ETV Bharat / city

চাকরি চাই, না হলে মৃত্যু; বলছেন SSC চাকরিপ্রার্থী - five member committee

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তৈরি কমিটির কাছে জমা দেওয়ার জন্য অভিযোগপত্র তৈরি। সবুজ সংকেত পেলেই তা জমা করা হবে। তবে শিক্ষামন্ত্রীর কথা মতো অভিযোগ জমা পড়ার 15 দিনের মধ্যে কমিটি অনশনরত SSC চাকরিপ্রার্থীদের উত্তর দেবে। সেক্ষেত্রে SSC ছাত্র-যুব অধিকার মঞ্চের সভাপতি ইনসান আলির বক্তব্য, 15 দিন সময় লাগলে 15 দিনই তাঁরা অনশন চালিয়ে যাবেন।

অনশনরত SSC চাকরিপ্রার্থী
author img

By

Published : Mar 24, 2019, 11:12 PM IST

Updated : Mar 24, 2019, 11:34 PM IST

কলকাতা, 24 মার্চ : শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তৈরি পাঁচ সদস্যের কমিটির কাছে জমা দেওয়ার জন্য অভিযোগপত্র তৈরি করে ফেলেছেন অনশনরত SSC চাকরিপ্রার্থীরা। এখন শুধু অপেক্ষা সবুজ সংকেতের। সবুজ সংকেত পেলেই তা জমা দিতে যাবেন তাঁরা। ফের একবার নিজেদের সমস্যার কথা তুলে ধরবেন তাঁরা। পাশাপাশি শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, অভিযোগ জমা দেওয়ার 15 দিনের মধ্যে অনশনকারীদের উত্তর দেবে কমিটি। তবে শিক্ষামন্ত্রী যেহেতু নিজের সদিচ্ছায় এই কমিটি গঠন করেছেন তাই কমিটির কাছ থেকে সদুত্তর পাওয়া যাবে বলে আশাবাদী অনশনকারীরা।

অন্যদিকে SSC যুব ছাত্র অধিকার মঞ্চের সভাপতি ইনসান আলি জানান, যদি উত্তর আসতে 15 দিনই সময় লাগে তাহলে 15 দিনই তাঁরা অনশন চালিয়ে যাবেন।


শিক্ষামন্ত্রীর তৈরি পাঁচ সদস্যের কমিটির কাছে কবে অভিযোগ জমা দেবেন? ইনসান বলেন, "অভিযোগপত্র আপাতত রেডি। শুধু সবুজ সংকেতের আশায় আছি। যেদিন যেতে বলবেন সেদিন গিয়ে আমাদের দাবি-দাওয়াগুলো ওঁদের সামনে তুলে ধরব। ওঁরা বলেছিলেন দু'দিন। আমরা হয়তো মঙ্গলবার বা বুধবার জমা দেব।"

ভিডিয়োয় শুনুন ইনসান আলির বক্তব্য

উত্তর আসতে যদি 15 দিন সময় লাগে তাহলে কি 15 দিনই অনশন চালিয়ে যাবেন? এবিষয়ে ইনসান বলেন, "আমাদের দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত। যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে লিখিত সবুজ সংকেত আসছে, ততদিন আমরা থাকব। কারণ, মুখের কথায় আমরা আর বিশ্বাস করতে চাই না। এর আগে বহুবার মুখের কথায় বিশ্বাস করেছি। প্রতারিত হয়েছি। তাই আমরা মুখের কথায় আর বিশ্বাস করব না। তাতে আমাদের মৃত্যু হয় হবে। তার জন্য সরকার দায়ি থাকবে।"

অনশনের আজ 25তম দিন। আজকের পরিস্থিতি নিয়ে ইনসান আলি বলেন, "পরিস্থিতি আগের দিনের মতোই। আজকেও একজন অসুস্থবোধ করায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি কালকেও অসুস্থ হয়ে গেছিলেন। আজ আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছিল। আমরা তো আমরণ অনশন চালিয়ে যাচ্ছি। এখানে মেডিকেল টিম আসছে, তারা অসুস্থদের প্রাথমিক চিকিৎসা করছে।"

