ETV Bharat / city

শিলিগুড়ির দাবি-দাওয়া নিয়ে পয়লা মার্চ মেট্রো চ্যানেলে ধরনা অশোকের - darjeeling

১ মার্চ মেট্রো চ্যানেলে ধরনা কর্মসূচি শিলিগুড়ি পৌর নিগমের মেয়র অশোক ভট্টাচার্যের। আজ শিলিগুড়িতে একথা জানান তিনি।

অশোক ভট্টাচার্য
author img

By

Published : Feb 19, 2019, 7:43 PM IST

শিলিগুড়ি, ১৯ ফেব্রুয়ারি : বিভিন্নক্ষেত্রে শিলিগুড়িকে বঞ্চিত করে রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধে এই অভিযোগ একাধিকবার এনেছেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র অশোক ভট্টাচার্য। নিজেদের দাবি-দাওয়া আদায় করতে এবার কলকাতায় ধরনায় বসছেন তিনি। আগামী ১ মার্চ কলকাতার মেট্রো চ্যানেলে ধরনায় বসবেন। সেখানে উপস্থিত থাকবেন বিরোধী দলের নেতারাও। আজ শিলিগুড়িতে তিনি অশোকবাবু জানান, এই ধরনা মঞ্চে নেতাদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হবে রাজ্যের বুদ্ধিজীবীদেরও। ওই দিনই বিকেলে শিলিগুড়ি সম্পর্কিত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখাও করবেন তিনি।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোকবাবু বলেন, "১ মার্চ মেট্রো চ্যানেলে ধরনা কর্মসূচি আছে। কাউন্সিলর, শ্রমিক সংগঠন ছাড়াও শিলিগুড়ি ও কলকাতার বুদ্ধিজীবীরাও থাকবেন এই মঞ্চে। বিরোধী দলনেতা আবদুল মান্নান থাকবেন। থাকবেন সুজন চক্রবর্তীসহ CPI(M)-র অন্য নেতারাও। অনুমতি চেয়েছি। দিনের পর দিন শিলিগুড়িকে বঞ্চনা করা হচ্ছে। প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না। ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করে প্রাপ্য টাকা থেকে বঞ্চিত করা হচ্ছে শিলিগুড়ি পৌর নিগমকে। বারবার বলেও কাজ না হওয়ায়, এবার কলকাতার মেট্রো চ্যানেলে ধরনায় বসব আমরা। পুলিশ কমিশনারকে ধরনা নিয়ে ইতিমধ্যেই চিঠি দিয়েছি। যদিও সেখান থেকে এখনও কোনও উত্তর মেলেনি। তবে আমাদের ধরনা হবেই।"

undefined

অশোকবাবু আরও বলেন, "আগামী অর্থবছরের পরিকাঠামো উন্নয়নের ভাবনা-চিন্তা জানতে চিঠি দিয়েছিল সরকার। ৫৪ কোটি টাকার প্রকল্প পাঠিয়েছিলাম। মাত্র ১০ কোটি টাকার কাজের অনুমোদন মিলেছে। শিলিগুড়িতে অর্থনৈতিক প্রতিরোধের চেষ্টা চালানো হচ্ছে। মেট্রো চ্যানেলের মঞ্চ থেকে ১ মার্চ এর প্রতিবাদ জানাব আমরা। আশা করি শিলিগুড়ির উন্নয়নের স্বার্থে বিরোধীরাও আমাদের সঙ্গে যাবেন।" যদিও বিরোধীদের দাবি, কলকাতার মেট্রো চ্যানেলে বসার সিদ্ধান্ত আসলে মেয়রের পলিটিক্যাল স্ট্যান্ট। বাস্তবে শিলিগুড়ির উন্নয়নে নানা কাজ করছে সরকার। মেয়র কাজ করতে না পেরে এইসব অভিযোগ করছেন।

শিলিগুড়ি, ১৯ ফেব্রুয়ারি : বিভিন্নক্ষেত্রে শিলিগুড়িকে বঞ্চিত করে রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধে এই অভিযোগ একাধিকবার এনেছেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র অশোক ভট্টাচার্য। নিজেদের দাবি-দাওয়া আদায় করতে এবার কলকাতায় ধরনায় বসছেন তিনি। আগামী ১ মার্চ কলকাতার মেট্রো চ্যানেলে ধরনায় বসবেন। সেখানে উপস্থিত থাকবেন বিরোধী দলের নেতারাও। আজ শিলিগুড়িতে তিনি অশোকবাবু জানান, এই ধরনা মঞ্চে নেতাদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হবে রাজ্যের বুদ্ধিজীবীদেরও। ওই দিনই বিকেলে শিলিগুড়ি সম্পর্কিত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখাও করবেন তিনি।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোকবাবু বলেন, "১ মার্চ মেট্রো চ্যানেলে ধরনা কর্মসূচি আছে। কাউন্সিলর, শ্রমিক সংগঠন ছাড়াও শিলিগুড়ি ও কলকাতার বুদ্ধিজীবীরাও থাকবেন এই মঞ্চে। বিরোধী দলনেতা আবদুল মান্নান থাকবেন। থাকবেন সুজন চক্রবর্তীসহ CPI(M)-র অন্য নেতারাও। অনুমতি চেয়েছি। দিনের পর দিন শিলিগুড়িকে বঞ্চনা করা হচ্ছে। প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না। ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করে প্রাপ্য টাকা থেকে বঞ্চিত করা হচ্ছে শিলিগুড়ি পৌর নিগমকে। বারবার বলেও কাজ না হওয়ায়, এবার কলকাতার মেট্রো চ্যানেলে ধরনায় বসব আমরা। পুলিশ কমিশনারকে ধরনা নিয়ে ইতিমধ্যেই চিঠি দিয়েছি। যদিও সেখান থেকে এখনও কোনও উত্তর মেলেনি। তবে আমাদের ধরনা হবেই।"

