ETV Bharat / city

পুলিশি সচেতনতা সত্ত্বেও ফের গণপিটুনি মালদায় , গ্রেপ্তার 2

ফের চোর সন্দেহে গণপিটুনি মালদায় ৷ গ্রেপ্তার দুই ৷ জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে ৷

মালদা গণপিটুনি
author img

By

Published : Oct 17, 2019, 9:44 AM IST

Updated : Oct 17, 2019, 10:47 AM IST

মালদা, 17 অক্টোবর : গণপিটুনি রুখতে মালদা জেলাজুড়ে প্রচার চালাচ্ছে পুলিশ ৷ কিন্তু, তারপরও রোখা যাচ্ছে না গণপিটুনির ঘটনা ৷ ফের তা প্রমাণিত হল ৷ এবার ঘটনাস্থান রামকৃষ্ণপল্লি সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক এলাকা ৷ সেখানে দুই যুবককে চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয় ৷ অভিযুক্তদের মধ্যে দু'জনকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ ৷

মালদা শহরের রথবাড়ি মোড় থেকে সুকান্ত মোড় পর্যন্ত 34 নম্বর জাতীয় সড়কের ধারে একাধিক শপিং মল তৈরি হয়েছে ৷ গত দু'মাস ধরে সেই সব শপিং মলের পার্কিং এরিয়া থেকে গাড়ি ও মোবাইল চুরির ঘটনা বেড়েছে ৷ স্থানীয়দের বক্তব্য, গতকাল দুপুরে দুই যুবককে একটি মোটরবাইক নিয়ে পালাতে দেখে তাদের হাতে নাতে ধরে ফেলে আশপাশের লোকজন । তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি মোবাইল ফোন । সেই মোবাইলটিও চোরাই বলে অনুমান স্থানীয়দের । এরপরেই চোর সন্দেহে তাদের মারধর করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ ৷ ক্ষুব্ধ জনতার হাত থেকে ওই দুই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷

দেখুন ভিডিয়ো...

পুলিশ সূত্রে খবর, আক্রান্তদের নাম মনোতোষ দাস ও জয়ন্ত সাহা । দু'জনেরই বাড়ি মালদা শহরের তেলিপুকুরে । এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে দুই যুবক গ্রেপ্তার হয়েছে । আরও কারা মারধরের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে ৷

গণপিটুনির ঘটনা রুখতে মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়ার বার্তা, "পুলিশ আপনাদের সেফটি ও সিকিউরিটির জন্য রয়েছে ৷ আপনারা আইন নিজের হাতে না তুলে পুলিশকে ইনফর্ম করুন ৷ পুলিশকে সাহায্য করুন ৷ পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান ৷ হাতে আইন তুলে নেওয়া সভ্য সমাজের জন্য ঠিক নয় ৷ যারা এ ধরনের কাজ করবেন তাদের কড়া শাস্তি দেওয়া হবে ৷" সংশ্লিষ্ট ঘটনা প্রসঙ্গে তিনি আরও বলেন, "দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে ৷ " এই ঘটনায় এখনও পর্যন্ত দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

এর আগে চলতি মাসের 12 তারিখ মালদার ইংরেজবাজারের 3 নম্বর গভর্নমেন্ট কলোনিতে চোর সন্দেহে দুই যুবককে বেধড়ক মারধর করে স্থানীয়রা ৷

মালদা, 17 অক্টোবর : গণপিটুনি রুখতে মালদা জেলাজুড়ে প্রচার চালাচ্ছে পুলিশ ৷ কিন্তু, তারপরও রোখা যাচ্ছে না গণপিটুনির ঘটনা ৷ ফের তা প্রমাণিত হল ৷ এবার ঘটনাস্থান রামকৃষ্ণপল্লি সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক এলাকা ৷ সেখানে দুই যুবককে চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয় ৷ অভিযুক্তদের মধ্যে দু'জনকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ ৷

