ETV Bharat / elections

মোদিকে তুলোধনায় ব্যস্ত মলয়, পাশে দাঁড়িয়ে বাঁদর-প্রেমে ব্যস্ত মুনমুন

কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগছেন তৃণমূল নেতা মলয় ঘটক । সেই সময়ই দেখা গেল মলয়বাবুর পাশে দাঁড়িয়ে বাঁদরছানাকে আদর করতে ব্যস্ত আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন ।

মুনমুন
author img

By

Published : Apr 21, 2019, 12:29 PM IST

Updated : Apr 21, 2019, 2:45 PM IST

দুর্গাপুর, 21 এপ্রিল : তৃণমূল নেতা মলয় ঘটক তখন মঞ্চে দাঁড়িয়ে মোদি সরকারকে তুলোধোনা করছেন । সেই সময়ই দেখা গেল মলয়বাবুর পাশে দাঁড়িয়ে বাঁদরছানাকে আদর করতে ব্যস্ত আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন । গতকাল সন্ধ্যায় অন্ডালের দক্ষিণখণ্ড ধর্মরাজতলায় ছিল মুনমুন সেনের সমর্থনে নির্বাচনী প্রচার । সেখানেই বক্তব্য রাখতে উপস্থিত ছিলেন মলয় ঘটক ।

বর্তমানে আসানসোলের বাসিন্দা মলয়বাবুদের প্রকৃত বাড়ি এই দক্ষিণখণ্ডের পাশে উখরাতে । মলয় ঘটক তখন মোদি সরকারের সমালোচনায় সরব । কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগছেন । উপস্থিত জনতাকে বলছেন, কেনও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে মুনমুন সেনকে ভোট দেবেন । তখন মলয়বাবুর বক্তব্য না শুনে মুনমুন সেনকে দেখা গেল দলীয় এক কর্মীর কোলে থাকা বাঁদরের সাথে খুনসুটি করতে ।

দেখুন মুনমুন সেনের পশুপ্রেমের ভিডিয়ো

মুনমুনের পশুপ্রেম উপভোগ করল উপস্থিত জনতা । তবে সেই দৃশ্য ছেড়ে উপস্থিত জনতাও কি মলয়বাবুর শব্দে মনযোগী হতে পারলেন ? উপস্থিত এক ব্যক্তি বলেও ফেলেন, "রাজনৈতিক মঞ্চে এমন পশুপ্রেমে আপ্লুত । মলয় ঘটক অনেক কথা বললেন। কিছু শুনলাম । মুনমুন সেনের পশুপ্রেমের দিকে মনোযোগ দিতে গিয়ে কিছু শুনতে পেলাম না ।"

পরে সভামঞ্চ থেকে মুনমুন বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আসানসোলে প্রার্থী করে পাঠিয়েছেন । জিতলে আমি আসানসোলের উন্নয়নের জন্য কাজ করব । ভোটারদের পাশে থাকার চেষ্টা করব সব সময় ।"

দুর্গাপুর, 21 এপ্রিল : তৃণমূল নেতা মলয় ঘটক তখন মঞ্চে দাঁড়িয়ে মোদি সরকারকে তুলোধোনা করছেন । সেই সময়ই দেখা গেল মলয়বাবুর পাশে দাঁড়িয়ে বাঁদরছানাকে আদর করতে ব্যস্ত আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন । গতকাল সন্ধ্যায় অন্ডালের দক্ষিণখণ্ড ধর্মরাজতলায় ছিল মুনমুন সেনের সমর্থনে নির্বাচনী প্রচার । সেখানেই বক্তব্য রাখতে উপস্থিত ছিলেন মলয় ঘটক ।

বর্তমানে আসানসোলের বাসিন্দা মলয়বাবুদের প্রকৃত বাড়ি এই দক্ষিণখণ্ডের পাশে উখরাতে । মলয় ঘটক তখন মোদি সরকারের সমালোচনায় সরব । কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগছেন । উপস্থিত জনতাকে বলছেন, কেনও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে মুনমুন সেনকে ভোট দেবেন । তখন মলয়বাবুর বক্তব্য না শুনে মুনমুন সেনকে দেখা গেল দলীয় এক কর্মীর কোলে থাকা বাঁদরের সাথে খুনসুটি করতে ।

