ETV Bharat / sports

ফিটনেস বাড়াও নয়তো চুক্তি বাতিল, ক্রিকেটারদের ফতোয়া পাক বোর্ডের - PCB WARNS CRICKETERS - PCB WARNS CRICKETERS

PCB ADVISORY ON FITNESS ISSUE: ফিটনেসে ঘাটতি বেশ কিছু ক্রিকেটারের ৷ তাই নয়া চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশের আগে ফতোয়া জারি পাক বোর্ডের ৷

PCB ADVISORY ON FITNESS ISSUE
ক্রিকেটারদের ফতোয়া পাক বোর্ডের (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 29, 2024, 11:08 PM IST

লাহোর, 29 সেপ্টেম্বর: চুক্তিবদ্ধ 6-7 জন ক্রিকেটারকে ফিটনেস ইস্যুতে সতর্ক করল পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ ফিটনেসে উন্নতি না-করলে তাঁদের বোর্ডের চুক্তি থেকে ছেঁটে ফেলারও হুঁশিয়ারি দিয়েছে পিসিবি ৷ চলতি মাসের শুরুতে করা ফিটনেস টেস্টে দলের বেশ কয়েকজন ক্রিকেটারের প্রতি সন্তুষ্ট নন পাক জাতীয় দলের ফিটনেস ট্রেনার ৷ সোমবার পুনরায় তাঁদের ফিটনেস পরীক্ষা করা হবে লাহোরে ৷

পাক ক্রিকেট বোর্ডের এক আধিকারিকের কথায়, ফিটনেস ট্রেনারের সেট করে দেওয়া বেঞ্চমার্ক সকলকে পূরণ করতে হবে ৷ এক্ষেত্রে ঘরোয়া ক্রিকেটারদের দিকেও সমান নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷ ফিটনেসের ব্যাপারে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে কড়া বার্তা দেওয়া দিয়েছেন দলের দুই বিদেশি কোচ গ্য়ারি কার্স্টেন ও জেসন গিলেসপি ৷ জানিয়েছেন ওই আধিকারিক ৷

2024-25 মরশুমে বোর্ডের নয়া চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা এখনও প্রকাশ করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ সাধারণত জুলাইয়ে প্রকাশ করা হলেও গতবছর নেতৃত্ববদলের কারণে তা প্রকাশ করা হয়েছিল সেপ্টেম্বরে ৷ এবছর এখনও তা সামনে আনা হয়নি ৷ তবে বিশেষজ্ঞ মহলের ধারণা পাক বোর্ড চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা কমিয়ে আনতে চলেছে ৷ আর সেজন্য এমন ফতোয়া ৷

সম্প্রতি ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে 0-2 হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান ৷ এরপর প্রাক্তন ক্রিকেটারদের ব্যাপক সমালোচনার মুখে পাকিস্তান ক্রিকেট দল ৷ সমালোচনা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতেই কি নয়া ফিটনেস ফতোয়া, উত্তর দেবে সময় ৷

লাহোর, 29 সেপ্টেম্বর: চুক্তিবদ্ধ 6-7 জন ক্রিকেটারকে ফিটনেস ইস্যুতে সতর্ক করল পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ ফিটনেসে উন্নতি না-করলে তাঁদের বোর্ডের চুক্তি থেকে ছেঁটে ফেলারও হুঁশিয়ারি দিয়েছে পিসিবি ৷ চলতি মাসের শুরুতে করা ফিটনেস টেস্টে দলের বেশ কয়েকজন ক্রিকেটারের প্রতি সন্তুষ্ট নন পাক জাতীয় দলের ফিটনেস ট্রেনার ৷ সোমবার পুনরায় তাঁদের ফিটনেস পরীক্ষা করা হবে লাহোরে ৷

পাক ক্রিকেট বোর্ডের এক আধিকারিকের কথায়, ফিটনেস ট্রেনারের সেট করে দেওয়া বেঞ্চমার্ক সকলকে পূরণ করতে হবে ৷ এক্ষেত্রে ঘরোয়া ক্রিকেটারদের দিকেও সমান নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷ ফিটনেসের ব্যাপারে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে কড়া বার্তা দেওয়া দিয়েছেন দলের দুই বিদেশি কোচ গ্য়ারি কার্স্টেন ও জেসন গিলেসপি ৷ জানিয়েছেন ওই আধিকারিক ৷

2024-25 মরশুমে বোর্ডের নয়া চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা এখনও প্রকাশ করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ সাধারণত জুলাইয়ে প্রকাশ করা হলেও গতবছর নেতৃত্ববদলের কারণে তা প্রকাশ করা হয়েছিল সেপ্টেম্বরে ৷ এবছর এখনও তা সামনে আনা হয়নি ৷ তবে বিশেষজ্ঞ মহলের ধারণা পাক বোর্ড চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা কমিয়ে আনতে চলেছে ৷ আর সেজন্য এমন ফতোয়া ৷

সম্প্রতি ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে 0-2 হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান ৷ এরপর প্রাক্তন ক্রিকেটারদের ব্যাপক সমালোচনার মুখে পাকিস্তান ক্রিকেট দল ৷ সমালোচনা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতেই কি নয়া ফিটনেস ফতোয়া, উত্তর দেবে সময় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.