দুর্গাপুর, 21 এপ্রিল : তৃণমূল নেতা মলয় ঘটক তখন মঞ্চে দাঁড়িয়ে মোদি সরকারকে তুলোধোনা করছেন । সেই সময়ই দেখা গেল মলয়বাবুর পাশে দাঁড়িয়ে বাঁদরছানাকে আদর করতে ব্যস্ত আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন । গতকাল সন্ধ্যায় অন্ডালের দক্ষিণখণ্ড ধর্মরাজতলায় ছিল মুনমুন সেনের সমর্থনে নির্বাচনী প্রচার । সেখানেই বক্তব্য রাখতে উপস্থিত ছিলেন মলয় ঘটক ।
বর্তমানে আসানসোলের বাসিন্দা মলয়বাবুদের প্রকৃত বাড়ি এই দক্ষিণখণ্ডের পাশে উখরাতে । মলয় ঘটক তখন মোদি সরকারের সমালোচনায় সরব । কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগছেন । উপস্থিত জনতাকে বলছেন, কেনও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে মুনমুন সেনকে ভোট দেবেন । তখন মলয়বাবুর বক্তব্য না শুনে মুনমুন সেনকে দেখা গেল দলীয় এক কর্মীর কোলে থাকা বাঁদরের সাথে খুনসুটি করতে ।
মুনমুনের পশুপ্রেম উপভোগ করল উপস্থিত জনতা । তবে সেই দৃশ্য ছেড়ে উপস্থিত জনতাও কি মলয়বাবুর শব্দে মনযোগী হতে পারলেন ? উপস্থিত এক ব্যক্তি বলেও ফেলেন, "রাজনৈতিক মঞ্চে এমন পশুপ্রেমে আপ্লুত । মলয় ঘটক অনেক কথা বললেন। কিছু শুনলাম । মুনমুন সেনের পশুপ্রেমের দিকে মনোযোগ দিতে গিয়ে কিছু শুনতে পেলাম না ।"
পরে সভামঞ্চ থেকে মুনমুন বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আসানসোলে প্রার্থী করে পাঠিয়েছেন । জিতলে আমি আসানসোলের উন্নয়নের জন্য কাজ করব । ভোটারদের পাশে থাকার চেষ্টা করব সব সময় ।"