ETV Bharat / city

প্রবেশিকা পরীক্ষার আবেদন ফি ফেরতের দাবিতে বিক্ষোভ প্রেসিডেন্সিতে

আবেদনকারীদের কাছ থেকে 500 টাকা করে নেওয়া হয়েছে ৷ অথচ ছয়মাস পরও প্রেসিডেন্সিতে হয়নি প্রবেশিকা পরীক্ষা ৷ টাকা ফেরতের দাবিতে আজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের বাইরে বিক্ষোভ দেখালেন প্রেসিডেন্সির ছাত্র সংগঠন IC-র সদস্যরা।

students protesting in presidency
ফি ফেরতের দাবিতে বিক্ষোভ প্রেসিডেন্সিতে
author img

By

Published : Nov 27, 2020, 4:43 PM IST

কলকাতা, 27 নভেম্বর: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা হয়নি। অথচ প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী বিপুল সংখ্যক পড়ুয়া 500 টাকা করে ফি জমা দিয়েছিলেন। সেই আবেদন ফি-এর টাকা পড়ুয়াদের ফিরিয়ে দেওয়া হোক, প্রথম থেকেই এই দাবি জানিয়ে আসছিলেন প্রেসিডেন্সির বর্তমান পড়ুয়ারা। কর্তৃপক্ষ ও WBJEEB-র তরফে বহুবার আশ্বাস দেওয়া হলেও ছয়মাস কেটে যাওয়ার পরও আবেদনকারী ছাত্র-ছাত্রীদের টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চালু করা হয়নি। এই অভিযোগে ও কয়েক দফা দাবি তুলে আজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের বাইরে বিক্ষোভ দেখালেন ছাত্র সংগঠন IC-র সদস্যরা।

প্রতি বছর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সগুলিতে পড়ুয়া ভরতির জন্য প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করে রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড (WBJEEB)। PUBDET ও PUMDET নামের এই দুটি পরীক্ষার জন্য চলতি বছর আবেদন গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ করেছিল বোর্ড। কিন্তু, কোরোনা পরিস্থিতিতে বাতিল হয়ে যায় দুটি পরীক্ষাই। মেধার ভিত্তিতে পড়ুয়া ভরতি নেওয়া হয় স্নাতক ও স্নাতকোত্তর কোর্সগুলিতে। মেধার ভিত্তিতে পড়ুয়া ভরতির জন্য নতুন করে আবেদন করতে হয়। তার জন্য কোনও আবেদন ফি দিতে হয় না তাঁদের। কিন্তু, প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করার আবেদনের জন্য প্রত্যেক পড়ুয়াকে 500 টাকা করে ফি দিতে হয়েছিল। প্রবেশিকা পরীক্ষা যেখানে বাতিল করা হয়েছে সেখানে আবেদনকারীদের ফি-এর টাকাও ফিরিয়ে দিতে হবে। এই দাবিতে বহুদিন ধরেই সরব প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের SFI পরিচালিত ছাত্র সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের আর এক ছাত্র সংগঠন IC-র সদস্যরা।

কিন্তু প্রবেশিকা পরীক্ষা বাতিলের ছয় মাস পার হয়ে গেছে। এখনও পর্যন্ত বিপুল সংখ্যক পড়ুয়াদের থেকে 500 টাকা করে নেওয়া অর্থ তাদের ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়নি। তাই আজ দুপুরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের বাইরে বিক্ষোভ দেখান IC-র সদস্যরা। তাঁদের বক্তব্য, কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও টাকা ফেরতের বিষয়ে তারা কোনওরকম উদ্যোগ নেয়নি। তাদের দাবি, অবিলম্বে বাতিল হওয়া প্রবেশিকা পরীক্ষার আবেদন ফি সকল আবেদনকারী পড়ুয়াদের দ্রুত ফেরত দেওয়া। পড়ুয়াদের দাবি, ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করার পাশাপাশি ফোন নম্বর, ই-মেলে সকল পড়ুয়াকে টাকা ফেরত পাওয়ার পদ্ধতি সম্পর্কে জানাতে হবে কর্তৃপক্ষকে ।

কলকাতা, 27 নভেম্বর: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা হয়নি। অথচ প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী বিপুল সংখ্যক পড়ুয়া 500 টাকা করে ফি জমা দিয়েছিলেন। সেই আবেদন ফি-এর টাকা পড়ুয়াদের ফিরিয়ে দেওয়া হোক, প্রথম থেকেই এই দাবি জানিয়ে আসছিলেন প্রেসিডেন্সির বর্তমান পড়ুয়ারা। কর্তৃপক্ষ ও WBJEEB-র তরফে বহুবার আশ্বাস দেওয়া হলেও ছয়মাস কেটে যাওয়ার পরও আবেদনকারী ছাত্র-ছাত্রীদের টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চালু করা হয়নি। এই অভিযোগে ও কয়েক দফা দাবি তুলে আজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের বাইরে বিক্ষোভ দেখালেন ছাত্র সংগঠন IC-র সদস্যরা।

প্রতি বছর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সগুলিতে পড়ুয়া ভরতির জন্য প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করে রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড (WBJEEB)। PUBDET ও PUMDET নামের এই দুটি পরীক্ষার জন্য চলতি বছর আবেদন গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ করেছিল বোর্ড। কিন্তু, কোরোনা পরিস্থিতিতে বাতিল হয়ে যায় দুটি পরীক্ষাই। মেধার ভিত্তিতে পড়ুয়া ভরতি নেওয়া হয় স্নাতক ও স্নাতকোত্তর কোর্সগুলিতে। মেধার ভিত্তিতে পড়ুয়া ভরতির জন্য নতুন করে আবেদন করতে হয়। তার জন্য কোনও আবেদন ফি দিতে হয় না তাঁদের। কিন্তু, প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করার আবেদনের জন্য প্রত্যেক পড়ুয়াকে 500 টাকা করে ফি দিতে হয়েছিল। প্রবেশিকা পরীক্ষা যেখানে বাতিল করা হয়েছে সেখানে আবেদনকারীদের ফি-এর টাকাও ফিরিয়ে দিতে হবে। এই দাবিতে বহুদিন ধরেই সরব প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের SFI পরিচালিত ছাত্র সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের আর এক ছাত্র সংগঠন IC-র সদস্যরা।

কিন্তু প্রবেশিকা পরীক্ষা বাতিলের ছয় মাস পার হয়ে গেছে। এখনও পর্যন্ত বিপুল সংখ্যক পড়ুয়াদের থেকে 500 টাকা করে নেওয়া অর্থ তাদের ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়নি। তাই আজ দুপুরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের বাইরে বিক্ষোভ দেখান IC-র সদস্যরা। তাঁদের বক্তব্য, কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও টাকা ফেরতের বিষয়ে তারা কোনওরকম উদ্যোগ নেয়নি। তাদের দাবি, অবিলম্বে বাতিল হওয়া প্রবেশিকা পরীক্ষার আবেদন ফি সকল আবেদনকারী পড়ুয়াদের দ্রুত ফেরত দেওয়া। পড়ুয়াদের দাবি, ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করার পাশাপাশি ফোন নম্বর, ই-মেলে সকল পড়ুয়াকে টাকা ফেরত পাওয়ার পদ্ধতি সম্পর্কে জানাতে হবে কর্তৃপক্ষকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.