ETV Bharat / city

World Elephant Day : নতুন কাপড়, এলাহি খাবার; লক্ষ্মী আর উর্মিলার ফুরফুরে বিশ্ব হাতি দিবস - Bengal Safari

বিশ্ব হাতি দিবসে সম্মান জানানো হল বেঙ্গল সাফারির দুই কুনকি হাতি লক্ষ্মী আর উর্মিলাকে ৷ এদিন তাদের জন্য পছন্দের খাবারের ব্যবস্থা করা হয় ৷

s
s
author img

By

Published : Aug 12, 2021, 10:07 PM IST

শিলিগুড়ি, 12 অগস্ট : আজ তাদের জন্য নতুন কাপড়, মেনুতে ছিল এলাহি খাবার। আজ আলাদারকম দিন কাটল দুই বোন লক্ষ্মী আর উর্মিলার । 12 অগস্ট বৃহস্পতিবার হল বিশ্ব হাতি দিবস ৷ বিশেষ দিনটি বিশেষভাবে কাটল নর্থ বেঙ্গল ওয়াইল্ড এনিমেল পার্ক (বেঙ্গল সাফারি পার্ক)-এর দুই কুনকি হাতি লক্ষ্মী ও উর্মিলার।

প্রতি বছর এই দিনে খুদে স্কুল পড়ুয়া ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা আসেন বেঙ্গল সাফারিতে ৷ আসেন পর্যটকরাও । তবে, এই দিনে পর্যটকদের পিঠে তুলে সাফারিতে যায় না ওরা ৷ বরং বিশ্ব হাতি দিবস হল ছুটির দিন দুই বোনের । কিন্তু বদলে গিয়েছে পরিস্থিতি ৷ চলতি বছরেও বেশ কয়েক মাস হল বন্ধ রয়েছে বেঙ্গল সাফারি পার্ক । ফলে লক্ষ্মী ও উর্মিলার এখন কাজ নেই । তবে, পার্ক বন্ধ থাকলেও বিশ্ব হাতি দিবসে লক্ষ্মী ও উর্মিলাকে নিয়ে আলাদারকম দিন কাটাল পার্ক কর্তৃপক্ষের । সকাল সকাল দু'জনকে স্নান করিয়ে, বিরাট শরীরে আলপনা এঁকে দেয় দুই মাহুত স্বপন নার্জিনারি ও কমল বর্মণ। এরপর মোমবাতি, ধূপকাঠি জ্বেলে দুই কুনকির পুজো করে মাহুতরা। তাদের কর্তব্যপরায়ণতার জন্য সম্মান জানানো হয়। খাবারের মেনুতে অন্য দিন থাকে ডাল, ভুসি, চাল ৷ এদিন ছিল দুই বোনের পছন্দের কলা, আম, মুসম্বি, আখ, তরমুজ, শশা । শেষপাতে ছিল ডাবের জল। সেসব পেয়ে বেজায় খুশি ছিল লক্ষ্মী ও উর্মিলা ।

s
লক্ষ্মী আর উর্মিলার পুজো, পুরোহিত মাহুত ৷

পার্কে পর্যটকদের নিয়ে সাফারির পাশাপাশি জংলি হাতি তাড়ানো, জঙ্গলে সার্চ অপারেশনের মতো দুঃসাহসিক কাজও করে ওরা দুই বোন । আবার কোনও হাতির শাবক দলছুট হলে মায়ের মতো তাদের আগলেও রাখতে হয় লক্ষ্মী-উর্মিলাকে। এদিন সেই সব কাজ কৃতিত্বের করার জন্যই সম্মান জানানো হয় কুনকি দুটিকে ।

s
সাজগোজ করে তৈরি লক্ষ্মী আর উর্মিলা ৷

আরও পড়ুন: গন্ধ শুঁকেই চিনে নেয় বোমা, হাতির শুঁড়ে রয়েছে বম্ব ডিটেক্টর ?

বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বাদল দেবনাথ বলেন, "অন্যান্য বছর দিনটিকে উৎসবের মতো করে পালন করা হয় ৷ করোনার কারণে অনাড়ম্বরভাবেই পালন করা হল এবার।"

s
লক্ষ্মী আর উর্মিলার জন্য এলাহি খাবার ৷

শিলিগুড়ি, 12 অগস্ট : আজ তাদের জন্য নতুন কাপড়, মেনুতে ছিল এলাহি খাবার। আজ আলাদারকম দিন কাটল দুই বোন লক্ষ্মী আর উর্মিলার । 12 অগস্ট বৃহস্পতিবার হল বিশ্ব হাতি দিবস ৷ বিশেষ দিনটি বিশেষভাবে কাটল নর্থ বেঙ্গল ওয়াইল্ড এনিমেল পার্ক (বেঙ্গল সাফারি পার্ক)-এর দুই কুনকি হাতি লক্ষ্মী ও উর্মিলার।

প্রতি বছর এই দিনে খুদে স্কুল পড়ুয়া ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা আসেন বেঙ্গল সাফারিতে ৷ আসেন পর্যটকরাও । তবে, এই দিনে পর্যটকদের পিঠে তুলে সাফারিতে যায় না ওরা ৷ বরং বিশ্ব হাতি দিবস হল ছুটির দিন দুই বোনের । কিন্তু বদলে গিয়েছে পরিস্থিতি ৷ চলতি বছরেও বেশ কয়েক মাস হল বন্ধ রয়েছে বেঙ্গল সাফারি পার্ক । ফলে লক্ষ্মী ও উর্মিলার এখন কাজ নেই । তবে, পার্ক বন্ধ থাকলেও বিশ্ব হাতি দিবসে লক্ষ্মী ও উর্মিলাকে নিয়ে আলাদারকম দিন কাটাল পার্ক কর্তৃপক্ষের । সকাল সকাল দু'জনকে স্নান করিয়ে, বিরাট শরীরে আলপনা এঁকে দেয় দুই মাহুত স্বপন নার্জিনারি ও কমল বর্মণ। এরপর মোমবাতি, ধূপকাঠি জ্বেলে দুই কুনকির পুজো করে মাহুতরা। তাদের কর্তব্যপরায়ণতার জন্য সম্মান জানানো হয়। খাবারের মেনুতে অন্য দিন থাকে ডাল, ভুসি, চাল ৷ এদিন ছিল দুই বোনের পছন্দের কলা, আম, মুসম্বি, আখ, তরমুজ, শশা । শেষপাতে ছিল ডাবের জল। সেসব পেয়ে বেজায় খুশি ছিল লক্ষ্মী ও উর্মিলা ।

s
লক্ষ্মী আর উর্মিলার পুজো, পুরোহিত মাহুত ৷

পার্কে পর্যটকদের নিয়ে সাফারির পাশাপাশি জংলি হাতি তাড়ানো, জঙ্গলে সার্চ অপারেশনের মতো দুঃসাহসিক কাজও করে ওরা দুই বোন । আবার কোনও হাতির শাবক দলছুট হলে মায়ের মতো তাদের আগলেও রাখতে হয় লক্ষ্মী-উর্মিলাকে। এদিন সেই সব কাজ কৃতিত্বের করার জন্যই সম্মান জানানো হয় কুনকি দুটিকে ।

s
সাজগোজ করে তৈরি লক্ষ্মী আর উর্মিলা ৷

আরও পড়ুন: গন্ধ শুঁকেই চিনে নেয় বোমা, হাতির শুঁড়ে রয়েছে বম্ব ডিটেক্টর ?

বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বাদল দেবনাথ বলেন, "অন্যান্য বছর দিনটিকে উৎসবের মতো করে পালন করা হয় ৷ করোনার কারণে অনাড়ম্বরভাবেই পালন করা হল এবার।"

s
লক্ষ্মী আর উর্মিলার জন্য এলাহি খাবার ৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.