ETV Bharat / city

Subrata Cup মেয়েদের সুব্রত কাপ অনূর্ধ্ব 19 ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন গাজোলের হাতিমারি হাইস্কুল

author img

By

Published : Aug 20, 2022, 7:56 PM IST

মেয়েদের অনুর্ধ্ব 19 সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় (Subrata Cup U19 Women Football Championship) জয়ী হল মালদার গাজোলের হাতিমারি হাইস্কুল (Hatimari High School of Ghazal) ৷ আজ সল্টলেকে আয়োজিত ফাইনালে পুরুলিয়া স্কুলকে হাফডজন গোলে হারিয়েছে তারা ৷

subrata-cup-u19-women-football-championship-winner-is-hatimari-high-school-of-ghazal
subrata-cup-u19-women-football-championship-winner-is-hatimari-high-school-of-ghazal

মালদা, 20 অগস্ট: মেয়েদের অনুর্ধ্ব-19 সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন (Subrata Cup U19 Women Football Championship) হল গাজোলের হাতিমারি হাইস্কুল ৷ শনিবার সল্টলেকের বিবিডিসি স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে পুরুলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হাতিমারি হাইস্কুলের মেয়েরা (Hatimari High School of Ghazal) ৷ 2019 সুব্রত কাপও জিতেছিল হাতিমারি হাইস্কুলের মেয়েরা ৷ তারপর করোনার জেরে দু’বছর এই প্রতিযোগিতা স্থগিত হয়েছিল ৷

গতবছর প্রথম চারে থাকা দলগুলিকে নিয়ে শুক্রবার এই প্রতিযোগিতার আয়োজন করা হয় ৷ গতকাল সেমিফাইনালে হাতিমারি হাইস্কুলের মেয়েরা দক্ষিণ দিনাজপুরের সরলা বিএনএস হাইস্কুলের মেয়েদের 5-2 গোলে পরাজিত করে ৷ আজ ফাইনালে পুরুলিয়া হাইস্কুলকে 6-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হাতিমারি হাইস্কুল ৷ ফাইনালে ছ’টির মধ্যে পাঁচটি গোলই করেছে লক্ষ্মী মুদি ৷ বাকি একটি গোল করেছেন যুথিকা মুণ্ডা ৷ খেলার দুই অর্ধে তিনটি করে গোল হয় ৷ প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং সিরিজ নির্বাচিত হয়েছে লক্ষ্মী মুদি ৷

স্কুলের কোচ হরিচরণ মণ্ডল বলেন, "মূলত ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেয়েদের নিয়ে দলটি গড়া হয়েছে ৷ এরা সবাই স্কুলের হস্টেলে থাকে ৷ প্রতিদিন সকালে দু’ঘণ্টা ও বিকেলে এক ঘণ্টা প্র্যাকটিস করানো হয় ৷ মেয়েদের খাবার-সহ যাবতীয় দিকে নজর রাখে স্কুল কর্তৃপক্ষ ৷ মোট 18 জন মেয়েকে আমরা প্রতিযোগিতায় নিয়ে এসেছিলাম ৷ তারা স্কুলের সুনাম অক্ষুণ্ণ রেখেছে ৷ আমরা মেয়েদের জন্য গর্বিত ৷’’

আরও পড়ুন: আজ ডুরান্ড কাপে মোহনবাগানের প্রথম ম্যাচ, ধাপে ধাপে এগোনই লক্ষ্য ফেরান্দোর

সম্প্রতি মালদায় এসে হাতিমারি হাইস্কুল পরিদর্শন করে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী ৷ তিনি কথা দিয়েছিলেন, মেয়েদের জন্য তিনি ভালো কোনও প্রশিক্ষককে স্কুলে পাঠাবেন ৷ তাঁর উদ্যোগেই জুন মাসে দু’সপ্তাহের জন্য এই স্কুলের মেয়েদের প্রশিক্ষণ দেন কলকাতার বনি পাল ৷

