ETV Bharat / city

হাতিকে নিজে হাতে স্নান করাতে চান? সুযোগ দিচ্ছে বেঙ্গল সাফারি - হাতিকে স্নান করানোর সুযোগ বেঙ্গল সাফারিতে

হাতিকে স্নান করানোর সুযোগ শিলিগুড়ির অদূরে অবস্থিত বেঙ্গল সাফারিতে । তার জন্য ধার্য করা হয়েছে টিকিট । একযোগে ছয়জন ব্যক্তি নদীতে নেমে হাতিকে স্নান করানোর সুযোগ পাবেন । নিরাপত্তার স্বার্থে সঙ্গে থাকবেন স্বয়ং মাহুত । টিকিট মূল্য ধার্য করা হয়েছে মাথা পিছু 500 টাকা ।

Tourist to bath elephant
বেঙ্গল সাফারিতে হাতি স্নান
author img

By

Published : Dec 30, 2019, 10:39 AM IST

Updated : Dec 30, 2019, 12:22 PM IST

শিলিগুড়ি, 29 ডিসেম্বর : হাতি সাফারি করতে ভালোবাসেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া ভার । সেক্ষেত্রে সুযোগও রয়েছে বিস্তর । তবে নিজে হাতে হাতিকে স্নান করানো? সেটা অবশ্য এতদিন পর্যটকদের ধারণার অতীত ছিল । বাস্তবে সেই সুযোগ করে দিল বেঙ্গল সাফারি ।

শিলিগুড়ির অদূরে অবস্থিত বেঙ্গল সাফারি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু । তবে সেই আকর্ষণ আরও বাড়িয়ে তুলতে এবার বেঙ্গল সাফারি কর্তৃপক্ষের তরফে চালু করা হল হাতি স্নান । সাফারি সূত্রে জানা গিয়েছে, দুপুরে যখন হাতি সাফারি বন্ধ থাকে সেসময়ই লক্ষ্মী ও ঊর্মিলা নামের দু'টি হাতিকে স্নান করানো হয় । সেক্ষেত্রে এবার সেই সুযোগ দেওয়া হবে পর্যটকদের । তার জন্য ধার্য করা হয়েছে টিকিট । একযোগে ছয়জন ব্যক্তি নদীতে নেমে হাতিকে স্নান করানোর সুযোগ পাবেন । নিরাপত্তার স্বার্থে সঙ্গে থাকবেন স্বয়ং মাহুত ।

এবিষয়ে বেঙ্গল সাফারির ডিরেক্টর ধরমদেও রাই বলেন, নতুন বছর শুরুর আগে পর্যটকদের জন্য একটি উপহারস্বরূপ এই সিদ্ধান্ত । টিকিট মূল্য ধার্য করা হয়েছে মাথা পিছু 500 টাকা । আগামীতে বেঙ্গল সাফারিকে আরও আকর্ষণীয় করতে নতুন উদ্যোগ নেওয়া হবে ।

শিলিগুড়ি, 29 ডিসেম্বর : হাতি সাফারি করতে ভালোবাসেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া ভার । সেক্ষেত্রে সুযোগও রয়েছে বিস্তর । তবে নিজে হাতে হাতিকে স্নান করানো? সেটা অবশ্য এতদিন পর্যটকদের ধারণার অতীত ছিল । বাস্তবে সেই সুযোগ করে দিল বেঙ্গল সাফারি ।

শিলিগুড়ির অদূরে অবস্থিত বেঙ্গল সাফারি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু । তবে সেই আকর্ষণ আরও বাড়িয়ে তুলতে এবার বেঙ্গল সাফারি কর্তৃপক্ষের তরফে চালু করা হল হাতি স্নান । সাফারি সূত্রে জানা গিয়েছে, দুপুরে যখন হাতি সাফারি বন্ধ থাকে সেসময়ই লক্ষ্মী ও ঊর্মিলা নামের দু'টি হাতিকে স্নান করানো হয় । সেক্ষেত্রে এবার সেই সুযোগ দেওয়া হবে পর্যটকদের । তার জন্য ধার্য করা হয়েছে টিকিট । একযোগে ছয়জন ব্যক্তি নদীতে নেমে হাতিকে স্নান করানোর সুযোগ পাবেন । নিরাপত্তার স্বার্থে সঙ্গে থাকবেন স্বয়ং মাহুত ।

এবিষয়ে বেঙ্গল সাফারির ডিরেক্টর ধরমদেও রাই বলেন, নতুন বছর শুরুর আগে পর্যটকদের জন্য একটি উপহারস্বরূপ এই সিদ্ধান্ত । টিকিট মূল্য ধার্য করা হয়েছে মাথা পিছু 500 টাকা । আগামীতে বেঙ্গল সাফারিকে আরও আকর্ষণীয় করতে নতুন উদ্যোগ নেওয়া হবে ।

Intro:লক্ষী উর্মিলাকে স্নান করাতে চান, সুযোগ করে দিল বেঙ্গল সাফারি

শিলিগুড়ি, ২৯ ডিসেম্বরঃ হাতির পিঠে চড়ে বসে হাতি সাফারি করতে ভালোবাসেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া ভার। সেক্ষেত্রে সুযোগ রয়েছে বিস্তর। তবে নিজে হাতে হাতিকে স্নান করানোর বিষয়? সেটা অবশ্য আমজনতা বা পর্যটকদের লাছে আকাশ কুসুম কল্পনা। যদিও সেই আকাশ-কুসুম কল্পনাকে এবার বাস্তবে রূপান্তরিত করল মুখ্যমন্ত্রীর স্বপ্নের বেঙ্গল সাফারি।

Body:শিলিগুড়ির অদূরে অবস্থিত বেঙ্গল সাফারি পর্যটকদের আকর্ষণের কেন্দ্র বিন্দু। তবে সেই আকর্ষণ আরক বাড়িয়ে তুলতে এবার বেঙ্গল সাফারি কতৃপক্ষের তরফে চালু করা হল হাতি স্নান। সাফারি সূত্রে জানা গিয়েছে, দুপুরে লাঞ্চ টাইমে যখন হাতি সাফারি বন্ধ থাকে সেসময় প্রায়শই লক্ষী ও উর্মিলাকে স্নান করানো হয়। সেক্ষেত্রে এবার সেই সুযোগ দেওয়া হবে পর্যটকদের। তার জন্য ধার্য করা হয়েছে টিকিট। একযোগে ছয়জন ব্যক্তি নদীর জলে নেমে হাতিকে স্নান করানোর সুযোগ পাবেন। সেক্ষেত্রে নিরাপত্তার স্বার্থে উপস্থিত থাকবেন স্বয়ং মাহুত।



Conclusion:এবিষয়ে বেঙ্গল সাফারির ডিরেক্টর ধরম দেও রাই বলেন, নতুন বছর শুরুর আগে পর্যটকদের জন্য একটি উপহার স্বরূপ এই সিদ্ধান্ত। টিকিট মূল্য ধার্য করা হয়েছে মাথা পিছু ৫০০ টাকা। আগামীতে বেঙ্গল সাফারিকে আরও আকর্ষণীয় করতে নতুন উদ্যোগও নেওয়া হবে।
Last Updated : Dec 30, 2019, 12:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.