undefined

অশোকবাবু আরও বলেন, "আগামী অর্থবছরের পরিকাঠামো উন্নয়নের ভাবনা-চিন্তা জানতে চিঠি দিয়েছিল সরকার। ৫৪ কোটি টাকার প্রকল্প পাঠিয়েছিলাম। মাত্র ১০ কোটি টাকার কাজের অনুমোদন মিলেছে। শিলিগুড়িতে অর্থনৈতিক প্রতিরোধের চেষ্টা চালানো হচ্ছে। মেট্রো চ্যানেলের মঞ্চ থেকে ১ মার্চ এর প্রতিবাদ জানাব আমরা। আশা করি শিলিগুড়ির উন্নয়নের স্বার্থে বিরোধীরাও আমাদের সঙ্গে যাবেন।" যদিও বিরোধীদের দাবি, কলকাতার মেট্রো চ্যানেলে বসার সিদ্ধান্ত আসলে মেয়রের পলিটিক্যাল স্ট্যান্ট। বাস্তবে শিলিগুড়ির উন্নয়নে নানা কাজ করছে সরকার। মেয়র কাজ করতে না পেরে এইসব অভিযোগ করছেন।

Intro:আচমকা ধর্মঘটে অস্থায়ী কর্মীরা, পরিসেবা স্তব্ধ মেডিকেলে

শিলিগুড়ি, 19 ফেব্রুয়ারি: উত্তরবঙ্গ মেডিকেল কলেজে অস্থায়ী কর্মচারীরা আচমকা ধর্মঘটে চলে যাওয়ায় সকাল থেকেই বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন পরিষেবা। আউটডোর টিকিট কাউন্টার অথবা অপারেশন থিয়েটার সর্বত্রই কর্মী সঙ্কটে মুখ থুবড়ে পড়েছে পরিষেবা। সকাল সাড়ে নয়টায় আউটডোর খুলবে জেনেই, সকাল থেকেই লাইনে ছিলেন কয়েক হাজার মানুষ। যদিও সকাল সাড়ে 10 টা তে আজ মেডিকেলের আউটডোর এর টিকিট কাউন্টার খোলে নি। এর জেরে রোগীদের ক্ষোভ চরমে ওঠায় শেষমেষ বয়স্ক নাগরিক এবং স্টাফদের টিকিট দেওয়া হয় নিরাপত্তা রক্ষী দের মাধ্যমে। তবে, সিংহ ভাগ রোগী চিকিৎসা করাতে এসে আউটডোর এর টিকিট পাননি। অপারেশন থিয়েটারে কর্মী সংকট রয়েছে । ওয়ার্ড গুলোয় নাজেহাল পরিস্থিতি চিকিৎসা করাতে আসা রোগী ও তার আত্মীয়দের ।

আন্দোলনকারী অস্থায়ী কর্মীদের অভিযোগ মাসের পর মাস সামান্য টাকায় অতিরিক্ত অনেক কাজ করানো হচ্ছে তাই আমরা আমাদের নির্দিষ্ট ঠিক কি কাজ এবং কত টাকা বেতন তা জানতে চাইছি কিন্তু আমাদের নিয়োগকারী এজেন্সি বা সুপার কেউ কিছুই বলছেন না সামান্য টাকা দিয়ে অতিরিক্ত কাজ করানো চলবে না তাই আজ আমরা কাজে এসে হাজিরা খাতায় সই করলেও কাজ না করে বাইরে রয়েছি রোগীদের নানা পরিষেবা ব্যাহত হচ্ছে ফলে আমরা আন্তরিকভাবে দুঃখিত।

হাসপাতাল সুপার কৌশিক সমাদ্দার বলেন বিনা নোটিশে আচমকা এই স্ট্রাইক করা হচ্ছে তবে আন্দোলনকারীরা বলেছেন তারা নাকি স্ট্রাইক করছেন না কিন্তু বাস্তবে স্ট্রাইক কি হচ্ছে নানা পরিষেবা ব্যাহত ওটি এবং আউটডোর চূড়ান্তভাবে ব্যাহত আমরা দেখছি কি করা যায়।


Body:হ


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.