কলকাতা, 23 মে : ভোটগণনা চলাকালীন ও ফলাফল ঘোষণার পর যাতে কলকাতায় কোনও বিশৃঙ্খলা না হয়, সেজন্য যান চলাচলে লাগাম টানল পুলিশ । যানজট হলে সমস্যা হতে পারে । নানা সমস্যা তৈরি হতে পারে । ফলে সাধারণ মানুষ বিপাকে পড়তে পারে । প্রভাব পড়তে পারে গণনাতেও । সবদিক ভাবনা চিন্তা করে যান চলাচলের কয়েকটি নিয়ম পুলিশের তরফে বেঁধে দেওয়া হয়েছে ।
নিয়মগুলি হল -
- যেসব মালবাহী গাড়ি নির্বাচনের কাজের জন্য ব্যবহার করা হচ্ছে সেসব গাড়ি ছাড়া অন্য কোনও মালবাহী গাড়ি ভোর পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শহরের বাইরে যেতে পারবে না । সেগুলিকে শহরের মধ্যেই চলাচল করতে হবে ।
- নির্বাচনের জন্য ব্যবহৃত ও অন্য গাড়িগুলির চলাচল প্রয়োজনে নিয়ন্ত্রণ করা হতে পারে।
- যে গাড়িগুলি অকল্যান্ড রোডের পশ্চিম দিকে যাবে সেসব গাড়িগুলিকে গভর্নমেন্ট প্লাসের রাস্তা দিয়ে আকাশবাণী ভবনের উত্তর দিক দিয়ে ঘুরে যেতে হবে । যেসব ছোটো গাড়ি হাইকোর্ট ও ইলেকশন কমিশনে যাবে সেই সব গাড়িগুলোই শুধুমাত্র সোজা রাস্তা ব্যবহার করতে পারবে । বাসগুলিকে সি আর দাসের মূর্তির পশ্চিম দিকে থেকে ঘুরে যেতে হবে ।
- অকল্যান্ড রোড হয়ে আসা ছোটো গাড়িগুলিকে অকল্যান্ড রোডের ক্রসিং থেকে স্ট্রেন্ড রোডের উত্তর দিক দিয়ে ঘুরে যেতে হবে । পূর্বদিকগামী বাসগুলিকে কিংসওয়ে দিয়ে ঘুরে যেতে হবে ।
- জাজেস কোর্ট রোড থেকে যে গাড়িগুলি পশ্চিমদিকে যাবে সেই গাড়িগুলি গোপাল নগর ক্রসিং হয়ে বেকার রোডের পর উত্তরে ঢুকে যাবে । বেকার রোডের পর থেকে রাস্তার দু'দিক দিয়ে গাড়ি চলাচল করতে পারবে ।
- হাজরা রোড হয়ে যে গাড়িগুলি পশ্চিমদিকে যাবে সেগুলিকে হাজরা ক্রসিং, হরিশ মুখার্জি ও হাজরা রোড ক্রসিং থেকে ঘোরানো হবে ।
- উত্তর ও দক্ষিণগামী গাড়িগুলিকে জাজেস কোর্ট রোড ও বেকার রোড ক্রসিং থেকে পূর্বদিকে ঘুরিয়ে দেওয়া হবে । শুধুমাত্র নির্বাচনের জন্য যে গাড়িগুলি ব্যবহার করা হচ্ছে সেগুলি কেবল পশ্চিমদিকের রাস্তা দিয়ে চলাচল করতে পারবে ।
- হেস্টিংস হাউজ়ে প্রবেশ করার জন্য নির্বাচনের গাড়িগুলিকে জাজেস কোর্ট রোডের দিকের গেট দিয়ে প্রবেশ করতে হবে ও অলিপুরের দিকের গেট দিয়ে প্রস্থান করতে হবে ।
- পালিত স্ট্রিটে পশ্চিম থেকে পূর্বদিকে গাড়ি চলবে ।
- রিচি রোডে উত্তর থেকে দক্ষিণ দিকে গাড়ি চলবে । শুধুমাত্র নির্বাচনের জন্য যে গাড়িগুলি ব্যবহার করা হচ্ছে সেগুলি ছাড়া অন্য কোনও গাড়ি কাউন্টিং সেন্টারের সামনের রাস্তায় রাখা যাবে না ।