শিলিগুড়ি, 9 জুলাই : দার্জিলিঙে কোরোনা সংক্রমণের গ্রাফ ক্রমেই ঊর্ধ্বমুখী। বিশেষ করে জেলার সমতল ভাগ তথা শিলিগুড়ি শহর ও মহকুমা এলাকায় কোরোনা সংক্রমণের হার নিয়ে উদ্বিগ্ন চিকিৎসক থেকে শুরু করে রাজনৈতিক মহল। বর্তমান পরিস্থিতির জেরে অনেকেই জেলার চিকিৎসা পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তবে সমস্যা অধরাই। এই পরিস্থিতিতে জেলার চিকিৎসা পরিকাঠামোর খারাপ অবস্থার অভিযোগ তুলে রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করালেন BJP সাংসদ রাজু বিস্তা।
তিনি বলেন, "এখানে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই ৷ চিকিৎসক ও নার্সের সংখ্যা অপ্রতুল। কোরোনা হাসপাতালগুলির পরিকাঠামো উপযুক্ত নয়। অ্যাম্বুলেন্স ও চালকের সংখ্যাও অপ্রতুল।" সেই সঙ্গে বিগত চার মাস ধরে কোরোনা প্রোকোপ থাকলেও চিকিৎসা পরিকাঠামো উন্নত হয়নি বলেই অভিযোগ করেছেন তিনি ৷
গতকাল একটি ভিডিয়ো বার্তায় রাজু বিস্তা বলেন, "প্রশাসনকে কাজ করতে দেওয়া হোক। প্রশাসনের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ নয় ৷" সেই সঙ্গে জেলার কোরোনা পরিস্থিতির মোকাবিলা করতে সমস্ত রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার ডাক দিয়েছেন BJP সাংসদ ৷ তিনি মনে করেন এই সময় উত্তরবঙ্গের সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা একজোট হয়ে কাজ করলে কোরোনা ভাইরাসকে হারানো সম্ভব ৷