ETV Bharat / elections

দেশের কাছে সৎ থাকব, জেনেশুনে ভুল করব না : মোদি - Election

অমিত শাহ
author img

By

Published : May 23, 2019, 7:46 PM IST

Updated : May 23, 2019, 9:57 PM IST

2019-05-23 20:28:18

  • PM Narendra Modi: Today there are only two castes in India- the poor and the other are those who want to help the poor come out of poverty pic.twitter.com/fqQefCZMM0

    — ANI (@ANI) May 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মোদি বলেন, "স্বাধীনতার সময় যেভাবে মানুষ উদ্যম নিয়েছিল, এখন যদি একইভাবে নতুন উদ্যম নেওয়া শুরু হয়, তাহলে 2024-এর মধ্যে দেশ উন্নতির শিখরে পৌঁছাবে । সরকার সংখ্যাগরিষ্ঠতা দিয়ে গড়া হয় । কিন্তু, মনে রাখতে হবে, মানুষই সরকার গড়ে । আমাকে কে কী বলেছে, আমি মনে রাখব না । বিরোধীদের সাথে নিয়েই চলতে হবে । সংবিধানের প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করব । দেশ আমাকে অনেক কিছু দিয়েছে । আজ দেশবাসীর সামনে কিছু বলতে চাই । আপনারা ফকিরের ঝুলি ভরে দিয়েছেন । আপনাদের আশা-আকাঙ্খা, স্বপ্ন, সংকল্প অনেক কিছু জুড়ে আছে । 2014-তে আপনারা আমাকে বেশি জানতেন না । তাও ভরসা করেছিলেন । 2019-এ জানার পর ভরসা আরও বাড়িয়ে দিয়েছেন । এর কারণ, আমি বুঝতে পারছি । দেশের জনতা আমাকে ভরসা করে । ভরসা যত বাড়ে দায়িত্ব তত বাড়ে । কথা দিচ্ছি, আগামীদিনে আমি অসাধু উদ্দেশ্য ও অসৎ পরিকল্পনা নিয়ে কোনও কাজ করব না । কাজ করতে করতে ভুল হতে পারে । কিন্তু জেনেশুনে ভুল করব না । আমি আমার জন্য কিছু করব না । আমি আমার জীবনের প্রতিটি সময় দেশবাসীর জন্য দিলাম । যদি কিছু ভুল করি তাহলে আমার ভুল ধরিয়ে দেবেন । কিন্তু, যা কথা দিলাম তা রাখব ।"  

2019-05-23 20:20:23

  • PM: I was busy today. So I couldn't pay attention to results. I don't have much information about it. But I was briefed by party president.I'll see it in detail. But from what he told me, that itself indicates that political pundits will have to change their 20th century thinking pic.twitter.com/5zTJXwd2HH

    — ANI (@ANI) May 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মোদি আরও বলেন, "ধর্মনিরপেক্ষতার নাম নিয়ে একটা নাটক চলত । 5 বছর ধরে কেউ কিন্তু, এবিষয়ে আর মুখ খোলেনি । এই নির্বাচনে একটি রাজনৈতিক দলও ধর্মনিরপেক্ষতার মুখোশ পড়ে দেশকে বোকা বানাতে পারেনি । ওদের মুখোশ খুলে গেছে । এই নির্বাচনে মূল্যবৃদ্ধি নিয়েও অভিযোগ করতে পারেনি বিরোধীরা । 5 বছরে আমাদের বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি । তাই, রাজনৈতিক বিশেষজ্ঞরা বুঝতে পারছিলেন না আমাদের বিরুদ্ধে কী নিয়ে লড়বেন । জাতি, ধর্মের নামে অনেকে খেলেন । দেশে এখন দুটোই জাতি । একটা গরিব । অন্যটা হল, দেশকে গরিবি থেকে হটাতে যারা কিছু না কিছু চেষ্টা করছেন । গরিবি থেকে মানুষকে মুক্ত করতে হবে ।"

