কলকাতা, 2 এপ্রিল : করোনার সংক্রমণ প্রতিরোধ করতে এবার ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পৌরনিগম ৷ সম্প্রতি মহারাষ্ট্র-সহ দেশের একাধিক রাজ্য়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ৷ ফের নতুন করে বাড়ছে সংক্রমণের হার ৷ এরাজ্যেও নির্বাচনের পারদ যত চড়ছে, তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ ৷
গত 24 ঘন্টায় দেশে নতুন করে কোভিড- 19 ভাইরাসে আক্রান্ত হয়েছেন 81 হাজার 448 জন ৷ পশ্চিমবঙ্গে গত 24 ঘন্টায় নতুন করে 1 হাজার 274 জন করোনা রোগীর খোঁজ মিলেছে ৷ এখনও পর্যন্ত এ রাজ্যে করোনা রোগীদের মৃত্যুর সংখ্যা 10 হাজার ছাড়িয়ে গিয়েছে ৷ শুধুমাত্র কলকাতাতেই এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্য়া প্রায় 300 ৷
বিশেষজ্ঞদের সাফ কথা, করোনার সংক্রমণ আবার বেড়ে যাওয়ার অন্যতম কারণ চলতি বিধানসভা নির্বাচন ৷ মিটিং, মিছিল জনসমাবেশে মানুষের অবাধ যাতায়াতের ফলেই সংক্রমণ ক্রমশ বাড়ছে ৷ আগামী 26 ও 29 এপ্রিল ভোট হবে কলকাতায় ৷ ওই দু’দিন শহরের বহু মানুষ একসঙ্গে এক জায়গায় উপস্থিত থাকবেন ৷ ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে অনেক ভোটারকে একসঙ্গে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে ৷ এই পরিস্থিতিতে শহরের সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখতে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম।
আরও পড়ুন : সায়নীর মিছিলে বাড়ছে লোক, উধাও কোভিড সুরক্ষাবিধি
রাজ্যের অন্যান্য জেলার তুলনায় কলকাতায় সংক্রমণের সংখ্যা সবথেকে বেশি ৷ ঘনবসতিপূর্ণ এই শহরে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে ৷ এমনিতেই শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি ভুলে গিয়ে মানুষ অবাধে মিটিং, মিছিল, সমাবেশে অংশগ্রহণ করছে ৷ দলীয় নেতা থেকে প্রার্থী, সকলেই যেন ভুলে গিয়েছেন করোনার স্বাস্থ্যবিধি ৷ তাই নির্বাচনের দিনগুলিতে শহরে আরও বেশি সংক্রমণের সম্ভাবনা রয়েছে ৷
এই পরিস্থিতিতে কলকাতার সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রগুলিকে সম্পূর্ণভাবে স্যানিটাইজড করার সিদ্ধান্ত নিয়েছে পৌর প্রশাসন ৷ ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে দিনে তিনবার এই প্রক্রিয়া পালন করা হবে ৷ প্রত্য়েক ভোটারকে ভোটগ্রহণ কেন্দ্রে ঢোকার আগে হাত স্য়ানিটাইজড করতে হবে ৷ প্রত্যেক ভোটারকে মুখে মাস্ক অবশ্যই পড়তে হবে ৷ যাঁরা মাস্ক ছাড়া আসবেন, তাঁদের বিনামূল্যে মাস্ক দেবে কলকাতা পৌরনিগম ৷ ভোটগ্রহণ কেন্দ্রের ভিতর শারীরিক দূরত্ব বজায় রেখে পোলিং এজেন্টদের বসতে হবে ৷ বুথের বাইরে ভোটারদের লাইনেও মানতে হবে স্বাস্থ্যবিধি ৷ ভোটগ্রহণ কেন্দ্রগুলির বাইরে আলাদা ডাস্টবিন রাখা হবে ব্যবহৃত মাক্স, গ্লাভস ইত্যাদি সরঞ্জাম ফেলার জন্য।