ETV Bharat / city

ব্যাঙ্কে যাওয়ার সময় কর্মীকে লক্ষ্য করে গুলি হরিশ্চন্দ্রপুরে

author img

By

Published : Jan 11, 2020, 6:12 AM IST

Updated : Jan 11, 2020, 6:41 AM IST

শুকদেব বসু নামে ওই কর্মী মোটরবাইকে চেপে শুক্রবার সকালে ব্যাঙ্কে যাচ্ছিলেন । সেই সময় 4 দুষ্কৃতী দুটি বাইকে চেপে তাঁর পিছু নেয় । তাঁরা শুকদেবকে লক্ষ্য করে গুলি চালায় । তবে গুলি শুকদেবের গায়ে লাগেনি ।

Shot at the bank employee
ব্যাঙ্ককর্মীকে লক্ষ্য করে গুলি

মালদা, 11 জানুয়ারি: এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের CSP কর্মীর উপর গুলি চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা । শুক্রবার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত শিমুলতলা গ্রামের ঘটনা । এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায় ।

শুকদেব বসু নামে ওই কর্মী মোটরবাইকে চেপে শুক্রবার সকালে ব্যাঙ্কে যাচ্ছিলেন । সেই সময় 4 দুষ্কৃতী দুটি বাইকে চেপে তাঁর পিছু নেয় । তাঁরা শুকদেবকে লক্ষ্য করে গুলি চালায় । তবে গুলি শুকদেবের গায়ে লাগেনি ।

শুকদেব জানান, দুষ্কৃতীদের মুখে কাপড় বাঁধা ছিল । তাই তিনি তাদের চিনতে পারেননি । হরিশ্চন্দ্রপুর থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । এখনও দুষ্কৃতীদের চিহ্নিত করতে পারেনি । তবে এ ব্যাপারে বিহার পুলিশের সাহায্য চেয়েছে স্থানীয় পুলিশ । উল্লেখ্য, ঘটনাস্থানের কাছেই বিহার সীমান্ত । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত কোনও কারণে শুকদেবের উপর এই হামলা হয় ।

মালদা, 11 জানুয়ারি: এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের CSP কর্মীর উপর গুলি চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা । শুক্রবার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত শিমুলতলা গ্রামের ঘটনা । এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায় ।

শুকদেব বসু নামে ওই কর্মী মোটরবাইকে চেপে শুক্রবার সকালে ব্যাঙ্কে যাচ্ছিলেন । সেই সময় 4 দুষ্কৃতী দুটি বাইকে চেপে তাঁর পিছু নেয় । তাঁরা শুকদেবকে লক্ষ্য করে গুলি চালায় । তবে গুলি শুকদেবের গায়ে লাগেনি ।

শুকদেব জানান, দুষ্কৃতীদের মুখে কাপড় বাঁধা ছিল । তাই তিনি তাদের চিনতে পারেননি । হরিশ্চন্দ্রপুর থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । এখনও দুষ্কৃতীদের চিহ্নিত করতে পারেনি । তবে এ ব্যাপারে বিহার পুলিশের সাহায্য চেয়েছে স্থানীয় পুলিশ । উল্লেখ্য, ঘটনাস্থানের কাছেই বিহার সীমান্ত । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত কোনও কারণে শুকদেবের উপর এই হামলা হয় ।

