ETV Bharat / city

370 ধারা প্রত্যাহারের খুশিতে মিষ্টি বিতরণ BJP-র, আটক 5

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর শিলিগুড়িতে মিষ্টি বিতরণ করে BJP কর্মীরা । রাস্তা আটকে মিষ্টি বিতিরণের অভিযোগে পুলিশের সঙ্গে BJP কর্মীদের বচসা শুরু হয় ৷ আটক করা হয় 5 BJP কর্মীকে ৷

ছবি
author img

By

Published : Aug 5, 2019, 10:29 PM IST

Updated : Aug 5, 2019, 11:04 PM IST

শিলিগুড়ি , 5 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে 370 ধারা । সেই খুশিতে শিলিগুড়িতে মিষ্টি বিতরণ করেন BJP-র কর্মীরা । রাস্তা আটকে মিষ্টি বিতরণের অভিযোগে পুলিশ আটক করে 5 BJP-কর্মীকে ৷

আরও পড়ুন : জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশ রাজ্যসভায়

আজ রাজ্যসভাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, রাষ্ট্রপতির আদেশবলে 370 ধারা প্রত্যাহার করা হয়েছে ৷ এরপরই শিলিগুড়িতে ঢাক ঢোল বাজিয়ে প্রচারে নামে BJP কর্মীরা । শুরু হয় লাড্ডু বিতরণ । হাসমিচক এলাকায় দলীয় কার্যালয়ের বাইরেই চলে অনুষ্ঠান ৷ এর জেরে বন্ধ হয়ে পড়ে যান চলাচল ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ পুলিশের সঙ্গে BJP কর্মীদের বচসা শুরু হয় ৷ 5 BJP-কর্মীকে আটক করে পুলিশ ৷

আরও পড়ুন : এক নজরে 370 ধারা

এই বিষয় নিয়ে BJP নেতা অভিজিৎ রায়চৌধুরি বলেন, "এটি ন্যক্কারজনক ঘটনা ৷ আমরা 370 প্রত্যাহারের সিদ্ধান্তের উদযাপন করছিলাম । পুলিশ আমাদের বাধা দেয় । আমাদের 5 কর্মীকে আটক করে নিয়ে যায় । "

শিলিগুড়ি , 5 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে 370 ধারা । সেই খুশিতে শিলিগুড়িতে মিষ্টি বিতরণ করেন BJP-র কর্মীরা । রাস্তা আটকে মিষ্টি বিতরণের অভিযোগে পুলিশ আটক করে 5 BJP-কর্মীকে ৷

আরও পড়ুন : জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশ রাজ্যসভায়

আজ রাজ্যসভাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, রাষ্ট্রপতির আদেশবলে 370 ধারা প্রত্যাহার করা হয়েছে ৷ এরপরই শিলিগুড়িতে ঢাক ঢোল বাজিয়ে প্রচারে নামে BJP কর্মীরা । শুরু হয় লাড্ডু বিতরণ । হাসমিচক এলাকায় দলীয় কার্যালয়ের বাইরেই চলে অনুষ্ঠান ৷ এর জেরে বন্ধ হয়ে পড়ে যান চলাচল ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ পুলিশের সঙ্গে BJP কর্মীদের বচসা শুরু হয় ৷ 5 BJP-কর্মীকে আটক করে পুলিশ ৷

আরও পড়ুন : এক নজরে 370 ধারা

এই বিষয় নিয়ে BJP নেতা অভিজিৎ রায়চৌধুরি বলেন, "এটি ন্যক্কারজনক ঘটনা ৷ আমরা 370 প্রত্যাহারের সিদ্ধান্তের উদযাপন করছিলাম । পুলিশ আমাদের বাধা দেয় । আমাদের 5 কর্মীকে আটক করে নিয়ে যায় । "
Intro:370 ধারা বিলোপের জেরে শিলিগুড়িতে রাস্তা আটকে মিষ্টি বিতরণ বিজেপির। ঘটনার জেরে এলকায় পৌঁছে 5 বিজেপি নেতাকর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনায় উত্তেজনা শিলিগুড়িতে।


Body:কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের পর শিলিগুড়িতে ঢাক ঢোল বাজিয়ে প্রচারে নামে বিজেপি। শুরু হয় লাড্ডু বিতরণ। শিলিগুড়ির হাসমিচকে দলের কার্যালয়ের বাইরে এই অনুষ্ঠান চলাকালে রাস্তা আটকে যায়। এর জেরে সেখানে পৌঁছে পুলিশ বিজেপি কর্মীদের বাধা দেন। এ নিয়ে তর্কাতর্কি শুরু হয়।


Conclusion:ঘটনার জেরে 5 জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। বিজেপির সভাপতি অভিজিৎ রায় চৌধুরী বলেন ন্যাক্কারজনক ঘটনা। আমরা 370 বিলোপের উদযাপন করছিলাম। পুলিস আমাদের বাধ দেয়। আমাদের 5 কর্মীকে আটক করে নিয়ে যায়।
Last Updated : Aug 5, 2019, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.