ETV Bharat / elections

নববর্ষে ভোট প্রচার দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থীর - নববর্ষে জনসংযোগ

নববর্ষে ভোট প্রচার দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী দীপ্তাংশু চৌধুরীর ৷ ঢাক, ঢোল বাজিয়ে ঘুরে ঘুরে সারলেন প্রচার ৷ কথা বললেন স্থানীয়দের সঙ্গে ৷ দিলেন পুজো ৷

bengal election 2021_Wb_dur_02_ Durgapur East BJP candidate campaign in bengali New Year _7204345
নববর্ষে ভোট প্রচার দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থীর
author img

By

Published : Apr 15, 2021, 2:17 PM IST

দুর্গাপুর, 15 এপ্রিল : বাংলা নববর্ষের দিনে জনসংযোগে ঝাঁপিয়ে পড়লেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী দীপ্তাংশু চৌধুরী ৷ দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গাপুর স্টিল টাউনশিপের সেকেন্ডারি রোড থেকে হর্ষবর্ধন রোড এবং কণিষ্ক রোড হয়ে প্রচার সারেন তিনি।

দুর্গাপুর পৌরনিগমের 9 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা, দুর্গাপুর ইস্পাত কারখানার আবাসন এবং স্থানীয় বাজারহাটগুলিতে ঘুরে ঘুরে সাধারণ মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানান প্রার্থী ৷ পাশাপাশি, চলতে থাকে ভোটভিক্ষা ৷ আগামী 26 এপ্রিল মানুষ যাতে তাঁকেই ভোট দেন, সকলকে সেই আবেদন করেন দীপ্তাংশু ৷

আরও পড়ুন : গ্ল্যামার নয়, স্নেহ-শাসনে বিমান বসু সেরা ক্রাউডপুলার

ইটিভি ভারতের মুখোমুখি হয় বিজেপি প্রার্থী বলেন, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে রাজ্য়ে বিজেপিই একমাত্র বিকল্প ৷ আমজনতাকেও সেটাই বোঝাচ্ছেন দীপ্তাংশু ৷ তাঁর বিশ্বাস, 2 মের পর বিজেপিই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে ৷

নববর্ষের দিন 9 নম্বর ওয়ার্ডের বিভিন্ন মন্দিরে পুজো দিতেও দেখা গেল এই বিজেপি প্রার্থীকে ৷ সাধারণ ভোটারদের নজর টানতে ঢাক, ঢোল বাজিয়ে সাড়ম্বরে প্রচার সারলেন তিনি ৷

দুর্গাপুর, 15 এপ্রিল : বাংলা নববর্ষের দিনে জনসংযোগে ঝাঁপিয়ে পড়লেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী দীপ্তাংশু চৌধুরী ৷ দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গাপুর স্টিল টাউনশিপের সেকেন্ডারি রোড থেকে হর্ষবর্ধন রোড এবং কণিষ্ক রোড হয়ে প্রচার সারেন তিনি।

দুর্গাপুর পৌরনিগমের 9 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা, দুর্গাপুর ইস্পাত কারখানার আবাসন এবং স্থানীয় বাজারহাটগুলিতে ঘুরে ঘুরে সাধারণ মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানান প্রার্থী ৷ পাশাপাশি, চলতে থাকে ভোটভিক্ষা ৷ আগামী 26 এপ্রিল মানুষ যাতে তাঁকেই ভোট দেন, সকলকে সেই আবেদন করেন দীপ্তাংশু ৷

আরও পড়ুন : গ্ল্যামার নয়, স্নেহ-শাসনে বিমান বসু সেরা ক্রাউডপুলার

ইটিভি ভারতের মুখোমুখি হয় বিজেপি প্রার্থী বলেন, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে রাজ্য়ে বিজেপিই একমাত্র বিকল্প ৷ আমজনতাকেও সেটাই বোঝাচ্ছেন দীপ্তাংশু ৷ তাঁর বিশ্বাস, 2 মের পর বিজেপিই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে ৷

নববর্ষের দিন 9 নম্বর ওয়ার্ডের বিভিন্ন মন্দিরে পুজো দিতেও দেখা গেল এই বিজেপি প্রার্থীকে ৷ সাধারণ ভোটারদের নজর টানতে ঢাক, ঢোল বাজিয়ে সাড়ম্বরে প্রচার সারলেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.