Intro:মালদা, ১০ জানুয়ারি : এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপি কর্মীকে গুলি করে টাকা লুটের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল হরিশ্চন্দ্রপুর এলাকায়৷ আজ সকালে ঘটনাটি ঘটে হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটা-কাপাইচণ্ডী রাজ্য সড়কের শিমুলতলা গ্রামের কাছে৷ যদিও সৌভাগ্যবশত দুষ্কৃতীদের গুলি ওই ব্যক্তির গায়ে লাগেনি৷ ঘটনার প্রেক্ষিতে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি৷ ঘটনার তদন্ত শুরু করলেও পুলিশ এখনও দুষ্কৃতীদের চিহ্নিত করতে পারেনি৷ দুষ্কৃতীদের চিহ্নিত করতে বিহার পুলিশের সাহায্য চেয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ৷ গোটা ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে৷Body:         আক্রান্ত ব্যক্তির নাম শুকদেব দাস৷ ৩২ বছরের সুকদেববাবু কাপাইচণ্ডী এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপি অফিসের কর্মী৷ গত আট বছর ধরে তিনি ওই অফিসে কাজ করছেন৷ প্রতিদিন সকালে মোটরবাইক চালিয়ে তিনি অফিসে যান৷ এদিন সকালেও তিনি সেভাবেই কাপাইচণ্ডী যাচ্ছিলেন৷ রামশিমুলতলা গ্রামের কাছে তাঁর পথ আটকায় চার যুবক৷ তারা দুটি মোটরবাইকে চেপে এসেছিল৷ প্রত্যেকের মুখ ছিল কাপড় জড়ানো৷ শুকদেববাবু বাইকের গতি খানিকটা কমালে ওই যুবকরা তাঁর দিকে এগিয়ে আসে৷ তা দেখে তিনি ফের দ্রুতগতিতে বাইক চালিয়ে সেখান থেকে বেরিয়ে যান৷ ওই যুবকরা তাঁর পিছু নেয়৷ অবশেষে খোশালপুর গ্রামের কাছে রাস্তায় লোকজন দেখে তিনি সব ঘটনা খুলে বলেন৷ তখনই ওই যুবকরা সেখানে উপস্থিত হয়৷ স্থানীয়রা তাদের থামানোর চেষ্টা করলে তারা শুকদেববাবুকে লক্ষ্য করে গুলি চালায়৷ যদিও সৌভাগ্যবশত সেই গুলি কাউকে লাগেনি৷ এরপরেও দুষ্কৃতীদের একটি বাইক ঝড়ের গতিতে তুলসিহাটার দিকে চলে যায়, অন্যটি চলে যায় কুশিদার দিকে৷
         শুকদেববাবু বলেন, “২০১২ সাল থেকে কাপাইচণ্ডীতে ওই অফিসে আমি কাজ করি৷ সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত সেখানে কাজ হয়৷ পথে একটি মুড়ির মিলের কাছে ওরা আমার পথ আটকায়৷ তাদের মুখে কাপড় পেঁচানো ছিল৷ মাথায় ছিল হেলমেট৷ ওদের ওভাবে এগিয়ে আসতে দেখে প্রথমে আমি বাইকের গতি খানিকটা কমিয়ে দিই৷ পরে যখন বুঝতে পারি, ওদের মতলব ভালো নয়, তখন আমি একজনকে হাত দিয়ে সরিয়ে বাইকের গতি বাড়িয়ে সেখান থেকে চলে যাই৷ খোশালপুর গ্রামের কাছে এসে দেখি, রাস্তার পাশে একটি চায়ের দোকানে রয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য৷ তাঁকে আমি গোটা ঘটনাটি জানাচ্ছিলাম৷ তখনই দেখি একটি বাইক সেখানে চলে এসেছে৷ আমি পঞ্চায়েত সদস্যকে বাইকটি দেখাতেই বাইক থেকে একজন আমাকে লক্ষ্য করে গুলি চালায়৷ আমি সরে যাওয়ায় গুলি আমার গায়ে লাগেনি৷ আক্রোশবশতই ওরা আমাকে গুলি করেছে৷”
         ঘটনাস্থলে উপস্থিত পঞ্চায়েত সদস্য রাহানুল হক বলেন, “চা খেয়ে দোকানের বাইরে দাঁড়িয়েছিলাম৷ সেই সময় শুকদেব সেখানে আসে৷ সে আমাকে আগে থেকেই চেনে৷ ও আমাকে যখন ঘটনার কথা বলছিল, তখনই দুটি বাইক সেখানে আসে৷ শুকদেব জানায়, ওই দুটি বাইকই তাকে তাড়া করেছিল৷ সেকথা শুনেই ওই দুষ্কৃতীদের একজন শুকদেবকে লক্ষ্য করে গুলি চালায়৷ যদিও গুলি তার গায়ে লাগেনি৷ গুলি চালিয়েই একটি বাইক তুলসিহাটার দিকে, অন্যটি কুশিদার দিকে চলে যায়৷ এই এলাকায় এমন ঘটনা মাঝেমধ্যেই হয়৷ পুলিশ সবই জানে৷ আজকের ঘটনার কথাও পুলিশকে জানানো হয়েছে৷”Conclusion:         হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানিয়েছেন, এদিন ঘটনার খবর পেয়েই রামশিমুলতলায় পুলিশকর্মীদের পাঠানো হয়েছিল৷ ঘটনার অভিযোগ আমরা পেয়েছি৷ তদন্তও শুরু হয়েছে৷ তবে দুষ্কৃতীদের এখনও আমরা চিহ্নিত করতে পারিনি৷ ওই এলাকাটি বিহার লাগোয়া৷ দুষ্কৃতীদের চিহ্নিত করতে প্রতিবেশী রাজ্যের পুলিশের সাহায্য চাওয়া হয়েছে৷
Last Updated : Jan 11, 2020, 6:41 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.