কলকাতা, 10 অক্টোবর: এখনই পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে না বর্ষা (West Bengal Weather Update) ৷ আলিপুর আবহাওয়া দফতরের এই পূর্বাভাস থেকে স্পষ্ট জনজীবনে বৃষ্টি অস্বস্তি হয়ে থাকবে আরও কিছুদিন।
হাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “বঙ্গপোসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে ৷ তার প্রভাব পড়ছে সিকিম এবং উত্তরবঙ্গে। এর ফলে 12 অক্টোবর বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরের বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ সেই সঙ্গে সিকিমেও বৃষ্টিপাত বাড়বে। আজ কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তরও বৃদ্ধি পাবে। দার্জিলিং কালিম্পং ও সিকিমে ভূমিধ্বসের সম্ভাবনা আছে (IMD Weather Forecast) ।
আরও পড়ুন: বনেদিয়ানায় ভরপুর অপরাজিতা, লক্ষ্মীপুজোয় তাঁর বাড়ির হাঁড়ির খবর নিল ইটিভি ভারত
দক্ষিণবঙ্গে আগামী 24 ঘণ্টা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দু‘এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। আজ 10 অক্টোবর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আবার আগামিকাল থেকে 13 অক্টোবর অর্থাৎ মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। দিনের তাপমাত্রা আগামী দুই দিন খুব একটা পরিবর্তন হবে না। সবমিলিয়ে এটাই স্পষ্ট পশ্চিমবঙ্গ থেকে বর্ষা, এখনই বিদায় নিচ্ছে না ।” রবিবার কলকাতা এবং আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ছিল । স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতা 94 শতাংশ। সোমবার দিনেরবেলা আকাশ আংশিক মেঘলা থাকবে । কয়েক পশলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির আশেপাশে থাকবে।