলেছে ট্রেলারেই । সেখানে দেবকে বুম্বাদা আত্মহত্যার নানান উপায় বাতলে দিচ্ছেন । ট্রেলারেও সাড়া জাগিয়েছে শিশু শিল্পী প্রাঞ্জলের গান ।
ট্রেলার লঞ্চে এসে ঢাকের তালে এদিন মেতে উঠলেন দুজনে । প্রসেনজিৎ আবার নাচলের ধুনুচি নাচের ভঙ্গিমাতেও (Dev Prosenjit Chatterjee Dance)। দেব এদিন নিজেই বলেন, "আমি পরিচালক পথিকৃৎ-কে বলেছিলাম এই ছবিতে বুম্বাদা অভিনয় করলেই আমি কাজটা করতে পারি । নইলে নয় । বুম্বাদা রাজি হওয়ার পর আমি রাজি হই ।"
আরও পড়ুন: সিনেমাটোগ্রাফার মধুরার ভূয়সী প্রশংসা, মিমিক্রি করেও শোনালেন বুম্বাদা
এখানেই শেষ নয়, কথা প্রসঙ্গে এদিন বুম্বা দা'র জন্য জানও হাজির বলেন দেব । পরে বিষয়টা ভেঙে বলেন, "আমি আরও অনেক কাজ করতে চাই বুম্বাদার সঙ্গে ।" প্রসেনজিৎকে এদিন জীবন্ত কিংবদন্তির আখ্যা দেন সুপারস্টার দেব । 'কাছের মানুষ'-এর দৌলতে কাছাকাছি এলেন দুজনে। দেবের কথা অনুযায়ী আগামীতেও দেখা যাবে দু'জনকে একসঙ্গে । এবার সেই দিনের অপেক্ষা ।