ETV Bharat / city

কলকাতায় ওলা বাইক ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার 2

author img

By

Published : Jun 16, 2020, 12:49 PM IST

ওলা বাইক ছিনতাইয়ের ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ ছিনতাইয়ের ঘটনায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ৷

ola bike
ওলা বাইক ছিনতাই গ্রেপ্তার দুই

কলকাতা,16 জুন : নিকোপার্কের কাছ থেকে ওলা বাইক ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুই। অভিযুক্তদের গ্রেপ্তার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত 13 জুন রাতে তপসিয়ার বাসিন্দা এক ওলা বাইক চালক বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ করে যে, পিকনিক গার্ডেন থেকে এক ব্যক্তি তাঁর ওলা বাইক বুক করে সকালে । সেখান থেকে সে ওলা বাইকে করে কলকাতা নিউটাউন, রাজারহাট ,সল্টলেক, ভাঙড় এই সমস্ত এলাকা সারা দিন ঘুরে বেড়ায়। এরপর সন্ধেবেলা বাড়ি ফেরার নাম করে কলকাতার দিকে যাওয়ার সময়, ওলা বাইক চালকের প্রস্রাব পেলে সে নিকোপার্কের কাছে দাঁড়ায়। সেই সুযোগে ওই ওলা বাইকের আরোহী বাইক নিয়ে চম্পট দেয় ।

থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ তদন্তে নেমে বাইক আরোহী অজিত আলি বৈদ্যকে কেষ্টপুর থেকে গ্রেপ্তার করে । পুলিশ জানায়, বাইক ছিনতাই করে অজিত আলি বৈদ্য ইতিমধ্যে ভাঙড়ের কাশিপুরের বাসিন্দা রকিবুল মোল্লাকে সেই বাইক বিক্রি করে দেয় ৷ অজিত আলি বৈদ্যকে জিজ্ঞাসাবাদ করে রকিবুলকেও গ্রেপ্তার করে পুলিশ ৷ উদ্ধার হয় ছিনতাই হওয়া ওলা বাইকটি। আজ ধৃতদের বিধাননগর কোর্টে তোলা হবে।

কলকাতা,16 জুন : নিকোপার্কের কাছ থেকে ওলা বাইক ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুই। অভিযুক্তদের গ্রেপ্তার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত 13 জুন রাতে তপসিয়ার বাসিন্দা এক ওলা বাইক চালক বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ করে যে, পিকনিক গার্ডেন থেকে এক ব্যক্তি তাঁর ওলা বাইক বুক করে সকালে । সেখান থেকে সে ওলা বাইকে করে কলকাতা নিউটাউন, রাজারহাট ,সল্টলেক, ভাঙড় এই সমস্ত এলাকা সারা দিন ঘুরে বেড়ায়। এরপর সন্ধেবেলা বাড়ি ফেরার নাম করে কলকাতার দিকে যাওয়ার সময়, ওলা বাইক চালকের প্রস্রাব পেলে সে নিকোপার্কের কাছে দাঁড়ায়। সেই সুযোগে ওই ওলা বাইকের আরোহী বাইক নিয়ে চম্পট দেয় ।

থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ তদন্তে নেমে বাইক আরোহী অজিত আলি বৈদ্যকে কেষ্টপুর থেকে গ্রেপ্তার করে । পুলিশ জানায়, বাইক ছিনতাই করে অজিত আলি বৈদ্য ইতিমধ্যে ভাঙড়ের কাশিপুরের বাসিন্দা রকিবুল মোল্লাকে সেই বাইক বিক্রি করে দেয় ৷ অজিত আলি বৈদ্যকে জিজ্ঞাসাবাদ করে রকিবুলকেও গ্রেপ্তার করে পুলিশ ৷ উদ্ধার হয় ছিনতাই হওয়া ওলা বাইকটি। আজ ধৃতদের বিধাননগর কোর্টে তোলা হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.