এখনও পর্যন্ত মোট 78 জন অসুস্থ হয়ে পড়েছেন।আগামীকাল SSC চাকরিপ্রার্থীদের অনশন 26 দিনে পা দেবে‌। রাজ‍্যের মুখ‍্যমন্ত্রীর ২৬ দিনের অনশনের রেকর্ড রয়েছে। তবে সেই রেকর্ড অনশনরত SSC চাকরিপ্রার্থীরা ভেঙে দেবেন, মনে করছেন অনেকে। এই বিষয়ে অবশ্য ইনসান আলি বলেন, "আমরা কারও রেকর্ড ভাঙতে এখানে আসিনি। এটা আমাদের SSC ছাত্র-যুব অধিকার মঞ্চ। আমাদের দাবি-দাওয়া তুলে ধরতে এসেছি। বিগত ছয় বছর ধরে শিক্ষক নিয়োগ হয়নি। 2016 পরীক্ষা হওয়ার পর থেকে আমরা বঞ্চিত। বিভিন্ন দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। এমন কী সুপ্রিমোর বাড়িও গেছিলাম। কিন্তু, কোনও ইতিবাচক খবর পায়নি। তাই 28 ফেব্রুয়ারি থেকে আমরা রাস্তায় নেমেছি। আমাদের চাকরির দাবি ন্যায্য। যাঁরা বারবার আমাদের অকৃতকার্য বলছেন তাঁদের বলি, আমরা অকৃতকার্য নই। আমরা কৃতকার্য। এই মুহূর্তে চাইছি যে আমাদের দাবিগুলো সরকার যেন মেনে নেয়‌। আমরা আপাতত চাকরি চাই, না হলে মৃত্যু।"

কলকাতা, 24 মার্চ : শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তৈরি পাঁচ সদস্যের কমিটির কাছে জমা দেওয়ার জন্য অভিযোগপত্র তৈরি করে ফেলেছেন অনশনরত SSC চাকরিপ্রার্থীরা। এখন শুধু অপেক্ষা সবুজ সংকেতের। সবুজ সংকেত পেলেই তা জমা দিতে যাবেন তাঁরা। ফের একবার নিজেদের সমস্যার কথা তুলে ধরবেন তাঁরা। পাশাপাশি শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, অভিযোগ জমা দেওয়ার 15 দিনের মধ্যে অনশনকারীদের উত্তর দেবে কমিটি। তবে শিক্ষামন্ত্রী যেহেতু নিজের সদিচ্ছায় এই কমিটি গঠন করেছেন তাই কমিটির কাছ থেকে সদুত্তর পাওয়া যাবে বলে আশাবাদী অনশনকারীরা।

অন্যদিকে SSC যুব ছাত্র অধিকার মঞ্চের সভাপতি ইনসান আলি জানান, যদি উত্তর আসতে 15 দিনই সময় লাগে তাহলে 15 দিনই তাঁরা অনশন চালিয়ে যাবেন।


শিক্ষামন্ত্রীর তৈরি পাঁচ সদস্যের কমিটির কাছে কবে অভিযোগ জমা দেবেন? ইনসান বলেন, "অভিযোগপত্র আপাতত রেডি। শুধু সবুজ সংকেতের আশায় আছি। যেদিন যেতে বলবেন সেদিন গিয়ে আমাদের দাবি-দাওয়াগুলো ওঁদের সামনে তুলে ধরব। ওঁরা বলেছিলেন দু'দিন। আমরা হয়তো মঙ্গলবার বা বুধবার জমা দেব।"

ভিডিয়োয় শুনুন ইনসান আলির বক্তব্য

উত্তর আসতে যদি 15 দিন সময় লাগে তাহলে কি 15 দিনই অনশন চালিয়ে যাবেন? এবিষয়ে ইনসান বলেন, "আমাদের দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত। যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে লিখিত সবুজ সংকেত আসছে, ততদিন আমরা থাকব। কারণ, মুখের কথায় আমরা আর বিশ্বাস করতে চাই না। এর আগে বহুবার মুখের কথায় বিশ্বাস করেছি। প্রতারিত হয়েছি। তাই আমরা মুখের কথায় আর বিশ্বাস করব না। তাতে আমাদের মৃত্যু হয় হবে। তার জন্য সরকার দায়ি থাকবে।"

