ETV Bharat / city

আমার শহরকে এভাবে দেখব ভাবিনি : সৌরভ

author img

By

Published : Mar 25, 2020, 9:02 AM IST

Updated : Mar 25, 2020, 2:46 PM IST

কোরোনা ভাইরাসের প্রকোপ নিয়ে উদ্বিগ্ন সৌরভ গাঙ্গুলি ৷ তিনি জানালেন, কলকাতাকে এভাবে কোনওদিন দেখেননি ৷ তবে অবস্থা দ্রুত বদলাবে ও পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি ৷

sourav on corona virus effected Kolkata
সৌরভ

কলকাতা, 25 মার্চ : "নিজের শহরকে এভাবে দেখব কখনও ভাবিনি ।" নিজের শহর কলকাতাকে ঘিরে এভাবেই উৎকণ্ঠা, মন্দ লাগা তুলে ধরেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । এই শহর থেকে তাঁর যাবতীয় উত্থান । তিলোত্তমাকে ঘিরে তাঁর বাড়তি আবেগ, নতুন বিষয় নয় । কোরোনা ভাইরাস আতঙ্ক গ্রাস করছে কলকাতাকে । চেনা কলকাতার অচেনা দিনযাপনে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট চিন্তিত । তবে আশার কথাও শুনিয়েছেন ।

সৌরভের কথায়, "অবস্থা দ্রুত বদলাবে এবং ভালো হবে ।" কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী আগামী 21 দিন সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন । সৌরভও বেশ কয়েকদিন আগে থেকেই অন্তরালে । পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন তিনি ৷ সেটা যে করোনা ভাইরাসের ছড়িয়ে পড়ার কারণে তা বলাই বাহুল্য ।

কোরোনা ভাইরাসের কারণে খেলার দুনিয়া স্তব্ধ । একবছর পিছিয়ে গেছে অলিম্পিক‌ । ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলিদের ওয়ান ডে সিরিজ় বাতিল হয়েছে । চলতি মাসের 29 তারিখ থেকে IPL শুরু হওয়ার কথা থাকলেও তা 15 এপ্রিল পর্যন্ত বাতিল । বছরভর ঠাসা ক্রিকেট সূচি । 15 দিন পিছিয়ে যাওয়ার ধাক্কা কীভাবে পূরণ হবে তা জানাননি সৌরভ । IPL-এ হয়ত খেলার সংখ্যা কমিয়ে আয়োজনের চেষ্টার ইঙ্গিত দিয়েছেন । তবে কতগুলো খেলা কমবে তা বলেননি ।

দেখুন ভিডিয়ো

কলকাতা, 25 মার্চ : "নিজের শহরকে এভাবে দেখব কখনও ভাবিনি ।" নিজের শহর কলকাতাকে ঘিরে এভাবেই উৎকণ্ঠা, মন্দ লাগা তুলে ধরেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । এই শহর থেকে তাঁর যাবতীয় উত্থান । তিলোত্তমাকে ঘিরে তাঁর বাড়তি আবেগ, নতুন বিষয় নয় । কোরোনা ভাইরাস আতঙ্ক গ্রাস করছে কলকাতাকে । চেনা কলকাতার অচেনা দিনযাপনে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট চিন্তিত । তবে আশার কথাও শুনিয়েছেন ।

সৌরভের কথায়, "অবস্থা দ্রুত বদলাবে এবং ভালো হবে ।" কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী আগামী 21 দিন সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন । সৌরভও বেশ কয়েকদিন আগে থেকেই অন্তরালে । পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন তিনি ৷ সেটা যে করোনা ভাইরাসের ছড়িয়ে পড়ার কারণে তা বলাই বাহুল্য ।

কোরোনা ভাইরাসের কারণে খেলার দুনিয়া স্তব্ধ । একবছর পিছিয়ে গেছে অলিম্পিক‌ । ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলিদের ওয়ান ডে সিরিজ় বাতিল হয়েছে । চলতি মাসের 29 তারিখ থেকে IPL শুরু হওয়ার কথা থাকলেও তা 15 এপ্রিল পর্যন্ত বাতিল । বছরভর ঠাসা ক্রিকেট সূচি । 15 দিন পিছিয়ে যাওয়ার ধাক্কা কীভাবে পূরণ হবে তা জানাননি সৌরভ । IPL-এ হয়ত খেলার সংখ্যা কমিয়ে আয়োজনের চেষ্টার ইঙ্গিত দিয়েছেন । তবে কতগুলো খেলা কমবে তা বলেননি ।

দেখুন ভিডিয়ো
Last Updated : Mar 25, 2020, 2:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.