কলকাতা, 8 মার্চ : আন্তর্জাতিক নারী দিবসে নারী নির্যাতন নিয়ে ভারতীয় জনতা পার্টিকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একেবারে তথ্য পরিসংখ্যান তুলে ধরে সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র ও তাঁর পারিষদদের ৷ বললেন, ‘‘ধর্ষণের শীর্ষে আমেদাবাদ ও মোদীবাবু পেয়ারের রাজ্য উত্তর প্রদেশ ৷’’
সোমবার কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মিছিলের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস ৷ সেই মিছিলের শেষে সভা হয় ৷ ওই সভা থেকেই নরেন্দ্র মোদি ও অমিত শাহের সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
আজকের দিনটিকে নারীমুক্তি দিবস হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস ৷ সেই বিষয়টি উল্লেখ করেই নারী নির্যাতন নিয়ে বিজেপিকে নিশানা করেন মমতা ৷ বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নির্যাতন বেশি হয় বলে অভিযোগ করেন ৷ তাঁর দাবি, গুজরাটে রোজ দু’টি করে খুন হয় ৷ 4 জন নারী রোজ ধর্ষণের শিকার হন ৷ একই সঙ্গে গুজরাটে অপরাধের সামগ্রিক ভাবে তুলে ধরেন তৃণমূল নেত্রী ৷
তার পর বলেন, ‘‘ধর্ষণের শীর্ষে আমেদাবাদ ও মোদীবাবু পেয়ারের রাজ্য উত্তর প্রদেশ ৷’’ মমতার দাবি, নারী সুরক্ষায় তাঁর সরকার অনেক কাজ করেছে ৷ কিন্তু বিজেপি কী করেছে, সেই প্রশ্ন তোলেন তিনি ৷
একই সঙ্গে রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে নরেন্দ্র মোদির ভাষণের সমালোচনা করেন ৷ মোদি জানিয়েছিলেন, এবার ডাক্তার-ইঞ্জিনিয়ারিংও বাংলা ভাষায় পড়া যাবে ৷ সেই বিষয়টি নিয়ে মমতা সোমবার মোদিকে খোঁচা দেন ৷ জানান, কাল এসে বলে গেল ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো৷ জানে না বাংলায় ঘরে ঘরে ডাক্তার-ইঞ্জিনিয়ার ৷
আমেদাবাদে মোতেরা স্টেডিয়ামকে মোদির নামে করার প্রসঙ্গ তোলেন মমতা ৷ কটাক্ষ করে জানান যে কোনওদিন হয়তো ভারতের নামও মোদি হয়ে যাবে ৷
আরও পড়ুন : বিনামূল্যে গ্যাস দিয়ে দেখাক মোদি সরকার, চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা
এমনকী, ব্রিগেডের চেয়ে বেশি ভিড় এদিনের মিছিলে হয়েছে বলেও মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন ৷ উল্লেখ্য, এদিন নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত এই মিছিলে তৃণমূলের নেত্রীরাই বেশ ছিলেন ৷ এবার যে তারকারা প্রার্থী হয়েছেন, তাঁদেরকেই দলনেত্রীর সঙ্গে মিছিলে পা মেলান ৷ মঞ্চে সায়নী ঘোষ, লাভলি মৈত্র, জুন মালিয়াদের ভাষণও দিতে দেখা যায় ৷