অনশনের আজ 25তম দিন। আজকের পরিস্থিতি নিয়ে ইনসান আলি বলেন, "পরিস্থিতি আগের দিনের মতোই। আজকেও একজন অসুস্থবোধ করায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি কালকেও অসুস্থ হয়ে গেছিলেন। আজ আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছিল। আমরা তো আমরণ অনশন চালিয়ে যাচ্ছি। এখানে মেডিকেল টিম আসছে, তারা অসুস্থদের প্রাথমিক চিকিৎসা করছে।"

এখনও পর্যন্ত মোট 78 জন অসুস্থ হয়ে পড়েছেন।আগামীকাল SSC চাকরিপ্রার্থীদের অনশন 26 দিনে পা দেবে‌। রাজ‍্যের মুখ‍্যমন্ত্রীর ২৬ দিনের অনশনের রেকর্ড রয়েছে। তবে সেই রেকর্ড অনশনরত SSC চাকরিপ্রার্থীরা ভেঙে দেবেন, মনে করছেন অনেকে। এই বিষয়ে অবশ্য ইনসান আলি বলেন, "আমরা কারও রেকর্ড ভাঙতে এখানে আসিনি। এটা আমাদের SSC ছাত্র-যুব অধিকার মঞ্চ। আমাদের দাবি-দাওয়া তুলে ধরতে এসেছি। বিগত ছয় বছর ধরে শিক্ষক নিয়োগ হয়নি। 2016 পরীক্ষা হওয়ার পর থেকে আমরা বঞ্চিত। বিভিন্ন দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। এমন কী সুপ্রিমোর বাড়িও গেছিলাম। কিন্তু, কোনও ইতিবাচক খবর পায়নি। তাই 28 ফেব্রুয়ারি থেকে আমরা রাস্তায় নেমেছি। আমাদের চাকরির দাবি ন্যায্য। যাঁরা বারবার আমাদের অকৃতকার্য বলছেন তাঁদের বলি, আমরা অকৃতকার্য নই। আমরা কৃতকার্য। এই মুহূর্তে চাইছি যে আমাদের দাবিগুলো সরকার যেন মেনে নেয়‌। আমরা আপাতত চাকরি চাই, না হলে মৃত্যু।"

Intro:কলকাতা, ২৫ মার্চ: শিক্ষামন্ত্রীর তৈরি পাঁচ সদস‍্যের কমিটির কাছে জমা দেওয়ার জন‍্য অভিযোগ প্রস্তুত হয়ে গেছে অনশনরত SSC চাকরিপ্রার্থীদের। এবার সবুজ সংকেত পেলেই তা জমা দিতে যাবেন তাঁরা। ফের একবার নিজেদের সমস‍্যার কথা তুলে ধরবেন তাঁরা। পাশাপাশি, শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, অভিযোগ জমা দেওয়ার ১৫ দিনের মধ্যে অনশনকারীদের উত্তর দেবে কমিটি। যদি উত্তর আসতে ১৫ দিনই সময় লাগে তাহলে ১৫ দিনই তাঁরা অনশন চালিয়ে যাবেন বলে জানাচ্ছেন SSC যুব ছাত্র অধিকার মঞ্চের সভাপতি ইনসান আলি।


