হায়দরাবাদ, 7 এপ্রিল: প্রেক্ষাগৃহে এক সপ্তাহেরও বেশি সময় ধরে দর্শকদের মন জয় করে চলেছে অজয়-টাব্বুর অ্য়াকশন থ্রিলার 'ভোলা' ৷ বক্স অফিসে ইতিমধ্য়েই 50 কোটিরও বেশি আয় করে ফেলেছে ছবিটি ৷ সমালোচকদের প্রশংসা কুড়োনোর পর অষ্টম দিনেও ভালোই ব্যবসা করল এই ছবি ৷ রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার প্রায় তিন কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি ৷ যার জেরে ছবির আয় দাঁড়িয়েছে 59.68 কোটি টাকা ৷
প্রথম দিনেই 11.20 কোটি টাকার ব্যবসা করে বক্স অফিসে খাতা খুলেছিল অজয়ের 'ভোলা' ৷ যদিও দ্বিতীয় দিনেই মারাত্মকভাবে পড়ে যায় ব্যবসা ৷ আবার তৃতীয় এবং চতুর্থ দিনে বক্স অফিসে ঘুরে দাঁড়িয়েছিল 'ভোলা' ৷ অজয়ের এই ছবি অবশ্য বক্স অফিসে আসল লড়াইয়ে পড়তে চলেছে এই মাসের শেষের দিকে ৷ কারণ এই মাসের শেষ পর্বে অর্থাৎ 21 এপ্রিল বক্স অফিসে রিলিজ করতে চলেছে সলমনের নতুন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' ৷
'ভোলা' অবশ্য় ইতিমধ্য়েই একটি বড় মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে ৷ 2023 সালে মুক্তি পাওয়া ছবিগুলির মধ্য়ে 'পাঠান' এবং 'তু ঝুঠি ম্যায় মক্কার'-এর পর সবচেয়ে বেশি টাকা আয় করেছে অজয়ের এই ছবিই ৷ বলে রাখা দরকার, 'পাঠান' শুধু ভারতেই সব মিলিয়ে আয় করেছে 500 কোটিরও বেশি আর অন্য়দিকে 'তু ঝুঠি ম্যায় মক্কার'-এর আয় প্রায় 130 কোটি টাকা ৷ তাই অন্ততপক্ষে রণবীর শ্রদ্ধা জুটির 'তু ঝুঠি ম্যায় মক্কার'-কে পিছনে ফেলতে গেলেও আরও বেশ অনেকটাই দৌড়াতে হবে ভোলাকে ৷
এর আগে দারুণ সাফল্য় পেয়েছিল অজয়ের দৃশ্য়ম 2 ছবিটি ৷ গতবছর মুক্তি পাওয়া এই ছবি প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই ঢুকে পড়েছিল 100 কোটির ক্লাবে ৷ দৃশ্য়ম 2 ছবিটিও 'ভোলা'-র মতোই রিমেক ছিল ৷ তবে বক্স অফিসে তার জন্য আয়ে কোনও প্রভাব পড়েনি ৷ অন্যদিকে 'ভোলা'-র বক্স অফিস কালেকশন এখনও পর্যন্ত বেশ আশাপ্রদ ৷
আরও পড়ুুন: সিদ্ধি বিনায়কের দর্শনে প্রিয়াঙ্কা, ছবি পোস্ট ঘিরে শুরু বিতর্ক