শিলিগুড়ি, ১৯ ফেব্রুয়ারি : বিভিন্নক্ষেত্রে শিলিগুড়িকে বঞ্চিত করে রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধে এই অভিযোগ একাধিকবার এনেছেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র অশোক ভট্টাচার্য। নিজেদের দাবি-দাওয়া আদায় করতে এবার কলকাতায় ধরনায় বসছেন তিনি। আগামী ১ মার্চ কলকাতার মেট্রো চ্যানেলে ধরনায় বসবেন। সেখানে উপস্থিত থাকবেন বিরোধী দলের নেতারাও। আজ শিলিগুড়িতে তিনি অশোকবাবু জানান, এই ধরনা মঞ্চে নেতাদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হবে রাজ্যের বুদ্ধিজীবীদেরও। ওই দিনই বিকেলে শিলিগুড়ি সম্পর্কিত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখাও করবেন তিনি।
আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোকবাবু বলেন, "১ মার্চ মেট্রো চ্যানেলে ধরনা কর্মসূচি আছে। কাউন্সিলর, শ্রমিক সংগঠন ছাড়াও শিলিগুড়ি ও কলকাতার বুদ্ধিজীবীরাও থাকবেন এই মঞ্চে। বিরোধী দলনেতা আবদুল মান্নান থাকবেন। থাকবেন সুজন চক্রবর্তীসহ CPI(M)-র অন্য নেতারাও। অনুমতি চেয়েছি। দিনের পর দিন শিলিগুড়িকে বঞ্চনা করা হচ্ছে। প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না। ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করে প্রাপ্য টাকা থেকে বঞ্চিত করা হচ্ছে শিলিগুড়ি পৌর নিগমকে। বারবার বলেও কাজ না হওয়ায়, এবার কলকাতার মেট্রো চ্যানেলে ধরনায় বসব আমরা। পুলিশ কমিশনারকে ধরনা নিয়ে ইতিমধ্যেই চিঠি দিয়েছি। যদিও সেখান থেকে এখনও কোনও উত্তর মেলেনি। তবে আমাদের ধরনা হবেই।"
অশোকবাবু আরও বলেন, "আগামী অর্থবছরের পরিকাঠামো উন্নয়নের ভাবনা-চিন্তা জানতে চিঠি দিয়েছিল সরকার। ৫৪ কোটি টাকার প্রকল্প পাঠিয়েছিলাম। মাত্র ১০ কোটি টাকার কাজের অনুমোদন মিলেছে। শিলিগুড়িতে অর্থনৈতিক প্রতিরোধের চেষ্টা চালানো হচ্ছে। মেট্রো চ্যানেলের মঞ্চ থেকে ১ মার্চ এর প্রতিবাদ জানাব আমরা। আশা করি শিলিগুড়ির উন্নয়নের স্বার্থে বিরোধীরাও আমাদের সঙ্গে যাবেন।" যদিও বিরোধীদের দাবি, কলকাতার মেট্রো চ্যানেলে বসার সিদ্ধান্ত আসলে মেয়রের পলিটিক্যাল স্ট্যান্ট। বাস্তবে শিলিগুড়ির উন্নয়নে নানা কাজ করছে সরকার। মেয়র কাজ করতে না পেরে এইসব অভিযোগ করছেন।