কলকাতা, 19 এপ্রিল : নির্বাচনের থেকে মানুষের জীবনের দাম অনেক বেশি ৷ তাই মানুষের প্রাণ বাঁচাতে অবিলম্বে বন্ধ করা হোক নির্বাচনী প্রক্রিয়া ৷ আপাতত স্থগিত রাখা হোক ভোটদান ৷ নির্বাচন যদি করতেই হয়, তবে তা করা হোক রমজান মাসের পর ৷ ততদিনে অতিমারির দাপটও হয়তো কিছুটা কমবে ৷ নির্বাচন কমিশনকে চিঠি লিখে এই আবেদন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷
প্রসঙ্গত, ইতিমধ্যেই ভোটমুখী পশ্চিমবঙ্গে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া ৷ রোজই তৈরি হচ্ছে নতুন রেকর্ড ৷ বিভিন্ন দলের একাধিক প্রার্থী আক্রান্ত হয়েছেন করোনায় ৷ মৃত্য়ু হয়েছে মুর্শিদাবাদ জেলার দুই প্রার্থীর ৷ সেই প্রেক্ষাপটকে মাথায় রেখেই এবার নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী প্রক্রিয়া স্থগিত করার আবেদন করলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ ৷
একইসঙ্গে, করোনা পরিস্থিতিতে মিটিং, মিছিল না করার পক্ষেও সওয়াল করেছেন অধীর ৷ ইতিমধ্যেই তিনি জানিয়ে দিয়েছেন, আপাতত আর কোনও বড় সভা বা মিটিং, মিছিল করবেন না তিনি ৷
আরও পড়ুন : করোনায় আক্রান্ত মনমোহন সিং
প্রসঙ্গত, ভোট মরশুমে বড় বড় জনসভা ও জমায়েত না করার পরামর্শ অনেক আগেই দিয়েছিলেন বিশেষজ্ঞরা ৷ তাঁদের আশঙ্কা ছিল, এর ফলে মারাত্মক হারে বাড়বে ভাইরাসের দাপট ৷ ইতিমধ্যেই তাঁদের সেই ভবিষ্যৎবাণী ফলতে শুরু করে দিয়েছে ৷