কলকাতা, 3 মার্চ: গ্রীষ্ম বা শীত নয়, সারা বছর ধরে রাজ্যে বৃষ্টি হচ্ছে ইদানিংকালে ৷ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷
উত্তরবঙ্গের পাঁচ জেলা় ও দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ও আগামীকাল । উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পঙে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে । দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
আগামী বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । আগামীকাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও । বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে ।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর দিক থেকে আসা ঠান্ডা হওয়া ও সমুদ্রপৃষ্ঠ থেকে আসা গরম বাতাসের সংস্পর্শে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, যার ফলেই বৃষ্টির হঠাৎ আগমন ।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 21.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল সর্বোচ্চ 96 শতাংশ ও সর্বনিম্ন 45 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি ।