কলকাতা, 28 ফেব্রুয়ারি: বিধানসভা নির্বাচনের আগে বাম-কংগ্রেস-আইএসএফ জোটের ডাকা ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে ট্র্যাফিক ব্যবস্থা সচল রাখতে সচেষ্ট হল কলকাতা পুলিশ।
ছুটির দিন হওয়ায় সেইভাবে অফিস কাছারি নেই । অর্থাৎ শুধুমাত্র ব্রিগেডমুখী গাড়িগুলিকে সামলানোই কলকাতা পুলিশের কাছে চ্যালেঞ্জ ছিল। দক্ষতার সঙ্গে তা পূরণ করতে দেখা গেল ট্র্যাফিক পুলিশ কর্মীদের।
রবিবার সকাল থেকেই ধর্মতলা, ডোরিনা ক্রসিং, হসপিটাল রোড এবং রেড রোডের উপর ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে সাড়ে তিন হাজার পুলিশকর্মী নিযুক্ত ছিল ।
আরও পড়ুন: রাধিকাপুর এক্সপ্রেসে 'ব্রিগেড চলো' ব্যাজই টিকিট
কলকাতা পুলিশ সূত্রের খবর, সকাল থেকে সেইভাবে ট্র্যাফিক ডাইভারশন করতে হয়নি তাদের । মাঝে মধ্যে ধর্মতলামুখী এবং হাওড়া মুখের লেনগুলি বন্ধ করে যান চলাচল সচল রাখার ছবিটা ধরা পড়ল । অর্থাৎ তিনটি রাজনৈতিক সংগঠনের ডাকা ব্রিগেডকে কেন্দ্র করে ট্র্যাফিক ব্যবস্থা সুষ্ঠু ও স্বাভাবিক রাখল কলকাতা পুলিশ ।