2019-05-23 20:05:57

বিরোধীদের অভিযোগ উড়িয়ে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর প্রশংসা করেন নরেন্দ্র মোদি । বলেন, "সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব । ভারতীয় জনতা পার্টি ভারতের সংবিধান মেনে চলবে । যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বিশ্বাস করি আমরা । আমি আপনাদের কথা দিচ্ছি, প্রত্যেক রাজ্যের উন্নয়নের জন্য আমরা সম্পূর্ণরূপে চেষ্টা করব ।"  

2019-05-23 19:55:13

  • PM Modi addressing party workers at BJP headquarters: Aaj svayam Meghraja bhi is vijay utsav mein shareek hone ke liye hamare beech hain. pic.twitter.com/NqHHewS04W

    — ANI (@ANI) May 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বক্তব্য রাখতে উঠলেন নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদি বলেন, "নতুন ভারতের জন্য আমরা জনতার উপর ভরসা করেছিলাম । আজ দেখতে পাচ্ছি, দেশের কোটি কোটি নাগরিক এই ফকিরের ঝুলি ভরে দিল । আমি নির্বাচন কমিশন, সুরক্ষাবাহিনীকে ধন্যবাদ জানাতে চাই । ধন্যবাদ প্রাপ্য দেশের জনতার । জনতা শ্রীকৃষ্ণেররূপে জবাব দিয়েছে । শ্রীকৃষ্ণ বলেছিলেন, "আমি কারোর পক্ষে থাকব না । শুধু হস্তিনাপুরের পক্ষে থাকব ।" আজ 130 কোটি নাগরিক শ্রীকৃষ্ণরূপে ভারতের হয়ে দাঁড়িয়েছে । ভারতের পাশে আছে । আমি আগেই বলেছিলাম, এই লড়াই দেশের জনতা লড়ছে । কোনও নেতা, দল লড়েনি । যাদের চোখ-কান বন্ধ ছিল তাদের আমি হতে পারিনি । কিন্তু, আমার ভাবনা মানুষ গ্রহণ করেছে । মানুষ জয়ী হয়েছে ।" 

2019-05-23 19:47:35

পশ্চিমবঙ্গ নিয়ে অমিত শাহ বলেন, "2 বছর ধরে বাংলায় আমাদের কার্যকর্তারা প্রাণ দিয়েছেন । আমি তাঁদের শ্রদ্ধাজ্ঞাপন করতে চাই । এত অত্যাচারের পরও 18 আসন এসেছে । পশ্চিমবঙ্গে এবার BJP সরকার আসছে । বিধানসভা উপনির্বাচনেও 4টি আসনে জয় এসেছে । আমরা আশাবাদী বাংলায় BJP সরকার গড়বে ।  

2019-05-23 19:37:29

দিল্লি, 23 মে : বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকারে আসতে চলেছে NDA । এই আভাস পাওয়ার পর দিল্লিতে জনসভা করছে BJP নেতৃত্ব । 

অমিত শাহ বলেন, "তুষ্টিকরণে মদত দিলেও দেশের মানুষ জবাব দেবে । এত বড় জয় দেখেই বোঝা যাচ্ছে, দেশে আর পরিবারতন্ত্র থাকবে না । উত্তরপ্রদেশ সপা, বসপা এক হয়েছিল । ওদের হারিয়ে 60 আসনে আমরা জয়লাভ করেছি  । মোদিজি গণতন্ত্রের সেবা করেছেন । জাতিবাদ, পরিবারতন্ত্র সমাপ্ত করেছেন  । 50 বছর ধরে কংগ্রেস পরিবারতন্ত্র, তুষ্টিকরণের রাজনীতি করছে  । বেশ কয়েকটি রাজ্যে কংগ্রেস বিগ জ়িরো পেয়েছে । নরেন্দ্র মোদির জনপ্রিয়তার জয় । BJP কার্যকর্তাদের লড়াইয়ের জয়  ।দেশের জনতার জয়  । দেশের জনতাকে আমার প্রণাম ।"  

2019-05-23 20:28:18

  • PM Narendra Modi: Today there are only two castes in India- the poor and the other are those who want to help the poor come out of poverty pic.twitter.com/fqQefCZMM0

    — ANI (@ANI) May 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মোদি বলেন, "স্বাধীনতার সময় যেভাবে মানুষ উদ্যম নিয়েছিল, এখন যদি একইভাবে নতুন উদ্যম নেওয়া শুরু হয়, তাহলে 2024-এর মধ্যে দেশ উন্নতির শিখরে পৌঁছাবে । সরকার সংখ্যাগরিষ্ঠতা দিয়ে গড়া হয় । কিন্তু, মনে রাখতে হবে, মানুষই সরকার গড়ে । আমাকে কে কী বলেছে, আমি মনে রাখব না । বিরোধীদের সাথে নিয়েই চলতে হবে । সংবিধানের প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করব । দেশ আমাকে অনেক কিছু দিয়েছে । আজ দেশবাসীর সামনে কিছু বলতে চাই । আপনারা ফকিরের ঝুলি ভরে দিয়েছেন । আপনাদের আশা-আকাঙ্খা, স্বপ্ন, সংকল্প অনেক কিছু জুড়ে আছে । 2014-তে আপনারা আমাকে বেশি জানতেন না । তাও ভরসা করেছিলেন । 2019-এ জানার পর ভরসা আরও বাড়িয়ে দিয়েছেন । এর কারণ, আমি বুঝতে পারছি । দেশের জনতা আমাকে ভরসা করে । ভরসা যত বাড়ে দায়িত্ব তত বাড়ে । কথা দিচ্ছি, আগামীদিনে আমি অসাধু উদ্দেশ্য ও অসৎ পরিকল্পনা নিয়ে কোনও কাজ করব না । কাজ করতে করতে ভুল হতে পারে । কিন্তু জেনেশুনে ভুল করব না । আমি আমার জন্য কিছু করব না । আমি আমার জীবনের প্রতিটি সময় দেশবাসীর জন্য দিলাম । যদি কিছু ভুল করি তাহলে আমার ভুল ধরিয়ে দেবেন । কিন্তু, যা কথা দিলাম তা রাখব ।"  

2019-05-23 20:20:23

  • PM: I was busy today. So I couldn't pay attention to results. I don't have much information about it. But I was briefed by party president.I'll see it in detail. But from what he told me, that itself indicates that political pundits will have to change their 20th century thinking pic.twitter.com/5zTJXwd2HH

    — ANI (@ANI) May 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মোদি আরও বলেন, "ধর্মনিরপেক্ষতার নাম নিয়ে একটা নাটক চলত । 5 বছর ধরে কেউ কিন্তু, এবিষয়ে আর মুখ খোলেনি । এই নির্বাচনে একটি রাজনৈতিক দলও ধর্মনিরপেক্ষতার মুখোশ পড়ে দেশকে বোকা বানাতে পারেনি । ওদের মুখোশ খুলে গেছে । এই নির্বাচনে মূল্যবৃদ্ধি নিয়েও অভিযোগ করতে পারেনি বিরোধীরা । 5 বছরে আমাদের বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি । তাই, রাজনৈতিক বিশেষজ্ঞরা বুঝতে পারছিলেন না আমাদের বিরুদ্ধে কী নিয়ে লড়বেন । জাতি, ধর্মের নামে অনেকে খেলেন । দেশে এখন দুটোই জাতি । একটা গরিব । অন্যটা হল, দেশকে গরিবি থেকে হটাতে যারা কিছু না কিছু চেষ্টা করছেন । গরিবি থেকে মানুষকে মুক্ত করতে হবে ।"

2019-05-23 20:05:57

বিরোধীদের অভিযোগ উড়িয়ে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর প্রশংসা করেন নরেন্দ্র মোদি । বলেন, "সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব । ভারতীয় জনতা পার্টি ভারতের সংবিধান মেনে চলবে । যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বিশ্বাস করি আমরা । আমি আপনাদের কথা দিচ্ছি, প্রত্যেক রাজ্যের উন্নয়নের জন্য আমরা সম্পূর্ণরূপে চেষ্টা করব ।"  

2019-05-23 19:55:13

  • PM Modi addressing party workers at BJP headquarters: Aaj svayam Meghraja bhi is vijay utsav mein shareek hone ke liye hamare beech hain. pic.twitter.com/NqHHewS04W

