ETV Bharat / entertainment

Prosenjit Chatterjee New Projects: বছরের শুরু ও শেষে বুম্বাদার উপহার 'শেষ পাতা' ও 'স্কুপ' - Debut of Prosenjit in Hindi OTT

হিন্দি ওয়েব সিরিজ স্কুপের হাত ধরে ওটিটিতে পা রাখছেন বুম্বাদা ৷ আবার অন্যদিকে বাংলাতেও তিনি সমান সক্রিয় ৷ অতনু ঘোষের 'শেষ পাতা' ছবিতে দেখা যাবে তাঁকে (Prosenjit Chatterjee Upcoming Projects)৷

Etv Bharat
হিন্দি বাংলার ডাবল ধামাকা নিয়ে আসতে চলেছেন বুম্বাদা
author img

By

Published : Feb 27, 2023, 12:21 PM IST

Updated : Feb 27, 2023, 12:51 PM IST

মুম্বই, 27 ফেব্রুয়ারি: তাঁর বিকল্প একমাত্র তিনিই । ইন্ডাস্ট্রিতে রাশি রাশি নতুন মুখ থাকলেও তাঁকে বাদ দিয়ে টলিউড আজও কিছুই ভাবতে পারে না । একের পর এক বাংলা ছবিতে ইদানীংকালে আরও নতুনভাবে নিজেকে ভাঙছেন বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । কিন্তু এখনও পর্যন্ত বাংলার কোনও ওয়েব সিরিজে দেখা যায়নি তাঁকে । তবে এ বছরেই তাঁর দেখা মিলবে বলিউডের ওয়েব সিরিজে । এমনই খবর ইন্ডাস্ট্রিতে। নেটফ্লিক্সে পরিচালক হংসল মেহতার হাত ধরে আসছে হিন্দি ওয়েব সিরিজ 'স্কুপ' । এর মাধ্যমেই ওটিটিতে পা রাখছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । আবার অন্যদিকে বাংলা ছবি 'শেষপাতা'-তেও অভিনয় করবেন তিনি ৷ অর্থাৎ আসছে ডবল ধামাকা (Prosenjit Chatterjee Upcoming Projects) ৷

Debut of Prosenjit in Hindi OTT
অনিল কাপুরের সঙ্গে ক্যামেরা বন্দি হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

জিগনা বোরার জীবনীমূলক বই 'বিহাইন্ড দ্য বারস ইন বায়কুলা: মাই ডেজ ই প্রিজন' অবলম্বনেই পরিচালক হংসল মেহতা বানাচ্ছেন 'স্কুপ' সিরিজটি । আর সেই কারণেই সম্প্রতি নেটফ্লিক্সের ইভেন্টে দেখা মিলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের । সেখানে হাজির ছিলেন এভারগ্রিন অনিল কাপুর সহ মুম্বই এবং দক্ষিণের বহু তারকা । অনিল কাপুরের সঙ্গে এক ফ্রেমে দেখা মিলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও । সেই ছবি দেখে উত্তাল নেট পাড়া । দু'জনেরই ফ্যান ফলোয়ারের অভাব নেই । দু'জনেই এভারগ্রিন । সহজভাবে বলতে গেলে বয়স এঁদের ছুঁতেও ভয় পায়। দু'জনেই অভিনয় করছেন নেটফ্লিক্সের ওয়েব সিরিজে । চলতি বছর নভেম্বর মাসেই আসবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ওয়েব সিরিজ 'স্কুপ' ।

ওদিকে 14 এপ্রিল মুক্তির পথে অতনু ঘোষ পরিচালিত বাংলা ছবি 'শেষ পাতা' । শেষ পাতা'-র গল্প মূলত চারটি চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হবে । বাল্মীকি নামের একজন অহংকারী নন-কনফর্মিস্ট ফিকশন লেখকের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । আট বা নয়ের দশকে অপ্রচলিত থিমের বাংলা চলচ্চিত্র সার্কিটে জনপ্রিয় ছিলেন ওই লেখক । তবে কিছু ঘটনার কঠোর পরিবর্তন তার জীবনের গতিপথ একেবারে বদলে দেয়। এই ছবিতে রয়েছেন গার্গী রায়চৌধুরী, বিক্রম চট্টোপাধ্যায়, রায়তী ভট্টাচার্য-সহ আরও অনেকে । ওদিকে শুভ্রজিৎ মিত্রর আসন্ন বাংলা ছবি 'দেবী চৌধুরানী' তেও বিনয় পাঠকের চরিত্রে অভিনয় করার কথা তাঁর । মুম্বই থেকে ফিরেই সেরে ফেলবেন সই সাবুতের পালা খবর এরকমই । তারপরেই শুরু হবে ছবির শ্যুটিং ।

