ETV Bharat / elections

যার তার মন্তব্যের উত্তর আমি দিই না : বাবুল সুপ্রিয়

দু'দিন আগেই দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে মুনমুন সেনের সমর্থনে একটি সভা করতে গিয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেছিলেন, "বাবুলের সঙ্গে যারা ঝাণ্ডা নিয়ে ঘুরছে তারা যদি জুয়া খেলে বা সাট্টা খেলে, তারা যেন বাবুলের বাড়িতে গিয়ে খেলে। এই এলাকায় এসব চলবে না।" সেই বক্তব্য প্রসঙ্গে বাবুল বলেন, "যার তার মন্তব্যের উত্তর আমি দেই না।"

বাবুল
author img

By

Published : Apr 7, 2019, 9:47 PM IST

Updated : Apr 7, 2019, 10:28 PM IST

আসানসোল, ৭ এপ্রিল : "যার তার মন্তব্যের উত্তর আমি দেই না। আমার একটা স্ট্যাটাস আছে। আমি গান গাই। আমাকে আমার গানের জন্য সারা বিশ্বের লোক চেনে।" জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয়।

দু'দিন আগেই দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে মুনমুন সেনের সমর্থনে একটি সভা করতে গিয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেছিলেন, "বাবুলের সঙ্গে যারা ঝাণ্ডা নিয়ে ঘুরছে তারা যদি জুয়া খেলে বা সাট্টা খেলে, তারা যেন বাবুলের বাড়িতে গিয়ে খেলে। এই এলাকায় এসব চলবে না।" আজ সেই বক্তব্য বাবুল নিজের মোবাইল ফোনে প্লে করে বলেন, "এই সব কথার কী উত্তর দেব? ওনার মুখ দিয়ে শুধুই নোংরা কথাই বের হয়। মনে রাখতে হবে নোংরার মধ্যে কিন্তু পদ্ম ফুল ফোটে। তাই উনি যত নোংরা কথা বলবেন তত পদ্মফুল ফুটবে।"

শুনুন বাবুল সুপ্রিয়র বক্তব্য

বাবুল কটাক্ষ করে বলেন, "যখন বাজার দিয়ে হাতি যায় তখন প্রচুর কুকুর চিৎকার করে। কিন্তু তাতে হাতির কিছু এসে যায় না।" জিতেন্দ্রর উদ্দেশ্যে বাবুল আরও বলেন, "যারা পুরুষ হয় তারা সামনে থেকে প্রহার করে। পিছন থেকে ছুরি চালায় না।" বাবুল দাবি করেন, বারবার তার নাম করে প্রচারের আলোয় আসতে চাইছেন জিতেন্দ্র। বলেন, "সব জবাব ভোটে দিয়ে দেব। জয়ী হয়ে সমস্ত কটাক্ষকে উড়িয়ে দেব।"

আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী সম্পর্কে বাবুল বলেন, "মুনমুন সেন শিক্ষিত মহিলা। কিন্তু তৃণমূল মাফিয়াদের পার্টি। তৃণমূলের সব নেতা মাফিয়াদের থেকে টাকা নেয়। আর আমাকে দেখলে মাফিয়ারা কয়লার লরি ছেড়ে ভয়ে পালিয়ে যায়। তৃণমূল প্রমাণ করুক কোনও কয়লা, বালি মাফিয়া অথবা ব্যবসায়ীর কাছ থেকে আমি কখনও ৫ টাকাও নিয়েছি।"

আসানসোল, ৭ এপ্রিল : "যার তার মন্তব্যের উত্তর আমি দেই না। আমার একটা স্ট্যাটাস আছে। আমি গান গাই। আমাকে আমার গানের জন্য সারা বিশ্বের লোক চেনে।" জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয়।

দু'দিন আগেই দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে মুনমুন সেনের সমর্থনে একটি সভা করতে গিয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেছিলেন, "বাবুলের সঙ্গে যারা ঝাণ্ডা নিয়ে ঘুরছে তারা যদি জুয়া খেলে বা সাট্টা খেলে, তারা যেন বাবুলের বাড়িতে গিয়ে খেলে। এই এলাকায় এসব চলবে না।" আজ সেই বক্তব্য বাবুল নিজের মোবাইল ফোনে প্লে করে বলেন, "এই সব কথার কী উত্তর দেব? ওনার মুখ দিয়ে শুধুই নোংরা কথাই বের হয়। মনে রাখতে হবে নোংরার মধ্যে কিন্তু পদ্ম ফুল ফোটে। তাই উনি যত নোংরা কথা বলবেন তত পদ্মফুল ফুটবে।"

