শিলিগুড়ি, ৩ জুলাই: নাবালিকা পরিচারিকাকে দিনের পর দিন ধর্ষণ। এই অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিশ। মেট্রোপলিটন পুলিশের মহিলা থানার অফিসাররা উপেন্দ্র গুপ্তা নামে এই ব্যক্তিতে গ্রেফতার করে। আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে ওই ব্যক্তিকে।
শিলিগুড়ি পুর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে বাসিন্দা উপেন্দ্র গুপ্তা । তাঁর বাড়িতে পরিচারিকার কাজ করত এই নাবালিকা। ওই নাবালিকা বিহারের বাসিন্দা। অভিযোগ, একাধিকবার ওই ব্যবসায়ী নাবালিকা পরিচারিকাকে হুমকি দিয়ে শারীরিক নির্যাতন করেছে। একাধিকবার ধর্ষণের অভিযোগও উঠেছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে।
একাধিকবার ধর্ষণের ঘটনায় ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়ে। তাকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। একই সঙ্গে গত রবিবার শিলিগুড়ি থানার অধীন মহিলা থানায় দায়ের করা হয় অভিযোগ । নার্সিংহোমে বেশ কয়েকজিন চিকিৎসাধীন থাকার পরেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে মঙ্গলবার দুপুরে ওই নাবালিকাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে বিজেপির মহিলা মোর্চা। মঙ্গলবার গভীররাতে অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।