ETV Bharat / city

শিলিগুড়িতে টেস্ট না করিয়ে ঘুরছে কোরোনা আক্রান্তদের একাংশ : অশোক

শিলিগুড়িতে একটি বৈঠকে অশোক ভট্টাচার্য বলেন, পুজোর পর গত কয়েকদিনে জেলায় আক্রান্তের সংখ্যা গড়ে সত্তর থেকে নব্বই ছিল। তিনি জানান, খোঁজ নিয়ে দেখেছেন টেস্ট করাতে আসছেন এমন লোকের সংখ্যা ক্রমশ কমছে ।

siliguri's_people_move_here_and_there_on_their_fever_condition_without_covid19_test
শিলিগুড়িতে টেস্ট না করিয়ে ঘুরছেন কোরোনা আক্রান্তদের একাংশ : অশোক
author img

By

Published : Nov 3, 2020, 10:01 PM IST

শিলিগুড়ি, ৩ নভেম্বর : শিলিগুড়িতে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করলেন পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। তাঁর দাবি, আক্রান্তদের একাংশ টেস্ট না করিয়ে শহরে ঘুরে বেড়াচ্ছেন ৷ এরাই সংক্রমণের সংখ্যা বাড়িয়ে দিয়ে শহরের বিপদ ডেকে আনছেন।

আজ শিলিগুড়িতে একটি বৈঠকে অশোক ভট্টাচার্য বলেন, পুজোর পর গত কয়েকদিনে জেলায় আক্রান্তের সংখ্যা গড়ে সত্তর থেকে নব্বই ছিল। তিনি জানান, খোঁজ নিয়ে দেখেছেন টেস্ট করাতে আসছেন এমন লোকের সংখ্যা ক্রমশ কমছে । অর্থাৎ, অনেকেই টেস্ট না করিয়ে সাধারণ জ্বর ভেবে নিজেরাই ঘরোয়া চিকিৎসা করাচ্ছেন । এমনকী শহরে ঘোরাফেরাও করছেন। ওই সব মানুষদের টেস্টের আওতায় আনা গেলে আসল আক্রান্তের সংখ্যা জানা যাবে বলে মনে করেন তিনি।

শিলিগুড়িতে টেস্ট না করিয়ে ঘুরছেন কোরোনা আক্রান্তদের একাংশ : অশোক
তিনি আরো বলেন, যাঁরা সাধারণ জ্বর ভেবে টেস্ট না করিয়ে ঘুরছেন, তাঁদের থেকে বিভিন্ন বহুতল ও পাড়ায় নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে তিনি বলেন, আগে কোভিড সেফ হাউজ়ে আক্রান্তদের রাখা হত ৷ এখন সেই সংখ্যাটাও ক্রমশ কমের দিকে যাচ্ছে । এরপরেই তিনি অভিযোগ করেন, সরকার কোরোনা মোকাবিলায় কিছুটা উদাসীন হয়ে পড়েছে । শিলিগুড়িতে দুটি কোভিড হাসপাতালের বেশ কিছু বেড বেসরকারি হাতেই তুলে দেওয়া হয়েছে বলেও অশোক ভট্টাচার্য অভিযোগ করেছেন । এই পরিস্থিতিতে শিলিগুড়িতে ফের কোভিড নিয়ে প্রচারে নামার আর্জি জানিয়েছেন তিনি।

শিলিগুড়ি, ৩ নভেম্বর : শিলিগুড়িতে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করলেন পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। তাঁর দাবি, আক্রান্তদের একাংশ টেস্ট না করিয়ে শহরে ঘুরে বেড়াচ্ছেন ৷ এরাই সংক্রমণের সংখ্যা বাড়িয়ে দিয়ে শহরের বিপদ ডেকে আনছেন।

আজ শিলিগুড়িতে একটি বৈঠকে অশোক ভট্টাচার্য বলেন, পুজোর পর গত কয়েকদিনে জেলায় আক্রান্তের সংখ্যা গড়ে সত্তর থেকে নব্বই ছিল। তিনি জানান, খোঁজ নিয়ে দেখেছেন টেস্ট করাতে আসছেন এমন লোকের সংখ্যা ক্রমশ কমছে । অর্থাৎ, অনেকেই টেস্ট না করিয়ে সাধারণ জ্বর ভেবে নিজেরাই ঘরোয়া চিকিৎসা করাচ্ছেন । এমনকী শহরে ঘোরাফেরাও করছেন। ওই সব মানুষদের টেস্টের আওতায় আনা গেলে আসল আক্রান্তের সংখ্যা জানা যাবে বলে মনে করেন তিনি।

শিলিগুড়িতে টেস্ট না করিয়ে ঘুরছেন কোরোনা আক্রান্তদের একাংশ : অশোক
তিনি আরো বলেন, যাঁরা সাধারণ জ্বর ভেবে টেস্ট না করিয়ে ঘুরছেন, তাঁদের থেকে বিভিন্ন বহুতল ও পাড়ায় নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে তিনি বলেন, আগে কোভিড সেফ হাউজ়ে আক্রান্তদের রাখা হত ৷ এখন সেই সংখ্যাটাও ক্রমশ কমের দিকে যাচ্ছে । এরপরেই তিনি অভিযোগ করেন, সরকার কোরোনা মোকাবিলায় কিছুটা উদাসীন হয়ে পড়েছে । শিলিগুড়িতে দুটি কোভিড হাসপাতালের বেশ কিছু বেড বেসরকারি হাতেই তুলে দেওয়া হয়েছে বলেও অশোক ভট্টাচার্য অভিযোগ করেছেন । এই পরিস্থিতিতে শিলিগুড়িতে ফের কোভিড নিয়ে প্রচারে নামার আর্জি জানিয়েছেন তিনি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.