শুনুন বাবুল সুপ্রিয়র বক্তব্য

বাবুল কটাক্ষ করে বলেন, "যখন বাজার দিয়ে হাতি যায় তখন প্রচুর কুকুর চিৎকার করে। কিন্তু তাতে হাতির কিছু এসে যায় না।" জিতেন্দ্রর উদ্দেশ্যে বাবুল আরও বলেন, "যারা পুরুষ হয় তারা সামনে থেকে প্রহার করে। পিছন থেকে ছুরি চালায় না।" বাবুল দাবি করেন, বারবার তার নাম করে প্রচারের আলোয় আসতে চাইছেন জিতেন্দ্র। বলেন, "সব জবাব ভোটে দিয়ে দেব। জয়ী হয়ে সমস্ত কটাক্ষকে উড়িয়ে দেব।"

আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী সম্পর্কে বাবুল বলেন, "মুনমুন সেন শিক্ষিত মহিলা। কিন্তু তৃণমূল মাফিয়াদের পার্টি। তৃণমূলের সব নেতা মাফিয়াদের থেকে টাকা নেয়। আর আমাকে দেখলে মাফিয়ারা কয়লার লরি ছেড়ে ভয়ে পালিয়ে যায়। তৃণমূল প্রমাণ করুক কোনও কয়লা, বালি মাফিয়া অথবা ব্যবসায়ীর কাছ থেকে আমি কখনও ৫ টাকাও নিয়েছি।"

Intro:"যার তার মন্তব্যের উত্তর আমি দি না। আমার একটা স্ট্যাটাস আছে ।আমি গান গাই । আমাকে আমার গানের জন্য সারা বিশ্বের লোক চেনে।" জিতেন্দ্র তিওয়ারি এর বক্তব্য মোবাইলে চালিয়ে এমনই মন্তব্য করলেন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।


Body:দুদিন আগেই দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে মুনমুন সেনের সমর্থনে একটি সভা করতে গিয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেছিলেন বাবুলের সঙ্গে যারা ঝান্ডা নিয়ে ঘুরছে তারা যদি জুয়া খেলছে সাট্টা খেলছে, তারা যেন বাবুলের বাড়িতে গিয়ে খেলে। এই এলাকায় এসব চলবে না। এদিন সেই বক্তব্য বাবুল সুপ্রিয় নিজের মোবাইলে চালিয়ে বলেন এসব কথার কি উত্তর দেব ।আমার নিজস্ব একটা স্ট্যাটাস আছে গোটা বিশ্ব আমাকে চেনে আমার গানের জন্য। আর এনার মুখ দিয়ে শুধুই নোংরা কথা বেরোয়। মনে রাখতে হবে নোংরা আবর্জনাতেই কিন্তু পদ্ম ফুল ফোটে। তাই উনি যত নোংরা কথা বলবেন ততই পদ্মফুল ফুটবে। আসানসোলে এদিন জিতেন্দ্র তিওয়ারি নামে বারবার প্রশ্ন করায় বাবুল সুপ্রিয় মেজাজ হারান। তিনি বলেন "কেন বারবার পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছেন উনি। উনি যদি পুরুষ হন সামনে এসে যুদ্ধ করুন ।
বাবুল সুপ্রিয় কটাক্ষ করে বলেন যখন বাজার দিয়ে হাতি যায় তখন তখন প্রচুর কুকুর চিৎকার করে। কিন্তু তাতে হাতির কিছু এসে যায় না । বাবুল সুপ্রিয় দাবি করেন বারবার তার নাম করে প্রচার এর আলোই আসতে চাইছেন জিতেন্দ্র তিওয়ারি ।তিনি এই নোংরা কথা বলে টিভির পর্দা থাকে যেন বারবার দূষিত না করেন বলেও মন্তব্য করেছেন বাবুল।
পাশাপাশি বাবুল সুপ্রিয় জোর গলায় সব জবাব ভোটে দিয়ে দেব। আমি দাঁড়িয়েছি সেই আসানসোলের। আর জয়ী হয়েই সমস্ত কতাক্ষকে উড়িয়ে দেব।
বাবুল এদিন আবারও বলেন, মুনমুন সেন শিক্ষিতা মহিলা। কিন্তু তৃণমূল মাফিয়াদের পার্টি। তৃণমূলের সব নেতারা মাফিয়াদের থেকে টাকা নেয়। আর আমাকে দেখলে মাফিয়ার কয়লার লরি ছেড়ে ভয়ে পালিয়ে যায়।
বাবুল চ্যালেঞ্জ করে বলেন, তৃণমূল প্রমান করে দিক, কোন কয়লা , বালি মাফিয়া কিমবা ব্যবসায়ীর কাছে আমি কখনও ৫ টাকা নিয়েছি।


Conclusion:
Last Updated : Apr 7, 2019, 10:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.