ETV Bharat / city

NRS ইশুতে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ - hospital

NRS ঘটনার জেরে আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা বিক্ষোভে শামিল হয়েছেন ।

জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ
author img

By

Published : Jun 12, 2019, 12:00 AM IST

কলকাতা, 11 জুন : দিনভর চিকিৎসা পরিষেবা না পেয়ে শেষ পর্যন্ত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে মুমূর্ষ রোগীকে নিয়ে ফিরে যেতে বাধ্য হলেন রোগীর আত্মীয়রা । NRS-এর ঘটনার প্রতিবাদে আজ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে সারাদিন বন্ধ ছিল চিকিৎসা পরিষেবা । সকাল থেকেই হাসপাতালের গেট বন্ধ করে সামনে বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা । এর জেরে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাঁদের আত্মীয়রা । সন্ধ্যেবেলা উত্তেজিত রোগীর আত্মীয়রা আন্দোলনকারী ডাক্তারদের হটিয়ে হাসপাতালের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে । ভাঙচুর চালাতে গেলে বাধা দেয় পুলিশ । দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর । পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে পুলিশ ।

NRS ঘটনার জেরে আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা বিক্ষোভে শামিল হয়েছেন ।

nrs
NRS ইশুতে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ

এক নজরে দেখে নেওয়া যায় রাজ্যের অন্যান্য হাসপাতালের ছবি :

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল (শিলিগুড়ি) : NRS-এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ করে বিক্ষোভ দেখান জুনিয়ার ডাক্তাররা । এর জেরে বিনা চিকিৎসায় অ্যাম্বুলেন্সেই পড়ে থাকেন রোগী । ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনরা । পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । ঘটনাস্থানে পৌঁছয় মাটিগাড়া থানার পুলিশ । উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তার কাউন্সিলের সভাপতি সাগ্নিক মুখার্জি বলেন," আমাদের নিরাপত্তা নেই । তাই আমরা প্রতিবাদে শামিল হয়েছি । কিন্তু যে সকল রোগীদের অবস্থা আশঙ্কাজনক তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে না । তবে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে জরুরি বিভাগ । "

nrs
NRS ইশুতে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ

বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল (পূর্ব বর্ধমান): একই ছবি এদিন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের । হাসপাতালের জরুরি বিভাগের গেট বন্ধ করে দেয় ইনটার্নরা । রোগীরা জরুরি বিভাগে ঢুকতে গেলে তাদের বাধা দেওয়া হয় । শেষে হাসপাতাল সুপারের হস্তক্ষেপে গেট খোলা হয় । রোগীর আত্মীয়দের অভিযোগ, চিকিৎসকদের কর্মবিরতির জেরে রোগীকে নিয়ে চরম ভোগান্তিতে পড়েন ।

nrs
NRS ইশুতে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ

মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল (পশ্চিম মেদিনীপুর): নিরাপত্তার দাবিতে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি পালন করল জুনিয়র ডাক্তাররা । অভিযোগ, নিরাপত্তা নেই ৷ পুলিশ থাকলেও ঠিকমতো কাজ করে না । ঘটনার শেষে এসে মজা দেখে । পাশাপাশি একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয় । NRS -এর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন জুনিয়র ডাক্তাররা ।

সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল (উত্তর 24 পরগনা): এখানেও ছবিটা একই । নিরাপত্তার দাবিতে আন্দোলনে শামিল হন জুনিয়র ডাক্তাররা । সেখানকার এক ইনটার্ন অনুপম মণ্ডল বলেন, "বিষয়টা আমরা প্রিন্সিপালকে জানিয়েছি । তিনি বলেছেন ,তোমরা যখন মার খাবে তখন আমাদের এসে জানাবে । " রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে তাঁর চিকিৎসা করা হচ্ছে । কিন্তু বন্ধ রাখা হয়েছে OPD ।

nrs
NRS ইশুতে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ

অন্যদিকে, NRS-এর ঘটনার প্রতিবাদে আগামীকাল সকাল 9 টা থেকে রাত 9 টা পর্যন্ত রাজ্যজুড়ে সব হাসপাতালে OPD বয়কটের ডাক দিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস । এই প্ল্যাটফর্মে রয়েছে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল । এই সংগঠনের সদস্যরা আগামীকাল গণছুটি নিয়ে বয়কটে শামিল হবেন । প্রাইভেট প্র্যাকটিস করেন যেসব ডাক্তার তাঁদেরও চেম্বার বন্ধ রাখার জন্য আবেদন করা হয়েছে । ডাক্তারদের পাঁচটি সংগঠন যৌথভাবে এই বয়কটের ডাক দিয়েছে । এই যৌথমঞ্চের নেতৃত্বে রয়েছে ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ফোরাম । এই সংগঠন সরকারি ও বেসরকারি প্রতিটি হাসপাতালে OPD অর্থাৎ বহির্বিভাগের পরিষেবা বন্ধ রাখার ডাক দিয়েছে । পাশাপাশি আগামীকাল হাসপাতালের জরুরি পরিষেবা ব্যাহত হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে ।

