শিলিগুড়ি, ৩ নভেম্বর : শিলিগুড়িতে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করলেন পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। তাঁর দাবি, আক্রান্তদের একাংশ টেস্ট না করিয়ে শহরে ঘুরে বেড়াচ্ছেন ৷ এরাই সংক্রমণের সংখ্যা বাড়িয়ে দিয়ে শহরের বিপদ ডেকে আনছেন।
আজ শিলিগুড়িতে একটি বৈঠকে অশোক ভট্টাচার্য বলেন, পুজোর পর গত কয়েকদিনে জেলায় আক্রান্তের সংখ্যা গড়ে সত্তর থেকে নব্বই ছিল। তিনি জানান, খোঁজ নিয়ে দেখেছেন টেস্ট করাতে আসছেন এমন লোকের সংখ্যা ক্রমশ কমছে । অর্থাৎ, অনেকেই টেস্ট না করিয়ে সাধারণ জ্বর ভেবে নিজেরাই ঘরোয়া চিকিৎসা করাচ্ছেন । এমনকী শহরে ঘোরাফেরাও করছেন। ওই সব মানুষদের টেস্টের আওতায় আনা গেলে আসল আক্রান্তের সংখ্যা জানা যাবে বলে মনে করেন তিনি।