ETV Bharat / city

Torrential Rain in North Bengal: বৃষ্টির জেরে বিপর্যস্ত পাহাড়, পর্যটকদের জন্য বিশেষ বাস এনবিএসটিসির - পর্যটকদের জন্য বিশেষ বাস এনবিএসটিসির

টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত সিকিম ও পাহাড় । ধসের মধ্যে আটকে বহু পর্যটক (Tourist Stuck in Hills) । আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ফিরলেন অনেকে । শিলিগুড়ি ফিরে স্বস্তি পেলেন তারা । পর্যটকদের জন্য বিশেষ বাস এনবিএসটিসির ৷

NBSTC Special Bus Service for tourist from Siliguri
NBSTC Special Bus Service for tourist from Siliguri
author img

By

Published : Oct 11, 2022, 11:02 PM IST

শিলিগুড়ি, 11 অক্টোবর: টানা বৃষ্টির জেরে ধসে বিপর্যস্ত প্রতিবেশি রাজ্য সিকিমের একাংশ । পাশাপাশি বৃষ্টির জেরে বিপর্যস্ত দার্জিলিং ও কালিম্পংয়ের জনজীবনও । সিকিমের অধিকাংশ রাস্তাতেই ধসের কারণে আটকে পড়তে হয়েছিল বহু পর্যটকদের (Tourist Stuck in Hills) । ফলে ঘুরতে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতার সাক্ষী থাকল দেশ-বিদেশি পর্যটকরা ।

তবে জীবন হাতে নিয়ে কোনওভাবে প্রাণে বেঁচে শিলিগুড়িতে ফিরে এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে সিকিম ফেরত পর্যটকরা । দক্ষিণবঙ্গের অনেক পর্যটকরা ধসের কারণে ট্রেন ধরতে পারেননি । ফলে তাঁদের জন্য কলকাতাগামী বাসের ব্যবস্থা করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম । মঙ্গলবার সিকিম থেকে আটকে থাকা ওই পর্যটকদের উদ্ধার করে কলকাতায় এনবিএসটিসির বাসে বাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে (NBSTC Special Bus Service) ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস রয়েছে, 9 থেকে 13 অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার পাশাপাশি সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে । সেই সঙ্গে ধসেরও অশনি সংকেত ছিল । আর গত কয়েকদিন ধরে লাগাতার টানা বৃষ্টিতে প্রতিবেশি রাজ্য সিকিমের বিভিন্ন জায়গায় ধসে বিপর্যস্ত একাধিক এলাকা । 10 নম্বর জাতীয় সড়কে ধসের কারণে বন্ধ হয়ে যায় বাংলা-সিকিম লাইফ লাইন । বিশেষ করে উত্তর সিকিমের বেশ কয়েকটি জায়গাতে ধসের কারণে একপ্রকার স্তব্ধ যান চলাচল ।

পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে সিকিম সরকার উত্তর সিকিমে পর্যটনের সমস্ত পারমিট বাতিল করেছে । ফলে এই মুহূর্তে উত্তর সিকিমে যাওয়া নিষিদ্ধ রয়েছে । সিকিম বেড়াতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এক প্রকার ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী থাকলো দেশি-বিদেশি পর্যটকরা । প্রাকৃতিক এই বিপর্যয়ের মাঝে পড়ে কোনক্রমে প্রাণের বেঁচে ফিরতে পেরে এখন স্বস্তি নিঃশ্বাস নিচ্ছে সিকিম ফেরত পর্যটকরা । তাদের চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ ।

টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত সিকিম ও পাহাড়

আরও পড়ুন: লাগাতার বৃষ্টি জলপাইগুড়িতে, দুর্ভোগে সাধারণ মানুষ

বাংলাদেশ থেকে সিকিমে যাওয়া পর্যটক দলের সদস্য আরিফুল ইসলাম বলেন, "চলতি মাসের 7 অক্টোবর আমরা সিকিম বেড়াতে গিয়েছিলাম । গতকাল সিকিম থেকে উত্তর সিকিম বেড়াতে লাচুং থেকে জিরো পয়েন্টে যাই । আর সেখান থেকে ফেরার পথেই ঘটে রাস্তায় একের পর এক ধসের ঘটনা । আর এই পরিস্থিতিতেই কোনওক্রমে প্রাণে বেঁচে শিলিগুড়িতে ফিরতে পেরেছি ।" আরেক পর্যটক আরিফিন ইমতিয়াজ বলেন, "এই ধরনের পরিস্থিতির আগে কখনও দেখিনি ।"

