ঘাটাল, 4 মে : কেশপুরে দুই তৃণমূল কংগ্রেস নেতাকে বাড়ি থেকে বের করে "কুকুরের মতো মারার" হুমকি দিয়েছিলেন ভারতী ঘোষ । তা নিয়ে ভারতী ঘোষকে একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । ভারতীকে লক্ষ্য করে মমতা বলেন, "পুলিশে কাজ করার সময় আপনি যে SMS পাঠিয়েছিলেন, সেগুলি যদি জনসমক্ষে নিয়ে আসি, তাহলে মানুষকে আর কিছু বলতে হবে না । "
আজ ঘাটালে দলীয় প্রার্থী দেবের সমর্থনে ঘাটালে রোড-শো করেন তৃণমূল সুপ্রিমো । রোড-শো শেষে মমতা বলেন, "এত নিম্নমানের প্রচার করা সম্ভব নয় । (আমাদের দলের কর্মীদের ) এত নিম্নমানের কথা বলতে বারণ করেছি । BJP-র লোকেরা বড় প্রার্থী হয়েছে ! কেউ কেউ জনগণের টাকা মেরে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন । কেউ কেউ আবার মানুষকে মানুষ বলে মনে করেন না । পশ্চিম মেদিনীপুরে দুজন দাঁড়িয়েছেন। একজন পুরুষ, অপরজন মহিলা । একজন গদার নেতা । অন্যজন টাকা চুরির নেতা । এই দুজন দাঁড়িয়ে অনেক অশ্রাব্য কথা বলছেন । " আরও একধাপ এগিয়ে মমতা দাবি করেন, পুলিশ সুপার থাকাকালীন ভারতীর সঙ্গে তাঁর মেসেজ চালাচালি হয়েছিল । তা জনসমক্ষে নিয়ে এলে ভারতীর মুখে কুলুপ পড়বে । তাঁর কথায়, "আমাদের নেতাদের বিষয়ে উলটোপালটা কথা বলছেন । তিনি না কি আমাদের নেতাদের নিয়ে অনেক বড় বড় কথা বলছেন । আমি তাঁকে বলব, আমার মুখ খোলাবেন না । পুলিশে কাজ করার সময় আপনি যে SMS পাঠিয়েছিলেন, সেগুলি যদি জনসমক্ষে নিয়ে আসি, তাহলে মানুষকে আর কিছু বলতে হবে না । "
এই সংক্রান্ত আরও খবর : "কুকুরের মতো" মারার হুমকি ভারতীর , রিপোর্ট তলব
পাশাপাশি, মমতার দাবি, ভারতীর বিরুদ্ধে যত মামলা রয়েছে তাতে তাঁকে গ্রেপ্তার করতে পারত রাজ্য । মমতার কথায়, "মনে রাখবেন, আমরা চাইলে আপনাকে গ্রেপ্তার করতে পারতাম । তবে একটি মামলায় সুপ্রিম কোর্টের গ্রেপ্তার না করার নির্দেশ রয়েছে । কিন্তু, আরও মামলা রয়েছে । তারপরও আমরা ভদ্রতা করেছি । আপনাকে দাঁড়াতে দিয়েছি । আপনি দাঁড়িয়েছেন ঠিক আছে । কিন্তু, এমন কোনও কথা বলবেন না যা সীমা লঙ্ঘন করে । গণতান্ত্রিক সৌজন্যতা বজায় রাখা উচিত । যে ভদ্রমহিলা দেবের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন , তাঁকে আগে গ্রামসভায় লড়াই করে আসতে বলুন । গ্রামসভায় লড়ার ক্ষমতা নেই, তিনি নাকি লোকসভা নির্বাচনে লড়বেন ।"