ETV Bharat / sports

'না না করেও দশটা আইপিএল', ধোনিকে নিয়ে শাহরুখের মন্তব্যে শোরগোল নেটপাড়ায় - SHAH RUKH ON DHONI - SHAH RUKH ON DHONI

SRK COMPARES HIMSELF WITH MS DHONI: তিনি কেন অভিনয় থেকে অবসর নিচ্ছেন না? প্রশ্নের উত্তরে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে নিজের তুলনা টানলেন শাহরুখ খান ৷ কী বললেন 'কিং অফ রোমান্স'?

SRK COMPARES HIMSELF WITH MS DHONI
ধোনিকে নিয়ে শাহরুখের মন্তব্য (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 29, 2024, 10:29 PM IST

হায়দরাবাদ, 29 সেপ্টেম্বর: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বছর চারেক আগে ৷ তবে কোটিপতি লিগ আইপিএলে এখনও চেন্নাই সুপার কিংসের 'মসিহা' মহেন্দ্র সিং ধোনি ৷ শনিবারই আসন্ন আইপিএলের আগে ক্রিকেটার ধরে রাখার ক্ষেত্রে নয়া নিয়ম চালু করেছে বিসিসিআই ৷ যেখানে পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট না-খেলা ক্রিকেটারকে 'আনক্য়াপড' হিসেবে বিবেচিত করা হয়েছে ৷ সেই তালিকায় রয়েছেন ধোনিও ৷ নয়া নিয়ম অনুযায়ী তাঁকে সর্বাধিক 4 কোটি টাকায় ধরে রাখতে পারবে সিএসকে ৷ নয়া নিয়ম ঘিরে ধোনিকে নিয়ে চর্চার মধ্যেই জোড়া বিশ্বজয়ী অধিনায়ককে নিয়ে করা শাহরুখ খানের একটি মন্তব্যে শোরগোল ইন্টারনেট জুড়ে ৷

কলকাতা নাইট রাইডার্সের মালিকের কথায় মহেন্দ্র সিং ধোনি নাকি না না করেও দশটা আইপিএল খেলছেন ৷ সম্প্রতি একটি জনপ্রিয় অ্য়াওয়ার্ড সেরেমনিতে মাহিকে নিয়ে এমন মন্তব্য করেন 'কিং অফ রোমান্স' ৷ যদিও নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে নয়, বরং নিজের সঙ্গে ধোনির সাদৃশ্য বোঝাতেই এমনটা বলেছেন শাহরুখ ৷

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় শাহরুখকে দেখা যাচ্ছে জনপ্রিয় প্রযোজক এবং পরিচালক করণ জোহারকে ৷ করণ শাহরুখকে অবসরের পরিকল্পনা নিয়ে জিজ্ঞেস করলে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে নিজের তুলনা টানেন 'বলিউডের বাদশা' ৷ পরিচালককে শাহরুখ বলেন, "আমি একটু ভিন্নধারার কিংবদন্তি ৷ আমি এবং ধোনি অনেকটা একইরকম ৷ না না করেও দশটা আইপিএল খেলে দিতে পারি ৷" অর্থাৎ, বাইশ গজে যেমন ধোনির দাপট তেমনই ভারতীয় সিনেমায় তাঁর দাপট বোঝাতেই এই মন্তব্য শাহরুখের ৷

বিশ্বজয়ী অধিনায়ককে নিয়ে শাহরুখের মন্তব্য ব্যাপক ভাইরাল হয়েছে নেটপাড়ায় ৷ শাহরুখের মন্তব্যকে সমর্থন করে এরপর ভাইরাল ভিডিয়োয় আরেক অভিনেতা ভিকি কৌশলকে বলতে শোনা যাচ্ছে, "অবসর হয় কিংবদন্তিদের ৷ রাজারা তো চিরকালীন ৷" মজার ছলে ধোনিকে নিয়ে শাহরুখের মন্তব্য মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের ৷ তারা বলছেন, "সত্যিই দু'জনে রাজা ৷"

হায়দরাবাদ, 29 সেপ্টেম্বর: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বছর চারেক আগে ৷ তবে কোটিপতি লিগ আইপিএলে এখনও চেন্নাই সুপার কিংসের 'মসিহা' মহেন্দ্র সিং ধোনি ৷ শনিবারই আসন্ন আইপিএলের আগে ক্রিকেটার ধরে রাখার ক্ষেত্রে নয়া নিয়ম চালু করেছে বিসিসিআই ৷ যেখানে পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট না-খেলা ক্রিকেটারকে 'আনক্য়াপড' হিসেবে বিবেচিত করা হয়েছে ৷ সেই তালিকায় রয়েছেন ধোনিও ৷ নয়া নিয়ম অনুযায়ী তাঁকে সর্বাধিক 4 কোটি টাকায় ধরে রাখতে পারবে সিএসকে ৷ নয়া নিয়ম ঘিরে ধোনিকে নিয়ে চর্চার মধ্যেই জোড়া বিশ্বজয়ী অধিনায়ককে নিয়ে করা শাহরুখ খানের একটি মন্তব্যে শোরগোল ইন্টারনেট জুড়ে ৷

কলকাতা নাইট রাইডার্সের মালিকের কথায় মহেন্দ্র সিং ধোনি নাকি না না করেও দশটা আইপিএল খেলছেন ৷ সম্প্রতি একটি জনপ্রিয় অ্য়াওয়ার্ড সেরেমনিতে মাহিকে নিয়ে এমন মন্তব্য করেন 'কিং অফ রোমান্স' ৷ যদিও নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে নয়, বরং নিজের সঙ্গে ধোনির সাদৃশ্য বোঝাতেই এমনটা বলেছেন শাহরুখ ৷

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় শাহরুখকে দেখা যাচ্ছে জনপ্রিয় প্রযোজক এবং পরিচালক করণ জোহারকে ৷ করণ শাহরুখকে অবসরের পরিকল্পনা নিয়ে জিজ্ঞেস করলে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে নিজের তুলনা টানেন 'বলিউডের বাদশা' ৷ পরিচালককে শাহরুখ বলেন, "আমি একটু ভিন্নধারার কিংবদন্তি ৷ আমি এবং ধোনি অনেকটা একইরকম ৷ না না করেও দশটা আইপিএল খেলে দিতে পারি ৷" অর্থাৎ, বাইশ গজে যেমন ধোনির দাপট তেমনই ভারতীয় সিনেমায় তাঁর দাপট বোঝাতেই এই মন্তব্য শাহরুখের ৷

বিশ্বজয়ী অধিনায়ককে নিয়ে শাহরুখের মন্তব্য ব্যাপক ভাইরাল হয়েছে নেটপাড়ায় ৷ শাহরুখের মন্তব্যকে সমর্থন করে এরপর ভাইরাল ভিডিয়োয় আরেক অভিনেতা ভিকি কৌশলকে বলতে শোনা যাচ্ছে, "অবসর হয় কিংবদন্তিদের ৷ রাজারা তো চিরকালীন ৷" মজার ছলে ধোনিকে নিয়ে শাহরুখের মন্তব্য মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের ৷ তারা বলছেন, "সত্যিই দু'জনে রাজা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.