শিলিগুড়ি, 11 অক্টোবর: টানা বৃষ্টির জেরে ধসে বিপর্যস্ত প্রতিবেশি রাজ্য সিকিমের একাংশ । পাশাপাশি বৃষ্টির জেরে বিপর্যস্ত দার্জিলিং ও কালিম্পংয়ের জনজীবনও । সিকিমের অধিকাংশ রাস্তাতেই ধসের কারণে আটকে পড়তে হয়েছিল বহু পর্যটকদের (Tourist Stuck in Hills) । ফলে ঘুরতে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতার সাক্ষী থাকল দেশ-বিদেশি পর্যটকরা ।

তবে জীবন হাতে নিয়ে কোনওভাবে প্রাণে বেঁচে শিলিগুড়িতে ফিরে এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে সিকিম ফেরত পর্যটকরা । দক্ষিণবঙ্গের অনেক পর্যটকরা ধসের কারণে ট্রেন ধরতে পারেননি । ফলে তাঁদের জন্য কলকাতাগামী বাসের ব্যবস্থা করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম । মঙ্গলবার সিকিম থেকে আটকে থাকা ওই পর্যটকদের উদ্ধার করে কলকাতায় এনবিএসটিসির বাসে বাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে (NBSTC Special Bus Service) ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস রয়েছে, 9 থেকে 13 অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার পাশাপাশি সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে । সেই সঙ্গে ধসেরও অশনি সংকেত ছিল । আর গত কয়েকদিন ধরে লাগাতার টানা বৃষ্টিতে প্রতিবেশি রাজ্য সিকিমের বিভিন্ন জায়গায় ধসে বিপর্যস্ত একাধিক এলাকা । 10 নম্বর জাতীয় সড়কে ধসের কারণে বন্ধ হয়ে যায় বাংলা-সিকিম লাইফ লাইন । বিশেষ করে উত্তর সিকিমের বেশ কয়েকটি জায়গাতে ধসের কারণে একপ্রকার স্তব্ধ যান চলাচল ।

পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে সিকিম সরকার উত্তর সিকিমে পর্যটনের সমস্ত পারমিট বাতিল করেছে । ফলে এই মুহূর্তে উত্তর সিকিমে যাওয়া নিষিদ্ধ রয়েছে । সিকিম বেড়াতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এক প্রকার ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী থাকলো দেশি-বিদেশি পর্যটকরা । প্রাকৃতিক এই বিপর্যয়ের মাঝে পড়ে কোনক্রমে প্রাণের বেঁচে ফিরতে পেরে এখন স্বস্তি নিঃশ্বাস নিচ্ছে সিকিম ফেরত পর্যটকরা । তাদের চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ ।

টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত সিকিম ও পাহাড়

আরও পড়ুন: লাগাতার বৃষ্টি জলপাইগুড়িতে, দুর্ভোগে সাধারণ মানুষ

বাংলাদেশ থেকে সিকিমে যাওয়া পর্যটক দলের সদস্য আরিফুল ইসলাম বলেন, "চলতি মাসের 7 অক্টোবর আমরা সিকিম বেড়াতে গিয়েছিলাম । গতকাল সিকিম থেকে উত্তর সিকিম বেড়াতে লাচুং থেকে জিরো পয়েন্টে যাই । আর সেখান থেকে ফেরার পথেই ঘটে রাস্তায় একের পর এক ধসের ঘটনা । আর এই পরিস্থিতিতেই কোনওক্রমে প্রাণে বেঁচে শিলিগুড়িতে ফিরতে পেরেছি ।" আরেক পর্যটক আরিফিন ইমতিয়াজ বলেন, "এই ধরনের পরিস্থিতির আগে কখনও দেখিনি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.