ETV Bharat / city

Babul Supriyo Wins : বালিগঞ্জে জয়ী বাবুল, দ্বিতীয় স্থান দখল করে চমক সায়রার

শাসকদলের প্রার্থী বাবুল সুপ্রিয় প্রায় 20 হাজার ভোটে হারালেন নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের সায়রা শাহ হালিমকে (TMC candidate Babul Supriyo wins in Ballygunge Assembly Constituency) ৷ তবে এই কেন্দ্রে মাত্র একবছর আগে তৃণমূলের জয়ের ব্যবধান অনেকটাই কমল ।

Babul Supriyo Wins
বালিগঞ্জে জয়ী বাবুল
author img

By

Published : Apr 16, 2022, 1:37 PM IST

Updated : Apr 16, 2022, 2:10 PM IST

কলকাতা, 16 এপ্রিল : বালিগঞ্জ আসনটি দখলে রাখল তৃণমূল ৷ শাসকদলের প্রার্থী বাবুল সুপ্রিয় প্রায় 20 হাজার ভোটে হারালেন নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের সায়রা শাহ হালিমকে (TMC candidate Babul Supriyo wins in Ballygunge Assembly Constituency) ৷ তবে এই কেন্দ্রে মাত্র একবছর আগে বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের ব্যবধান অনেকটাই কমল ।

এবারের উপনির্বাচনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিজেপিকে তৃতীয় স্থানে ঠেলে দিয়ে বামেদের দ্বিতীয় স্থানে উঠে আসা ৷ শুধু তাই নয়, বালিগঞ্জ বিধানসভায় দু'টি সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ডে (64, 65) বাবুলকে পিছনে ফেলে লিড নিয়েছেন সায়রা ৷ এর মধ্যে একটি আবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাসস্থান ৷ 2011 সালে ক্ষমতা হারানো ইস্তক রাজ্যে বামেদের ক্রমাগত রক্তক্ষরণ হয়ে চলছিল ৷ 2019 লোকসভায় বামের ভোট রামে চলে যাওয়ায় বিজেপির আসন সংখ্যা 18-তে পৌঁছয় বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ মাত্র এক বছর আগে বিধানসভা নির্বাচনে খাতাই খুলতে পারেনি লাল ঝান্ডাধারীরা ৷ এই পরিস্থিতিতে বালিগঞ্জ উপনির্বাচনের এই ফলাফল বামেদের নিশ্চিতভাবেই অক্সিজেন জোগাবে ৷ বাম-কংগ্রেসের জোট হলে বালিগঞ্জে লড়াইটা আরও জোরদার হত বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : উপনির্বাচনে জয় তৃণমূলের কাছে নববর্ষের উপহার, টুইট মমতার

অন্যদিকে 2021 বিধানসভা নির্বাচনের সময় থেকে বিজেপির গ্রাফ যে নিম্নমুখী, বালিগঞ্জ উপনির্বাচন তাতে আরও বেশি করে সিলমোহর দিল ৷ শুধু তৃতীয় স্থানে থাকা নয়, বামেদের সঙ্গে গেরুয়া শিবিরের ব্যবধানও বিস্তর ৷ ফলাফলের প্রাথমিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, সংখ্যালঘু ভোট তো নয়ই, হিন্দুু ভোটও বিজেপির ঝুলিতে যায়নি ৷ পাশাপাশি বামেদের ভোট নিজেদের কাছে ফিরে যাওয়ায় আরও বিপন্ন হয়েছে গেরুয়া শিবিরের চেহারা ৷ এখন দেখার, এই উপনির্বাচনের ফল আগামিদিনে রাজ্য-রাজনীতিতে কোনও ইঙ্গিত বহন করে কি না ৷

কলকাতা, 16 এপ্রিল : বালিগঞ্জ আসনটি দখলে রাখল তৃণমূল ৷ শাসকদলের প্রার্থী বাবুল সুপ্রিয় প্রায় 20 হাজার ভোটে হারালেন নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের সায়রা শাহ হালিমকে (TMC candidate Babul Supriyo wins in Ballygunge Assembly Constituency) ৷ তবে এই কেন্দ্রে মাত্র একবছর আগে বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের ব্যবধান অনেকটাই কমল ।

এবারের উপনির্বাচনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিজেপিকে তৃতীয় স্থানে ঠেলে দিয়ে বামেদের দ্বিতীয় স্থানে উঠে আসা ৷ শুধু তাই নয়, বালিগঞ্জ বিধানসভায় দু'টি সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ডে (64, 65) বাবুলকে পিছনে ফেলে লিড নিয়েছেন সায়রা ৷ এর মধ্যে একটি আবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাসস্থান ৷ 2011 সালে ক্ষমতা হারানো ইস্তক রাজ্যে বামেদের ক্রমাগত রক্তক্ষরণ হয়ে চলছিল ৷ 2019 লোকসভায় বামের ভোট রামে চলে যাওয়ায় বিজেপির আসন সংখ্যা 18-তে পৌঁছয় বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ মাত্র এক বছর আগে বিধানসভা নির্বাচনে খাতাই খুলতে পারেনি লাল ঝান্ডাধারীরা ৷ এই পরিস্থিতিতে বালিগঞ্জ উপনির্বাচনের এই ফলাফল বামেদের নিশ্চিতভাবেই অক্সিজেন জোগাবে ৷ বাম-কংগ্রেসের জোট হলে বালিগঞ্জে লড়াইটা আরও জোরদার হত বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : উপনির্বাচনে জয় তৃণমূলের কাছে নববর্ষের উপহার, টুইট মমতার

অন্যদিকে 2021 বিধানসভা নির্বাচনের সময় থেকে বিজেপির গ্রাফ যে নিম্নমুখী, বালিগঞ্জ উপনির্বাচন তাতে আরও বেশি করে সিলমোহর দিল ৷ শুধু তৃতীয় স্থানে থাকা নয়, বামেদের সঙ্গে গেরুয়া শিবিরের ব্যবধানও বিস্তর ৷ ফলাফলের প্রাথমিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, সংখ্যালঘু ভোট তো নয়ই, হিন্দুু ভোটও বিজেপির ঝুলিতে যায়নি ৷ পাশাপাশি বামেদের ভোট নিজেদের কাছে ফিরে যাওয়ায় আরও বিপন্ন হয়েছে গেরুয়া শিবিরের চেহারা ৷ এখন দেখার, এই উপনির্বাচনের ফল আগামিদিনে রাজ্য-রাজনীতিতে কোনও ইঙ্গিত বহন করে কি না ৷

Last Updated : Apr 16, 2022, 2:10 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.