কলকাতা, 4 জুন : আনন্দপুরের পর ফের সিন্ডিকেট রাজ খাস কলকাতায় । আর এই সিন্ডিকেটকে কেন্দ্র করেই শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে উঠল কসবা এলাকা । গোটা ঘটনার সূত্রপাত গতকাল গভীর রাতে ।
এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত ববি দেবের বাড়ির নিচে গতকাল গভীর রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী জড়ো হয় বলে অভিযোগ । এরপরই ফ্লাটের কাঁচের জানলা লক্ষ্য করে ইট এবং কাচের বোতল ছোড়া হয় (TMC leader house vandalised in Kasba)। পাশাপাশি একাধিক লোহার রড দিয়ে বারংবার দরজা-জানালায় আঘাত করা হয় বলেও অভিযোগ ।
সূত্রের খবর, ববি দেব নামে ওই ব্যক্তি কসবায় তৃণমূল সমর্থক । কিন্তু রহস্যজনকভাবে তাঁর বাড়িতেই এই প্রকারের হামলার ঘটনা ঘটেছে ৷ ইতিমধ্যেই গোটা ঘটনায় সিন্ডিকেটের যোগ উঠে এসেছে । অভিযোগ বেশ কিছুদিন ধরেই এলাকায় সিন্ডিকেট দৌরাত্ম্য বেড়েছে ।
এলাকায় বহুতলে কারা বালি, সিমেন্ট সরবরাহের বরাত পাবে, তা নিয়েই দীর্ঘদিন ধরে ওই এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছিল । অভিযোগ সেই ঘটনাকে কেন্দ্র করেই এই দুই গোষ্ঠীর ঝামেলা হয় । গতকাল রাতেই খবর দেওয়া হয় স্থানীয় কসবা থানায় । ঘটনাস্থলে রাতেই আসে কসবা থানার বিশাল পুলিশবাহিনী । গোটা ঘটনায় ইতিমধ্যে একটি অভিযোগ দায়ের হয়েছে কসবা থানায় ।
আরও পড়ুন : EPF Interest Rate : পিএফের সুদের হার কমিয়ে প্রবীণদের সমস্যায় ফেলল কেন্দ্র, মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের
তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি তদন্তকারী আধিকারিকরা । সঠিক রাতের বেলা ওই এলাকায় কারা কারা জড়ো হয়েছিল, তা খতিয়ে দেখতে এলাকা এবং ওই ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে তদন্তকারী আধিকারিকরা বলে জানা গিয়েছে ।