Body:শিক্ষামন্ত্রীর গড়ে দেওয়া কমিটির কাছে কবে অভিযোগ জমা দেবেন? উত্তরে ইনসান আলি বলেন, "অভিযোগপত্র আপাতত রেডি। শুধু সবুজ সংকেতের আশায় আছি। যেদিন ওনারা যেতে বলবেন সেদিন গিয়ে আমাদের দাবিদাওয়াগুলো ওনাদের সামনে তুলে ধরব। ওনারা বলেছিলেন দু'দিন। আমরা হয়তো মঙ্গলবার বা বুধবার জমা দেব।" শিক্ষামন্ত্রী যেহেতু নিজের সদিচ্ছায় এই কমিটি গঠন করে দিয়েছেন তাই কমিটির কাছ থেকে সদুত্তর পাওয়া যাবে বলে আশাবাদী অনশনকারীরা। এ ছাড়া, শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, অভিযোগ জমা দেওয়ার পর ১৫ দিনের মধ্যে উত্তর দেবে কমিটি। উত্তর আসতে যদি ১৫ দিন সময় লাগে তাহলে কি ১৫ দিনই অনশন চালিয়ে যাবেন? ইনসান আলি বলেন, "আমাদের দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত, যতক্ষন না পর্যন্ত আমাদের কাছে লিখিত সবুজ সংকেত আসছে, ততদিন তো আমরা থাকবই। কারণ, মুখের কথায় আমরা আর বিশ্বাস করতে চাই না। এর আগে বহুবার মুখের কথায় বিশ্বাস করেছি। সেক্ষেত্রে আমরা আর মুখের কথায় বিশ্বাসের জায়গায় থাকছিই না। বহুবার আমরা মুখের কথায় প্রতারিত হয়েছি। তাই আমরা মুখের কথায় আর বিশ্বাস করব না। তাতে আমাদের মৃত্যু হয় হবে। তার জন্য সরকার দায়ী থাকবে।"



অনশনের ২৫তম দিনের পরিস্থিতি নিয়ে ইনসান আলি বলেন, "আজকের পরিস্থিতি আগের দিনের মতোই। আজকে একজনের অসুস্থবোধ হওয়ায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। সে কালকেও অসুস্থ হয়ে গেছিল। আজ আবার গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছিল। আমরা তো আমরণ অনশন চালিয়ে যাচ্ছি। প্রাথমিকভাবে যাঁরা অসুস্থ হচ্ছেন এখানে বিভিন্ন রকম মেডিক্যালের টিম আসছে, তাঁরা ওদের চিকিৎসা করছেন।" অনশনকারীরা জানাচ্ছেন, এখনও পর্যন্ত মোট ৭৮ জন অসুস্থ হয়ে গেছেন তাঁদের মধ্যে।

আগামীকাল SSC চাকরিপ্রার্থীদের অনশন ২৬ দিনে পা দেবে‌। রাজ‍্যের মুখ‍্যমন্ত্রীর ২৬ দিনের অনশনের রেকর্ড সেক্ষেত্রে SSC চাকরিপ্রার্থীরা ভেঙ্গে দেবেন বলে অনেকের মত‌। সেবিষয়ে ইনসান আলি বলেন, "আমরা কারও এখানে রেকর্ড ভাঙতে আসিনি। এটা আমাদের SSC ছাত্র যুব অধিকার মঞ্চ। আমাদের যে দাবিদাওয়া সেটা তুলে ধরতে এসেছি। বিগত ছয় বছর ধরে শিক্ষক নিয়োগ হয়নি। ২০১৬ সালে পরীক্ষা হওয়ার পর থেকে আমরা বঞ্চিত। বিভিন্ন রকম দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। এমনকি সুপ্রিমোর বাড়িও গেছিলাম। কিন্তু, আমরা কোনও ইতিবাচক খবর পায়নি। তাই ২৮ ফেব্রুয়ারি থেকে আমরা রাস্তায় নেমেছি যে, আমাদের দাবি শিক্ষকের চাকরি পাওয়ার ন‍্যায‍্য দাবি। বার বার যারা বলছেন আমরা অকৃতকার্য, আমরা অকৃতকার্য নই। আমরা কৃতকার্য। এই মুহূর্তে চাইছি যে, আমাদের দাবিদাওয়াগুলো সরকার যেন মেনে নেয়‌। আমরা আপাতত চাকরি চাই, নাহলে মৃত্যু।"


Conclusion:
Last Updated : Mar 24, 2019, 11:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.