কলকাতা, 23 মে : ঝড়ের গতিতে চলতে চলতে হঠাৎ ছন্দপতন । তৃণমূলের কি শেষের শুরু ? লোকসভার ট্রেন্ড বলছে, রাজ্যে BJP-র আসন বাড়তে চলেছে 13-15টা । তৃণমূলের আসন কমছে কমপক্ষে 8টা । এই অবস্থায় দাঁড়িয়ে মমতার মাথায় 'হাত' । একাধিকবার তিনি বলেছেন, "আমি প্রার্থী । আমাকে দেখে ভোট দিন ।" প্রার্থীরাও প্রচারে বেরিয়ে বলেছেন, "মমতাই প্রার্থী ।" তারপরও এই হাল কেন ? তাহলে কি মানুষের মধ্যে মমতা-বিরোধিতা তথা তৃণমূল বিরোধিতা স্পষ্ট ?
বাংলায় তৃণমূলের নৈতিক পরাজয় মেনেছেন মমতা । নাম না করেই অভিনন্দন জানালেন BJP-কে । টুইট করেন, "জয়ীদের অভিনন্দন । কিন্তু, পরাজয় মানেই পরাজিত নয় । পূর্ণাঙ্গ পর্যালোচনা করতে হবে । তারপরই আমরা আমাদের ভাবনার কথা আপনাদের জানাতে পারব । গণনা পুরোপুরি শেষ হোক । VVPAT-গুলো ম্যাচ করুক ।"
BJP নেতৃত্ব অবশ্য বলছে, "দিদি আজও অভিনন্দন জানাতে কুণ্ঠাবোধ করছেন । ওঁর বলা উচিত, দেশের মানুষ মোদিতেই আস্থা রেখেছে । মমতায় নয় । রাহুলে নয় । মনে রাখতে হবে 2021-এ রাজ্যে BJP ক্ষমতায় আসছেই । তৃণমূলের শেষের শুরু হয়ে গেছে ।"