মালদা, 24 জুন : মালদা জেলায় বেড়ে চলেছে কোরোনা সংক্রমিতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় নতুন করে 25 জনের শরীরে COVID-19 এর উপস্থিতি মিলেছে ৷ সংক্রমিতদের মধ্যে কয়েকজন ভিনরাজ্য ফেরত পরিযায়ী শ্রমিক । বাকিরা সম্প্রতি কোথাও যাননি বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর ৷
মালদা মেডিকেলের ভাইরোলজি বিভাগে 25 জনের সোয়াব টেস্টে COVID-19 পজ়িটিভ আসে । এঁদের মধ্যে ন'জন কালিয়াচক-1, পাঁচজন হরিশ্চন্দ্রপুর-2, চারজন হবিবপুর, দু’জন করে মানিকচক, কালিয়াচক-3 ও ইংরেজবাজার ব্লকের বাসিন্দা ৷ পাশাপাশি পুরানো মালদা ব্লকে একজন সংক্রমিতের সন্ধান মিলেছে ৷ ইতিমধ্যে সংক্রমিতদের বাড়ির এলাকা কনটেনমেন্ট জো়ন হিসেবে ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন ৷
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই নিয়ে জেলায় মোট কোরোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 447 ৷ সংক্রমিতদের বেশিরভাগের কোনও উপসর্গ নেই ৷ তাঁঁদের অনেককে বাড়িতে রেখে চিকিৎসা চলছে ৷ উপসর্গযুক্ত সংক্রমিতদের কোরোনা হাসপাতাল কিংবা নিকটবর্তী আইসোলেশন সেন্টারে পাঠানো হচ্ছে ৷ এদিকে কোরোনা ভাইরাসে আক্রান্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসায় সাড়া দিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন ৷ ভালো রয়েছেন সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিকও ৷