কলকাতা, 20 ডিসেম্বর: শনিবার মেদিনীপুরের জনসভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে শুধু 9 জন বিধায়ক এবং একজন সাংসদই নয়, বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের একঝাঁক সংখ্যালঘু নেতাও ৷ যাঁদের মধ্যে অন্যতম হলেন তৃণমূলের প্রাক্তন সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম । এছাড়াও ইদাউল হক, আলমগীর মোল্লা এবং ফিরোজ খানের মতো আরও কিছু তৃণমূলের সংখ্যালঘু নেতা শনিবার যোগদান করেন বিজেপিতে । এদের মধ্যে অনেকেই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে জমি আন্দোলনের সময় ছিলেন অধিকারীদের সবসময়ের সঙ্গী ।
তৃণমূলের প্রাক্তন এই সংখ্যালঘু নেতাদের শনিবার গেরুয়া শিবিরে যোগদানের পর একটাই প্রশ্ন ভাসছে রাজ্যের রাজনৈতিক মহলে, তাহলে কি দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের সংখ্যাগুরু ভোট ছাড়াও সংখ্যালঘু ভোটের কিছুটা অংশও যাবে গেরুয়া শিবিরে ? অধিকারী পরিবারের প্রভাবে !
এমনিতেই আসাউদ্দিন ওয়াসির মিমের আসন্ন বঙ্গ-নির্বাচনে অংশ নেওয়া নিয়ে জল্পনা- সংখ্যালঘু ভোট ভাগ করে আদতে মিম সুবিধা করে দেবে বিজেপিরই । এর পর যদি অধিকারী-"কল্যাণে" সংখ্যালঘু ভোটের একটা অল্প অংশও বিজেপির দিকে যায়, তাহলে আগামী নির্বাচনে তৃণমূলের চিন্তার যথেষ্ট কারণ রয়েছে । সংখ্যাতত্ত্ব অনুযায়ী দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের অন্তত 35টি বিধানসভা আসনে মুসলিম ভোটাররা নির্ণায়ক হতে পারে ।
আরও পড়ুন: শুভেন্দুময় অমিত-সভা, 'তোলাবাজ ভাইপো' হটিয়ে বাংলা বদলের ডাক
নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকেই পূর্ব মেদিনীপুরের সংখ্যালঘু ভোটারদের মধ্যে বিশেষ প্রভাব তৈরি করতে সক্ষম হন শুভেন্দু অধিকারী । এমনও হয়, যে ওই অঞ্চলের কোনও কোনও মুসলমান পরিবারে নবজাতকের নামকরণ করা হয় শেখ শুভেন্দু । অপরদিকে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জঙ্গলমহলে 2011-র পর শান্তি প্রক্রিয়ার সময় শুভেন্দু অধিকারীই হয়ে ওঠেন তৃণমূল কংগ্রেসের মুখ । সেই সময় পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বেশ কিছু সংখ্যালঘু ভোটারদের মধ্যে শুভেন্দু অধিকারী একটা নিজস্ব প্রভাব সৃষ্টি করতে সক্ষম হন ।
2019-এর লোকসভা নির্বাচনের ফলের নিরিখে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের প্রায় সব বিধানসভাই তৃণমূলের হাতের বাইরে চলে যায় । এরপর যদি পূর্ব মেদিনীপুরের অধিকাংশ সংখ্যাগুরু ভোট এবং কিছু অংশের সংখ্যালঘু ভোট অধিকারীদের "কল্যাণে" বিজেপিতে যায়, তাহলে 2021-এর নির্বাচনে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে গেরুয়া শিবিরের ফলাফল অভূতপূর্ব হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একটি অংশ ।
আরও পড়ুন : মেদিনীপুরের ময়দানেই গেরুয়া শুভেন্দুর নব-উত্থান
নাম প্রকাশে অনিচ্ছুক নিখিল বঙ্গ সুন্নাত আল জামায়েতের এক কর্ণধারের মতে, তিন তালাক প্রথার উপর সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই সংখ্যালঘু মহিলা ভোটারদের একাংশ ইতিমধ্যেই ঝুঁকেছে বিজেপির দিকে । "এটা হয়েছে সারা দেশেই ৷ পশ্চিমবঙ্গও এর বাইরে নয় । এছাড়া শিক্ষিত সংখ্যালঘু শ্রেণির একাংশ মনে করছে, বিগত প্রায় দশ বছরের তৃণমূলের শাসনে যতটা না মুসলমান সমাজের প্রকৃত উন্নতি হয়েছে, তাঁর চেয়েও বেশি হয়েছে তাঁদের নিয়ে রাজনীতি । সব মিলিয়ে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বেশ জটিল ৷"