    — ANI (@ANI) May 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বক্তব্য রাখতে উঠলেন নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদি বলেন, "নতুন ভারতের জন্য আমরা জনতার উপর ভরসা করেছিলাম । আজ দেখতে পাচ্ছি, দেশের কোটি কোটি নাগরিক এই ফকিরের ঝুলি ভরে দিল । আমি নির্বাচন কমিশন, সুরক্ষাবাহিনীকে ধন্যবাদ জানাতে চাই । ধন্যবাদ প্রাপ্য দেশের জনতার । জনতা শ্রীকৃষ্ণেররূপে জবাব দিয়েছে । শ্রীকৃষ্ণ বলেছিলেন, "আমি কারোর পক্ষে থাকব না । শুধু হস্তিনাপুরের পক্ষে থাকব ।" আজ 130 কোটি নাগরিক শ্রীকৃষ্ণরূপে ভারতের হয়ে দাঁড়িয়েছে । ভারতের পাশে আছে । আমি আগেই বলেছিলাম, এই লড়াই দেশের জনতা লড়ছে । কোনও নেতা, দল লড়েনি । যাদের চোখ-কান বন্ধ ছিল তাদের আমি হতে পারিনি । কিন্তু, আমার ভাবনা মানুষ গ্রহণ করেছে । মানুষ জয়ী হয়েছে ।" 

2019-05-23 19:47:35

পশ্চিমবঙ্গ নিয়ে অমিত শাহ বলেন, "2 বছর ধরে বাংলায় আমাদের কার্যকর্তারা প্রাণ দিয়েছেন । আমি তাঁদের শ্রদ্ধাজ্ঞাপন করতে চাই । এত অত্যাচারের পরও 18 আসন এসেছে । পশ্চিমবঙ্গে এবার BJP সরকার আসছে । বিধানসভা উপনির্বাচনেও 4টি আসনে জয় এসেছে । আমরা আশাবাদী বাংলায় BJP সরকার গড়বে ।  

2019-05-23 19:37:29

দিল্লি, 23 মে : বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকারে আসতে চলেছে NDA । এই আভাস পাওয়ার পর দিল্লিতে জনসভা করছে BJP নেতৃত্ব । 

অমিত শাহ বলেন, "তুষ্টিকরণে মদত দিলেও দেশের মানুষ জবাব দেবে । এত বড় জয় দেখেই বোঝা যাচ্ছে, দেশে আর পরিবারতন্ত্র থাকবে না । উত্তরপ্রদেশ সপা, বসপা এক হয়েছিল । ওদের হারিয়ে 60 আসনে আমরা জয়লাভ করেছি  । মোদিজি গণতন্ত্রের সেবা করেছেন । জাতিবাদ, পরিবারতন্ত্র সমাপ্ত করেছেন  । 50 বছর ধরে কংগ্রেস পরিবারতন্ত্র, তুষ্টিকরণের রাজনীতি করছে  । বেশ কয়েকটি রাজ্যে কংগ্রেস বিগ জ়িরো পেয়েছে । নরেন্দ্র মোদির জনপ্রিয়তার জয় । BJP কার্যকর্তাদের লড়াইয়ের জয়  ।দেশের জনতার জয়  । দেশের জনতাকে আমার প্রণাম ।"  

New Delhi, May 23 (ANI): Bollywood actor Sonam Kapoor, after 'Ek Ladki Ko Dekha Toh Aisa Laga', is back with her upcoming release 'The Zoya Factor', co-starring Dulquer Salmaan. Sonam announced the release date along with the latest poster of the film, which features her with Dulquer. The new poster of the film features the lead pair sitting in what appears to be a stadium. Sonam mentioned September 20 as the release date of the flick in her recent tweet. Sonam had begun shooting for the rom-com on August 29, 2018. On August 26, Sonam had unveiled the first poster of the film, which showed the lead pair holding Anuja Chauhan's novel. The upcoming movie also stars Sanjay Kapoor. The film is based on Anuja Chauhan's 2008 novel. The film is being directed by Abhishek Sharma. The film marks Dulquer second project in Bollywood. He made his debut in the Hindi film industry in 2018 with Irrfan Khan starrer 'Karwaan'.
Last Updated : May 23, 2019, 9:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.