দেখুন মুনমুন সেনের পশুপ্রেমের ভিডিয়ো

মুনমুনের পশুপ্রেম উপভোগ করল উপস্থিত জনতা । তবে সেই দৃশ্য ছেড়ে উপস্থিত জনতাও কি মলয়বাবুর শব্দে মনযোগী হতে পারলেন ? উপস্থিত এক ব্যক্তি বলেও ফেলেন, "রাজনৈতিক মঞ্চে এমন পশুপ্রেমে আপ্লুত । মলয় ঘটক অনেক কথা বললেন। কিছু শুনলাম । মুনমুন সেনের পশুপ্রেমের দিকে মনোযোগ দিতে গিয়ে কিছু শুনতে পেলাম না ।"

পরে সভামঞ্চ থেকে মুনমুন বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আসানসোলে প্রার্থী করে পাঠিয়েছেন । জিতলে আমি আসানসোলের উন্নয়নের জন্য কাজ করব । ভোটারদের পাশে থাকার চেষ্টা করব সব সময় ।"

Intro:প্রচার সভায় বাঁদরছানা কোলে মুনমুন সেন ।।

অন্ডাল-

শনিবার সন্ধ্যায় যখন রাজ্যের একাধিক দপ্তরের গুরুত্মপুর্ন মন্ত্রী মলয় ঘটক কেন্দ্রের মোদী সরকারকে তুলোধোনা করে সিরিয়াস বক্তব্য রাখছিলেন অন্ডাল থানা এলাকার দক্ষিনখন্ড এলাকায় তখন মলয়বাবুর পাশে দাঁড়িয়ে বাঁদরছানাকে আদর করতে ব্যাস্ত থাকতে দেখা গেল প্রার্থী মুনমুন সেনকে।।

শনিবার সন্ধ্যায় অন্ডালের দক্ষিণখণ্ড ধর্মরাজ তলায় ছিল মুনমুন সেনের সমর্থনে নির্বাচনী প্রচার সভা । সেই সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী মলয় ঘটক।বর্তমানে আসানসোলের বাসিন্দা মলয়বাবুদের প্রকৃত বাড়ি এই দক্ষিনখন্ডের পাশেই উখরা তে।তাই ঘরের ছেলে মন্ত্রী মলয় ঘটক যখন মোদী সরকারের সমালোচনায় সরব।কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগছেন। উপস্থিত জনতাকে যখন বলছেন কেনও মমতা বন্দোপধ্যায়ের হাত শক্ত করতে মুনমুন সেনকে ভোট দেবেন তখন মুনমুন সেনকে দেখা গেলো দলীয় এক কর্মীর কোলে থাকা বানরছানার সাথে খুনশুটি করতে। মলয়বাবুর বক্তব্য মুনমুন দেবী এক লাইনও না শুনে ব্যাস্ত থাকলেন বানরছানাপ্রেমে।""বেচারা মলয়বাবু""বলতেই থাকলেন আর এই কেন্দ্রের তারকা প্রার্থী পশুপ্রেমে ব্যাস্তই থেকে গেলেন।রাজ্যের অনেকগুলি দপ্তেরের গুরুত্মপুর্ন মন্ত্রীর সিরিয়াস বক্তব্য কি তাহলে মুনমুনদেবীকে আকৃষ্ট করল না?এই দৃশ্য এক তারকার পশুপ্রেম যদিও তারিয়ে তারিয়ে উপভোগ করলেন উপস্থিত জনতা।সুচিত্রাতনয়ার পশুপ্রেম ছেড়ে তারাও কি আর মন্ত্রীর ভারি ভারি শব্দে মনযোগী হতে পারলেন? উপস্থিত এক ব্যাক্তি বলেও ফেলেন "" রাজনৈতিক মঞ্চে এমন পশুপ্রেমে আপ্লুত।মলয় ঘটক অনেক কথা বললেন কিছু শুনলাম আর কিছু শুনতে পেলাম না মনোযোগ মুনমুন দেবীর বানরছানা প্রেমের দিকে দিতে গিয়ে। "" পরে মুনমুন সেন তার বক্তব্যে বলেন,"" মমতা ব্যানার্জি আমাকে আসানসোলে প্রার্থী করে পাঠিয়েছে। জিতলে আমি আসানসোলের উন্নয়নের জন্য কাজ করব। ভোটারদের পাশে থাকার চেষ্টা করব সব সময়।""Body:কপিConclusion:কপি
Last Updated : Apr 21, 2019, 2:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.