শিলিগুড়ি, 29 ডিসেম্বর : হাতি সাফারি করতে ভালোবাসেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া ভার । সেক্ষেত্রে সুযোগও রয়েছে বিস্তর । তবে নিজে হাতে হাতিকে স্নান করানো? সেটা অবশ্য এতদিন পর্যটকদের ধারণার অতীত ছিল । বাস্তবে সেই সুযোগ করে দিল বেঙ্গল সাফারি ।
শিলিগুড়ির অদূরে অবস্থিত বেঙ্গল সাফারি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু । তবে সেই আকর্ষণ আরও বাড়িয়ে তুলতে এবার বেঙ্গল সাফারি কর্তৃপক্ষের তরফে চালু করা হল হাতি স্নান । সাফারি সূত্রে জানা গিয়েছে, দুপুরে যখন হাতি সাফারি বন্ধ থাকে সেসময়ই লক্ষ্মী ও ঊর্মিলা নামের দু'টি হাতিকে স্নান করানো হয় । সেক্ষেত্রে এবার সেই সুযোগ দেওয়া হবে পর্যটকদের । তার জন্য ধার্য করা হয়েছে টিকিট । একযোগে ছয়জন ব্যক্তি নদীতে নেমে হাতিকে স্নান করানোর সুযোগ পাবেন । নিরাপত্তার স্বার্থে সঙ্গে থাকবেন স্বয়ং মাহুত ।
এবিষয়ে বেঙ্গল সাফারির ডিরেক্টর ধরমদেও রাই বলেন, নতুন বছর শুরুর আগে পর্যটকদের জন্য একটি উপহারস্বরূপ এই সিদ্ধান্ত । টিকিট মূল্য ধার্য করা হয়েছে মাথা পিছু 500 টাকা । আগামীতে বেঙ্গল সাফারিকে আরও আকর্ষণীয় করতে নতুন উদ্যোগ নেওয়া হবে ।