শিলিগুড়ি, 25 সেপ্টেম্বর : উত্তরবঙ্গে জ্বরে শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যা বৃদ্ধির পিছনে করোনাকালে অন্যান্য টিকাকরণ ব্যাহত হওয়াকেই অন্যতম কারণ বলে মনে করছে চিকিৎসক মহল। করোনার প্রথম ঢেউয়ের সময় শিশুদের পাশাপাশি মায়েদের মধ্যে যাতে সংক্রমণ বৃদ্ধি না পায় সেজন্য সমস্তরকম টিকাকরণ কর্মসূচি বন্ধ রাখা হয়েছিল রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে । এতে শিশুদের করোনার সংক্রমণ থেকে আটকানো গেলেও চলতি বছরে জ্বরে আক্রান্ত হওয়ার হাত থেকে তাদের সুরক্ষিত রাখতে বেশ বেগ পেতে হচ্ছে স্বাস্থ্য দফতরকে ।
কোভিডের প্রথম ঢেউয়ের পর করোনা গ্রাফ কিছুটা নামলে চলতি বছরে ফের চালু করা হয় শিশুদের বয়সভিত্তিক টিকাকরণ কর্মসূচি । কিন্তু এরই মধ্যে জ্বরে শিশুদের আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে । গত তিন দিনে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন তিন শিশুর । সব মিলিয়ে গত একমাসে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে পাঁচটি শিশুর ।
আরও পড়ুন : Weather Forecast : রবিবার থেকে টানা তিনদিন ভারী বৃষ্টি, বানভাসি হওয়ার আশঙ্কা
অন্যদিকে, উত্তরবঙ্গে ক্রমে বেড়েই চলেছে জ্বরে আক্রান্ত শিশুদের সংখ্যা । ফলে তাদের জ্বরে আক্রান্ত হওয়া কমাতে নবজাতকদের টিকাকরণ কর্মসূচিতে জোর দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দফতর । অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই 6 সপ্তাহ, 14 সপ্তাহ এবং 9 মাস বয়সের শিশুদের নিউমোকক্কাল কনজুগেটেড ভাইরাসের টিকা দেওয়ার কাজ জোর কদমে শুরু করতে চলেছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই জেলার সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে । চলতি মাসেই প্রশিক্ষণ শেষ করার পরে অক্টোবর থেকে শুরু হবে শিশুদের টিকাকরণ কর্মসূচি । টিকাকরণ হয়ে গেলে শিশুদের মধ্যে জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন চিকিৎসকরা ।
এই বিষয়ে উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের অফিসার অন স্পেশাল ডিউটি সুশান্ত রায় বলেন, "করোনার প্রথম ঢেউয়ের সময় টিকাকরণ কর্মসূচি ব্যাহত হওয়ার ফলে শিশুদের জ্বরে আক্রান্তর হওয়ার সংখ্যা বাড়ছে, এটা অবশ্যই একটা কারণ । সেজন্য শিশুদের জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা কমাতে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই টিকাকরণ কর্মসূচি শুরু করা হচ্ছে।"