ETV Bharat / city

West Bengal Corona Update : দৈনিক সংক্রমণ সাড়ে সাতশোর উপরই, মৃত 12 - করোনা সংক্রমণ

আগের দিনের তুলনায় রাজ্যে সামান্য কমল করোনার দৈনিক সংক্রমণ ৷ তবে বেড়েছে মৃত্যু ৷ কলকাতায় মৃত্যু হয়েছে 3 জনের ৷ উত্তর 24 পরগনায় মৃত্যু হয়েছে 4 জনের ৷

West Bengal registers 776 new covid-19 cases in last 24 hours
দৈনিক সংক্রমণ সাড়ে সাতশোর উপরই, মৃত 12
author img

By

Published : Oct 9, 2021, 10:08 PM IST

কলকাতা, 9 অক্টোবর : রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ আজও রইল সাড়ে সাতশোর বেশি ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 776 জন ৷ আগের দিন যা ছিল 784 জন ৷ তবে বেড়েছে মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 12 জনের ৷ আগের দিন মৃত্যু হয়েছিল 6 জনের ৷ আজ পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 15 লাখ 75 হাজার 577 জন ৷ গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 755 জন ৷ সবমিলিয়ে করোনা থেকে সেরে উঠেছেন 15 লাখ 49 হাজার 49 জন ৷

এখন সক্রিয় রোগীর সংখ্যা 7 হাজার 634 জন ৷ এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 18 হাজার 894 জনের ৷ আজ 36 হাজার 429 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ আজ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 84 লাখ 71 হাজার 961 জনের ৷ আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 7 লাখ 30 হাজার 904 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ 76 হাজার 71 জন ৷ সবমিলিয়ে রাজ্যে মোট 4 কোটি 50 লাখ 77 হাজার 675 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট 1 কোটি 77 লাখ 29 হাজার 565 জন ৷

এই সংক্রান্ত খবর : মাস্কহীন অসুরদের ‘বধ’ করে মাস্ক পরালেন মা দুর্গা !

জেলাগুলির মধ্যে গত 24 ঘণ্টায় কলকাতায় 3 জনের মৃত্যু হয়েছে এবং উত্তর 24 পরগনায় 4 জন মারা গিয়েছেন ৷ দক্ষিণ 24 পরগনা ও নদিয়ায় মারা গিয়েছেন 2 জন করে ৷ হাওড়ায় মৃত্যু হয়েছে একজনের ৷

কলকাতা, 9 অক্টোবর : রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ আজও রইল সাড়ে সাতশোর বেশি ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 776 জন ৷ আগের দিন যা ছিল 784 জন ৷ তবে বেড়েছে মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 12 জনের ৷ আগের দিন মৃত্যু হয়েছিল 6 জনের ৷ আজ পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 15 লাখ 75 হাজার 577 জন ৷ গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 755 জন ৷ সবমিলিয়ে করোনা থেকে সেরে উঠেছেন 15 লাখ 49 হাজার 49 জন ৷

এখন সক্রিয় রোগীর সংখ্যা 7 হাজার 634 জন ৷ এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 18 হাজার 894 জনের ৷ আজ 36 হাজার 429 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ আজ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 84 লাখ 71 হাজার 961 জনের ৷ আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 7 লাখ 30 হাজার 904 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ 76 হাজার 71 জন ৷ সবমিলিয়ে রাজ্যে মোট 4 কোটি 50 লাখ 77 হাজার 675 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট 1 কোটি 77 লাখ 29 হাজার 565 জন ৷

এই সংক্রান্ত খবর : মাস্কহীন অসুরদের ‘বধ’ করে মাস্ক পরালেন মা দুর্গা !

জেলাগুলির মধ্যে গত 24 ঘণ্টায় কলকাতায় 3 জনের মৃত্যু হয়েছে এবং উত্তর 24 পরগনায় 4 জন মারা গিয়েছেন ৷ দক্ষিণ 24 পরগনা ও নদিয়ায় মারা গিয়েছেন 2 জন করে ৷ হাওড়ায় মৃত্যু হয়েছে একজনের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.