এই মুহূর্তে ফুটবল দলের সঙ্গে কলকাতায় রয়েছেন স্কুলের শিক্ষিকা তথা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন বাসন্তী বর্মন ৷ তিনি বলেন, "মেয়েদের এই সাফল্যে আমরা উচ্ছ্বসিত। মালদা ফেরার পর মেয়েদের স্কুলের তরফে সংবর্ধনা দেওয়া হবে। আগামী 3 সেপ্টেম্বর মেয়েরা দিল্লিতে আয়োজিত জাতীয় স্তরের সুব্রত কাপ প্রতিযোগিতায় অংশ নেবে ৷"

মালদা, 20 অগস্ট: মেয়েদের অনুর্ধ্ব-19 সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন (Subrata Cup U19 Women Football Championship) হল গাজোলের হাতিমারি হাইস্কুল ৷ শনিবার সল্টলেকের বিবিডিসি স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে পুরুলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হাতিমারি হাইস্কুলের মেয়েরা (Hatimari High School of Ghazal) ৷ 2019 সুব্রত কাপও জিতেছিল হাতিমারি হাইস্কুলের মেয়েরা ৷ তারপর করোনার জেরে দু’বছর এই প্রতিযোগিতা স্থগিত হয়েছিল ৷

গতবছর প্রথম চারে থাকা দলগুলিকে নিয়ে শুক্রবার এই প্রতিযোগিতার আয়োজন করা হয় ৷ গতকাল সেমিফাইনালে হাতিমারি হাইস্কুলের মেয়েরা দক্ষিণ দিনাজপুরের সরলা বিএনএস হাইস্কুলের মেয়েদের 5-2 গোলে পরাজিত করে ৷ আজ ফাইনালে পুরুলিয়া হাইস্কুলকে 6-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হাতিমারি হাইস্কুল ৷ ফাইনালে ছ’টির মধ্যে পাঁচটি গোলই করেছে লক্ষ্মী মুদি ৷ বাকি একটি গোল করেছেন যুথিকা মুণ্ডা ৷ খেলার দুই অর্ধে তিনটি করে গোল হয় ৷ প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং সিরিজ নির্বাচিত হয়েছে লক্ষ্মী মুদি ৷

স্কুলের কোচ হরিচরণ মণ্ডল বলেন, "মূলত ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেয়েদের নিয়ে দলটি গড়া হয়েছে ৷ এরা সবাই স্কুলের হস্টেলে থাকে ৷ প্রতিদিন সকালে দু’ঘণ্টা ও বিকেলে এক ঘণ্টা প্র্যাকটিস করানো হয় ৷ মেয়েদের খাবার-সহ যাবতীয় দিকে নজর রাখে স্কুল কর্তৃপক্ষ ৷ মোট 18 জন মেয়েকে আমরা প্রতিযোগিতায় নিয়ে এসেছিলাম ৷ তারা স্কুলের সুনাম অক্ষুণ্ণ রেখেছে ৷ আমরা মেয়েদের জন্য গর্বিত ৷’’

আরও পড়ুন: আজ ডুরান্ড কাপে মোহনবাগানের প্রথম ম্যাচ, ধাপে ধাপে এগোনই লক্ষ্য ফেরান্দোর

সম্প্রতি মালদায় এসে হাতিমারি হাইস্কুল পরিদর্শন করে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী ৷ তিনি কথা দিয়েছিলেন, মেয়েদের জন্য তিনি ভালো কোনও প্রশিক্ষককে স্কুলে পাঠাবেন ৷ তাঁর উদ্যোগেই জুন মাসে দু’সপ্তাহের জন্য এই স্কুলের মেয়েদের প্রশিক্ষণ দেন কলকাতার বনি পাল ৷

এই মুহূর্তে ফুটবল দলের সঙ্গে কলকাতায় রয়েছেন স্কুলের শিক্ষিকা তথা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন বাসন্তী বর্মন ৷ তিনি বলেন, "মেয়েদের এই সাফল্যে আমরা উচ্ছ্বসিত। মালদা ফেরার পর মেয়েদের স্কুলের তরফে সংবর্ধনা দেওয়া হবে। আগামী 3 সেপ্টেম্বর মেয়েরা দিল্লিতে আয়োজিত জাতীয় স্তরের সুব্রত কাপ প্রতিযোগিতায় অংশ নেবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.