মালদা শহরের রথবাড়ি মোড় থেকে সুকান্ত মোড় পর্যন্ত 34 নম্বর জাতীয় সড়কের ধারে একাধিক শপিং মল তৈরি হয়েছে ৷ গত দু'মাস ধরে সেই সব শপিং মলের পার্কিং এরিয়া থেকে গাড়ি ও মোবাইল চুরির ঘটনা বেড়েছে ৷ স্থানীয়দের বক্তব্য, গতকাল দুপুরে দুই যুবককে একটি মোটরবাইক নিয়ে পালাতে দেখে তাদের হাতে নাতে ধরে ফেলে আশপাশের লোকজন । তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি মোবাইল ফোন । সেই মোবাইলটিও চোরাই বলে অনুমান স্থানীয়দের । এরপরেই চোর সন্দেহে তাদের মারধর করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ ৷ ক্ষুব্ধ জনতার হাত থেকে ওই দুই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷

দেখুন ভিডিয়ো...

পুলিশ সূত্রে খবর, আক্রান্তদের নাম মনোতোষ দাস ও জয়ন্ত সাহা । দু'জনেরই বাড়ি মালদা শহরের তেলিপুকুরে । এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে দুই যুবক গ্রেপ্তার হয়েছে । আরও কারা মারধরের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে ৷

গণপিটুনির ঘটনা রুখতে মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়ার বার্তা, "পুলিশ আপনাদের সেফটি ও সিকিউরিটির জন্য রয়েছে ৷ আপনারা আইন নিজের হাতে না তুলে পুলিশকে ইনফর্ম করুন ৷ পুলিশকে সাহায্য করুন ৷ পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান ৷ হাতে আইন তুলে নেওয়া সভ্য সমাজের জন্য ঠিক নয় ৷ যারা এ ধরনের কাজ করবেন তাদের কড়া শাস্তি দেওয়া হবে ৷" সংশ্লিষ্ট ঘটনা প্রসঙ্গে তিনি আরও বলেন, "দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে ৷ " এই ঘটনায় এখনও পর্যন্ত দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

এর আগে চলতি মাসের 12 তারিখ মালদার ইংরেজবাজারের 3 নম্বর গভর্নমেন্ট কলোনিতে চোর সন্দেহে দুই যুবককে বেধড়ক মারধর করে স্থানীয়রা ৷

Intro:মালদা, ১৬ অক্টোবরঃ পুলিশি সচেতনতার প্রচার থাকলেও রোখা যাচ্ছে না গণপিটুনি। আজ ফের মালদা শহরের রামকৃষ্ণপল্লি সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে দুই যুবককে গণপিটুনির ঘটনা ঘটল। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ওই দুই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করেছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তারা। এদিকে, গণপিটুনির ঘটনা রুখতে সচেতনতা প্রচারের সঙ্গে সঙ্গে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানালেন পুলিশ সুপার।Body:রথবাড়ি মোড় থেকে সুকান্ত মোড় পর্যন্ত ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে একাধিক শপিং মল মাথা চাড়া দিয়েছে উঠেছে। সেই সব শপিং মলের পার্কিং থেকে গাড়ি ও মোবাইল চুরির ঘটনা মাস দুয়েক থেকে বেড়ে গিয়েছে। স্থানীয়সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে দুই যুবককে একটি মোটরবাইক নিয়ে পালাতে উদ্যত হলে স্থানীয় মানুষজন তাদের হাতে নাতে ধরে ফেলে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি মোবাইল ফোন। সেই মোবাইলটিও চোরাই বলে অনুমান স্থানীয়দের। এরপরেই চলতে থাকে গণধোলাই। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। ক্ষিপ্ত জনতার রোষ থেকে ওই দুই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত দুই যুবকের নাম মনোতোষ দাস (২১) ও জয়ন্ত সাহা (২০)। দুজনেরই বাড়ি মালদা শহরের তেলিপুকুরে। এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
Conclusion:পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, যারা এই গণপিটুনির ঘটনায় যুক্ত হচ্ছে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে। পুলিশের তরফ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচার করা হবে। সাধারণ মানুষের কাছে পুলিশ সুপারের বার্তা, পুলিশ সাধারণ মানুষের সুরক্ষার জন্য রয়েছে। যে কোনও ধরণের অভিযোগ পুলিশে জানান। পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলে রাজনৈতিক নেতৃত্ব কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। নিজের হাতে আইন তুলে নেওয়া উচিত নয়।
Last Updated : Oct 17, 2019, 10:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.