আরও পড়ুন: প্রথম ছবি মুক্তির আগেই জীবনাবসান তরুণ মালয়ালাম পরিচালক মনুর

মুম্বই, 27 ফেব্রুয়ারি: তাঁর বিকল্প একমাত্র তিনিই । ইন্ডাস্ট্রিতে রাশি রাশি নতুন মুখ থাকলেও তাঁকে বাদ দিয়ে টলিউড আজও কিছুই ভাবতে পারে না । একের পর এক বাংলা ছবিতে ইদানীংকালে আরও নতুনভাবে নিজেকে ভাঙছেন বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । কিন্তু এখনও পর্যন্ত বাংলার কোনও ওয়েব সিরিজে দেখা যায়নি তাঁকে । তবে এ বছরেই তাঁর দেখা মিলবে বলিউডের ওয়েব সিরিজে । এমনই খবর ইন্ডাস্ট্রিতে। নেটফ্লিক্সে পরিচালক হংসল মেহতার হাত ধরে আসছে হিন্দি ওয়েব সিরিজ 'স্কুপ' । এর মাধ্যমেই ওটিটিতে পা রাখছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । আবার অন্যদিকে বাংলা ছবি 'শেষপাতা'-তেও অভিনয় করবেন তিনি ৷ অর্থাৎ আসছে ডবল ধামাকা (Prosenjit Chatterjee Upcoming Projects) ৷

Debut of Prosenjit in Hindi OTT
অনিল কাপুরের সঙ্গে ক্যামেরা বন্দি হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

জিগনা বোরার জীবনীমূলক বই 'বিহাইন্ড দ্য বারস ইন বায়কুলা: মাই ডেজ ই প্রিজন' অবলম্বনেই পরিচালক হংসল মেহতা বানাচ্ছেন 'স্কুপ' সিরিজটি । আর সেই কারণেই সম্প্রতি নেটফ্লিক্সের ইভেন্টে দেখা মিলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের । সেখানে হাজির ছিলেন এভারগ্রিন অনিল কাপুর সহ মুম্বই এবং দক্ষিণের বহু তারকা । অনিল কাপুরের সঙ্গে এক ফ্রেমে দেখা মিলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও । সেই ছবি দেখে উত্তাল নেট পাড়া । দু'জনেরই ফ্যান ফলোয়ারের অভাব নেই । দু'জনেই এভারগ্রিন । সহজভাবে বলতে গেলে বয়স এঁদের ছুঁতেও ভয় পায়। দু'জনেই অভিনয় করছেন নেটফ্লিক্সের ওয়েব সিরিজে । চলতি বছর নভেম্বর মাসেই আসবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ওয়েব সিরিজ 'স্কুপ' ।

ওদিকে 14 এপ্রিল মুক্তির পথে অতনু ঘোষ পরিচালিত বাংলা ছবি 'শেষ পাতা' । শেষ পাতা'-র গল্প মূলত চারটি চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হবে । বাল্মীকি নামের একজন অহংকারী নন-কনফর্মিস্ট ফিকশন লেখকের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । আট বা নয়ের দশকে অপ্রচলিত থিমের বাংলা চলচ্চিত্র সার্কিটে জনপ্রিয় ছিলেন ওই লেখক । তবে কিছু ঘটনার কঠোর পরিবর্তন তার জীবনের গতিপথ একেবারে বদলে দেয়। এই ছবিতে রয়েছেন গার্গী রায়চৌধুরী, বিক্রম চট্টোপাধ্যায়, রায়তী ভট্টাচার্য-সহ আরও অনেকে । ওদিকে শুভ্রজিৎ মিত্রর আসন্ন বাংলা ছবি 'দেবী চৌধুরানী' তেও বিনয় পাঠকের চরিত্রে অভিনয় করার কথা তাঁর । মুম্বই থেকে ফিরেই সেরে ফেলবেন সই সাবুতের পালা খবর এরকমই । তারপরেই শুরু হবে ছবির শ্যুটিং ।

আরও পড়ুন: প্রথম ছবি মুক্তির আগেই জীবনাবসান তরুণ মালয়ালাম পরিচালক মনুর

Last Updated : Feb 27, 2023, 12:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.