কলকাতা, 11 জুন : দিনভর চিকিৎসা পরিষেবা না পেয়ে শেষ পর্যন্ত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে মুমূর্ষ রোগীকে নিয়ে ফিরে যেতে বাধ্য হলেন রোগীর আত্মীয়রা । NRS-এর ঘটনার প্রতিবাদে আজ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে সারাদিন বন্ধ ছিল চিকিৎসা পরিষেবা । সকাল থেকেই হাসপাতালের গেট বন্ধ করে সামনে বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা । এর জেরে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাঁদের আত্মীয়রা । সন্ধ্যেবেলা উত্তেজিত রোগীর আত্মীয়রা আন্দোলনকারী ডাক্তারদের হটিয়ে হাসপাতালের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে । ভাঙচুর চালাতে গেলে বাধা দেয় পুলিশ । দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর । পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে পুলিশ ।

NRS ঘটনার জেরে আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা বিক্ষোভে শামিল হয়েছেন ।

nrs
NRS ইশুতে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ

এক নজরে দেখে নেওয়া যায় রাজ্যের অন্যান্য হাসপাতালের ছবি :

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল (শিলিগুড়ি) : NRS-এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ করে বিক্ষোভ দেখান জুনিয়ার ডাক্তাররা । এর জেরে বিনা চিকিৎসায় অ্যাম্বুলেন্সেই পড়ে থাকেন রোগী । ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনরা । পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । ঘটনাস্থানে পৌঁছয় মাটিগাড়া থানার পুলিশ । উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তার কাউন্সিলের সভাপতি সাগ্নিক মুখার্জি বলেন," আমাদের নিরাপত্তা নেই । তাই আমরা প্রতিবাদে শামিল হয়েছি । কিন্তু যে সকল রোগীদের অবস্থা আশঙ্কাজনক তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে না । তবে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে জরুরি বিভাগ । "

nrs
NRS ইশুতে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ

বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল (পূর্ব বর্ধমান): একই ছবি এদিন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের । হাসপাতালের জরুরি বিভাগের গেট বন্ধ করে দেয় ইনটার্নরা । রোগীরা জরুরি বিভাগে ঢুকতে গেলে তাদের বাধা দেওয়া হয় । শেষে হাসপাতাল সুপারের হস্তক্ষেপে গেট খোলা হয় । রোগীর আত্মীয়দের অভিযোগ, চিকিৎসকদের কর্মবিরতির জেরে রোগীকে নিয়ে চরম ভোগান্তিতে পড়েন ।

nrs
NRS ইশুতে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ

মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল (পশ্চিম মেদিনীপুর): নিরাপত্তার দাবিতে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি পালন করল জুনিয়র ডাক্তাররা । অভিযোগ, নিরাপত্তা নেই ৷ পুলিশ থাকলেও ঠিকমতো কাজ করে না । ঘটনার শেষে এসে মজা দেখে । পাশাপাশি একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয় । NRS -এর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন জুনিয়র ডাক্তাররা ।

সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল (উত্তর 24 পরগনা): এখানেও ছবিটা একই । নিরাপত্তার দাবিতে আন্দোলনে শামিল হন জুনিয়র ডাক্তাররা । সেখানকার এক ইনটার্ন অনুপম মণ্ডল বলেন, "বিষয়টা আমরা প্রিন্সিপালকে জানিয়েছি । তিনি বলেছেন ,তোমরা যখন মার খাবে তখন আমাদের এসে জানাবে । " রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে তাঁর চিকিৎসা করা হচ্ছে । কিন্তু বন্ধ রাখা হয়েছে OPD ।

nrs
NRS ইশুতে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ

অন্যদিকে, NRS-এর ঘটনার প্রতিবাদে আগামীকাল সকাল 9 টা থেকে রাত 9 টা পর্যন্ত রাজ্যজুড়ে সব হাসপাতালে OPD বয়কটের ডাক দিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস । এই প্ল্যাটফর্মে রয়েছে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল । এই সংগঠনের সদস্যরা আগামীকাল গণছুটি নিয়ে বয়কটে শামিল হবেন । প্রাইভেট প্র্যাকটিস করেন যেসব ডাক্তার তাঁদেরও চেম্বার বন্ধ রাখার জন্য আবেদন করা হয়েছে । ডাক্তারদের পাঁচটি সংগঠন যৌথভাবে এই বয়কটের ডাক দিয়েছে । এই যৌথমঞ্চের নেতৃত্বে রয়েছে ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ফোরাম । এই সংগঠন সরকারি ও বেসরকারি প্রতিটি হাসপাতালে OPD অর্থাৎ বহির্বিভাগের পরিষেবা বন্ধ রাখার ডাক দিয়েছে । পাশাপাশি আগামীকাল হাসপাতালের জরুরি পরিষেবা ব্যাহত হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে ।

Asansol (West Bengal), Jun 11 (ANI): Minister of State (MoS) for Environment, Forest and Climate Change, Babul Supriyo, on Tuesday, while criticising West Bengal Chief Minister Mamata Banerjee for continuous political killings of BJP workers in the state, said the latter is "provoking" violence in state for which she has employed her party workers and state police. The BJP leader also alleged that the accused in the killings of BJP workers in North 24 Parganas has links with Rohingyas.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.