কলকাতা, 29 ডিসেম্বর : বাঁশদ্রোণীতে যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য (Unnatural Death in Banshdroni) ৷ পেটে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশে জানিয়েছে তাঁর পরিবার ৷ রবীন দেবনাথ নামে ওই যুবক গত দু’বছর ধরে উচ্চমাধ্যমিক পাশ করতে পারেননি তিনি ৷ এর আগেও একাধিকবার অকৃতকার্য হয়েছেন তিনি ৷ যা নিয়ে বাড়িতে নিত্য অশান্তি লেগে থাকত ৷ স্থানীয়রা পুলিশকে জানিয়েছে মঙ্গলবার রাতেও তেমনি অশান্তি হচ্ছিল ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দীর্ঘদিন ধরে এক শ্রেণিতে অকৃতকার্য থাকা এবং বাবা-মায়ের সঙ্গে তা নিয়ে অশান্তির জেরেই আত্মহত্যা করেছেন রবীন (Youth Suicide in Banshdroni) ৷
পুলিশ সূত্রে খবর, অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতেও রবীন দেবনাথের পড়াশোনা নিয়ে অশান্তি হচ্ছিল ৷ কিন্তু, হঠাৎই রবীনের মায়ের আর্তনাদ শুনতে পান প্রতিবেশীরা ৷ তাঁর কান্না শুনে আশেপাশের বাড়ি থেকে লোকজন সেখানে যান ৷ গিয়ে দেখেন ঘরের মেঝেয় চাপ চাপ রক্ত পড়ে রয়েছে এবং রবীন যন্ত্রণায় ছটফট করছেন ৷ তাঁরা তৎক্ষণাত তাঁকে হাসপাতালে নিয়ে যান সেখানেই রীবনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ৷
আরও পড়ুন : House Wife Death : বধূ হত্যায় অভিযুক্ত বিএসএফে কর্মরত স্বামী-সহ চার, গ্রেফতার শ্বশুর, শাশুড়ি
এই ঘটনায় রবীনের বাবা-মা ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, রবীনের পড়াশোনা নিয়ে প্রায়ই অশান্তি হত ৷ প্রায় রোজই বাবা-মায়ের কাছে বকা খেতেন তিনি ৷ এমনকি গত দু’বছর ধরে উচ্চমাধ্যমিকে অকৃতকার্য থেকে গিয়েছেন ৷ যা নিয়ে বাড়িতে নিত্যদিন অশান্তি লেগে থাকত ৷ মঙ্গলবারও তেমনি অশান্তি চলাকালীন রবীন অভিমানে ধারাল অস্ত্র দিয়ে নিজের পেটে আঘাত করে বলে পুলিশকে জানিয়েছে তাঁর বাবা-মা ৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে (Unnatural Death of Youth) ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷ ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে ৷ সেটিকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