শিলিগুড়ি, 18 এপ্রিল: গতকাল নবান্নে ভিডিয়ো কনফারেন্স চলাকালীন শিলিগুড়ি সহ দার্জিলিং জেলায় লকডাউন মানা হচ্ছে না বলে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই বিষয়ে পুলিশকে নজরদারি বাড়াতে নির্দেশ দেন তিনি । মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই আজ সকাল থেকে দিনভর অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ । লকডাউন না মানায় শতাধিক মানুষকে গ্রেপ্তার করল পুলিশ ৷
আজ সকাল থেকেই প্রধান নগর সহ শিলিগুড়ির বিভিন্ন এলাকায় অভিযানে নামে একাধিক থানার পুলিশ । এর পাশাপাশি ট্রাফিক পুলিশ এবং মহিলা থানার কর্মীরাও বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেন । যে সমস্ত মানুষ লকডাউন না মেনে নানা অজুহাতে রাস্তায় বের হয়েছেন, তাদের গ্রেপ্তার করে পুলিশ । সবমিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা শতাধিক বলে জানা গিয়েছে । আটক করা হয়েছে বহু মোটরবাইক, গাড়ি, টোটো এবং রিকশা ।
বিভিন্ন বাজার এবং অন্যান্য এলাকা ঘুরে দেখেন পুলিশ কমিশনার অর্থব ত্রিপুরারিও ৷ পুলিশকর্তারা জানান, ‘‘ক্লাস্টার জোনের মধ্যে নাম রয়েছে উত্তরবঙ্গের তিন জেলার । বাসিন্দাদের একাংশ নানা অজুহাতে বারবার রাস্তায় বের হচ্ছেন । তাই বাধ্য হয়ে কড়া মনোভাব দেখাতে হচ্ছে । আবেদন-নিবেদনে কাজ না হওয়ায় গ্রেপ্তার করা হচ্ছে লকডাউন অমান্যকারী বাসিন্দাদের ।’’
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই নজরদারি বাড়ানো হয়েছে বিভিন্ন বাজার এলাকায় । অহেতুক ভিড় জমানো মানুষজনদের প্রথমে সতর্ক করা হচ্ছে । বিভিন্ন এলাকায় নাকা তল্লাশি চালানো হচ্ছে মোটরবাইক ও গাড়ি আটকে । প্রয়োজনে গ্রেপ্তারের পথেও হাঁটতে দ্বিধা করছেন না পুলিশকর্মীরা ।
একদিনেই টানা অভিযান চালিয়ে শহরে গ্রেপ্তারের সংখ্যা শতাধিক বলে জানিয়েছেন পুলিশ কর্তারা ।