ETV Bharat / city

Tathagata Roy on Mamata Banerjee : মমতা কোনওদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না, বলছেন তথাগত

ত্রিপুরার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা নিয়ে বলেতে গিয়ে তথাগত বলেন, "তৃণমূল আইনের কথা বলছে, ওদের লজ্জা হওয়া উচিৎ ৷ ওরা শুধু চিৎকার করতেই পারে ৷ বাংলায় নির্বাচন পরবর্তী হিংসায় শতাধিক বিজেপি কর্মী প্রাণ হারিয়েছেন ৷ ত্রিপুরায় কোনও তৃণমূল কর্মীর মৃত্য়ুর খবর শুনেছেন ? ক্ষমতায় আসার লোভে ওরা সর্বত্র অশান্তি করছে ৷"

Tathagata on Mamata
মমতা কোনওদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না, মত তথাগতর
author img

By

Published : Nov 23, 2021, 10:57 PM IST

কলকাতা, 23 নভেম্বর : বাংলায় হ্য়াটট্রিক করে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) চোখ এখন অবশিষ্ট ভারতে ৷ সেই লক্ষ্য়ে ত্রিপুরা, গোয়াকে স্টেপিং স্টোন হিসেবে ব্য়বহার করছেন বাংলার মুখ্য়মন্ত্রী ৷ আপাতত চারদিনের দিল্লি সফরে বাংলার অগ্নিকন্য়া ৷ বুধবার সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে ৷ কিন্তু মমতা যতই নয়াদিল্লির মসনদে বসার ঘুঁটি সাজান না কেন, তাঁর পক্ষে দেশের প্রধানমন্ত্রী হওয়া কোনওদিন সম্ভব নয় ৷ জানালেন ত্রিপুরা এবং মেঘালয়ের প্রাক্তন রাজ্য়পাল তথা বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy) ৷

সংবাদসংস্থা এএনআই'কে তথাগত বাবু বলেছেন, "বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেই পারেন কিন্তু তিনি কোনওদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না (Tathagata Roy says Mamata Banerjee can hope but wont become PM) ৷ জনতা তাঁকে বিশ্বাস করে না ৷ এই যুক্ত ফ্রন্ট কোনওদিন কাজে আসবে না ৷ নরেন্দ্র মোদি আবারও বিপুল সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবেন ৷"

ত্রিপুরার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা নিয়ে বলেতে গিয়ে তথাগত বলেন, "তৃণমূল আইনের কথা বলছে, ওদের লজ্জা হওয়া উচিৎ ৷ ওরা শুধু চিৎকার করতেই পারে ৷ বাংলায় নির্বাচন পরবর্তী হিংসায় শতাধিক বিজেপি কর্মী প্রাণ হারিয়েছেন ৷ ত্রিপুরায় কোনও তৃণমূল কর্মীর মৃত্য়ুর খবর শুনেছেন ? ক্ষমতায় আসার লোভে ওরা সর্বত্র অশান্তি করছে ৷"

আরও পড়ুন : Tathagata Roy : আপাতত বঙ্গ বিজেপি বিদায়, তথাগতর টুইট ঘিরে ধোঁয়াশা, পাল্টা কটাক্ষ কুণালের

আর বুধবার বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি ইস্য়ুতে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার বৈঠক নিয়ে তথাগত জানান, সংবিধান বলে বিএসএফ কেন্দ্রীয় সরকারের বিচার্য বিষয় ৷ তাই ওটা কেন্দ্রীয় সরকারের হাতে ছেড়ে দেওয়াই বাঞ্ছনীয় ৷

কলকাতা, 23 নভেম্বর : বাংলায় হ্য়াটট্রিক করে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) চোখ এখন অবশিষ্ট ভারতে ৷ সেই লক্ষ্য়ে ত্রিপুরা, গোয়াকে স্টেপিং স্টোন হিসেবে ব্য়বহার করছেন বাংলার মুখ্য়মন্ত্রী ৷ আপাতত চারদিনের দিল্লি সফরে বাংলার অগ্নিকন্য়া ৷ বুধবার সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে ৷ কিন্তু মমতা যতই নয়াদিল্লির মসনদে বসার ঘুঁটি সাজান না কেন, তাঁর পক্ষে দেশের প্রধানমন্ত্রী হওয়া কোনওদিন সম্ভব নয় ৷ জানালেন ত্রিপুরা এবং মেঘালয়ের প্রাক্তন রাজ্য়পাল তথা বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy) ৷

সংবাদসংস্থা এএনআই'কে তথাগত বাবু বলেছেন, "বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেই পারেন কিন্তু তিনি কোনওদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না (Tathagata Roy says Mamata Banerjee can hope but wont become PM) ৷ জনতা তাঁকে বিশ্বাস করে না ৷ এই যুক্ত ফ্রন্ট কোনওদিন কাজে আসবে না ৷ নরেন্দ্র মোদি আবারও বিপুল সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবেন ৷"

ত্রিপুরার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা নিয়ে বলেতে গিয়ে তথাগত বলেন, "তৃণমূল আইনের কথা বলছে, ওদের লজ্জা হওয়া উচিৎ ৷ ওরা শুধু চিৎকার করতেই পারে ৷ বাংলায় নির্বাচন পরবর্তী হিংসায় শতাধিক বিজেপি কর্মী প্রাণ হারিয়েছেন ৷ ত্রিপুরায় কোনও তৃণমূল কর্মীর মৃত্য়ুর খবর শুনেছেন ? ক্ষমতায় আসার লোভে ওরা সর্বত্র অশান্তি করছে ৷"

আরও পড়ুন : Tathagata Roy : আপাতত বঙ্গ বিজেপি বিদায়, তথাগতর টুইট ঘিরে ধোঁয়াশা, পাল্টা কটাক্ষ কুণালের

আর বুধবার বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি ইস্য়ুতে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার বৈঠক নিয়ে তথাগত জানান, সংবিধান বলে বিএসএফ কেন্দ্রীয় সরকারের বিচার্য বিষয় ৷ তাই ওটা কেন্দ্রীয় সরকারের হাতে ছেড়ে দেওয়াই বাঞ্ছনীয় ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.