ETV Bharat / city

Rujira Banerjeee: 30 সেপ্টেম্বর অভিষেকের স্ত্রী রুজিরাকে সমন দিল্লি আদালতের - রুজিরা বন্দ্যোপাধ্য়ায়

ভবানীপুর ভোটের দিনেই অভিষেক পত্নীকে তলব করল দিল্লি পাতিয়ালা হাউজ কোর্ট ৷ 30 সেপ্টম্বর ভবানীপুর উপনির্বাচনের প্রার্থী তূণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর বিরুদ্ধে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করেছে বিজেপি ৷

Rujira Banerjeee
30 সেপ্টেম্বর অভিষেকের স্ত্রী রুজিরাকে সমন দিল্লি আদালতের
author img

By

Published : Sep 19, 2021, 4:16 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর : আগামী 30 সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচন ৷ আর সেদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে (Rujira Banerjeee) হাজিরা দেওয়ার নির্দেশ দিল আদালত ৷ কয়লা পাচার কাণ্ডে ইডির আবেদনের ভিত্তিতে রুজিরাকে সশরীরে উপস্থিত থাকার সমন পাঠায় দিল্লি পাতিয়ালার হাউস কোর্ট ৷

এর আগে ইডির সমনে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টেরই দ্বারস্থ হয়েছিলেন রুজিরা। চলতি মাসেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে হাজিরার জন্য সমন পাঠিয়েছিল ইডি। অভিষেক ইডি দফতরে হাজিরা দিলেও তাঁর স্ত্রী হাজিরা দেননি। রুজিরা জানিয়েছিলেন, করোনা পরিস্থিতিতে দুই সন্তান রেখে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়।

ইডির দাবি, কয়লা পাচার কাণ্ডে রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে বারবার তলব করা সত্ত্বেও হাজিরা দিচ্ছেন না তিনি ৷ ফলে রুজিরার বিরুদ্ধে আদালতে আবেদন জানায় ইডি ৷ তারই পরিপ্রেক্ষিতে অভিষেক পত্নীকে তলব করে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট ৷ পাশাপাশি আগামী ২১ সেপ্টেম্বর অভিষেককে ফের দিল্লিতে তলব করেছে ইডি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইতিমধ্যেই ইডির সমনকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ৷ অভিষেকে ও তাঁর পত্মী রুজিরার দাবি, করোনা পরিস্থিতিতে বারবার দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয় ৷

আরও পড়ুন: 10 পয়সার দুর্নীতি প্রমাণ হলেও ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি অভিষেক

অভিষেক ও রুজিরার আইনজীবী রুপিন বহল জানিয়েছেন, রুজিরা একজন গৃহবধু এবং দুই সন্তানের মা ৷ এটা জানার পরও ইডি বারবার তাঁকে দিল্লিতে হাজিরার জন্য ডেকে পাঠাচ্ছে ৷ কলকাতায় ইডির জোনাল অফিস থাকা সত্ত্বেও ইডি ইচ্ছে করে এমনটা করছে ৷ যদিও অন্য মহিলাদের ক্ষেত্রে তাঁদের রাজ্যে গিয়ে জেরা করা হচ্ছে ৷

কয়লা পাচার কাণ্ডে এর আগে 1 সেপ্টেম্বর রুজিরা এবং 6 সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে হাজিরার নির্দেশ দিয়েছিল ইডি ৷ অভিষেক হাজিরা দিলেও রুজিরা দেননি ৷ অভিষেককে প্রায় 9 ঘণ্টা জেরা করেন ইডির আধিকারিকরা ৷ তারপর ফের 8 সেপ্টেম্বর অভিষেককে তলব করে ইডি ৷ এখানেই শেষ নয়, তারপর 11 সেপ্টম্বর এবং আগামী 21 সেপ্টেম্বর ফের অভিষেককে হাজিরার দেওয়ার নির্দেশ পাঠায় কেন্দ্রীয় সংস্থা ৷

কলকাতা, 19 সেপ্টেম্বর : আগামী 30 সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচন ৷ আর সেদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে (Rujira Banerjeee) হাজিরা দেওয়ার নির্দেশ দিল আদালত ৷ কয়লা পাচার কাণ্ডে ইডির আবেদনের ভিত্তিতে রুজিরাকে সশরীরে উপস্থিত থাকার সমন পাঠায় দিল্লি পাতিয়ালার হাউস কোর্ট ৷

এর আগে ইডির সমনে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টেরই দ্বারস্থ হয়েছিলেন রুজিরা। চলতি মাসেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে হাজিরার জন্য সমন পাঠিয়েছিল ইডি। অভিষেক ইডি দফতরে হাজিরা দিলেও তাঁর স্ত্রী হাজিরা দেননি। রুজিরা জানিয়েছিলেন, করোনা পরিস্থিতিতে দুই সন্তান রেখে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়।

ইডির দাবি, কয়লা পাচার কাণ্ডে রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে বারবার তলব করা সত্ত্বেও হাজিরা দিচ্ছেন না তিনি ৷ ফলে রুজিরার বিরুদ্ধে আদালতে আবেদন জানায় ইডি ৷ তারই পরিপ্রেক্ষিতে অভিষেক পত্নীকে তলব করে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট ৷ পাশাপাশি আগামী ২১ সেপ্টেম্বর অভিষেককে ফের দিল্লিতে তলব করেছে ইডি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইতিমধ্যেই ইডির সমনকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ৷ অভিষেকে ও তাঁর পত্মী রুজিরার দাবি, করোনা পরিস্থিতিতে বারবার দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয় ৷

আরও পড়ুন: 10 পয়সার দুর্নীতি প্রমাণ হলেও ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি অভিষেক

অভিষেক ও রুজিরার আইনজীবী রুপিন বহল জানিয়েছেন, রুজিরা একজন গৃহবধু এবং দুই সন্তানের মা ৷ এটা জানার পরও ইডি বারবার তাঁকে দিল্লিতে হাজিরার জন্য ডেকে পাঠাচ্ছে ৷ কলকাতায় ইডির জোনাল অফিস থাকা সত্ত্বেও ইডি ইচ্ছে করে এমনটা করছে ৷ যদিও অন্য মহিলাদের ক্ষেত্রে তাঁদের রাজ্যে গিয়ে জেরা করা হচ্ছে ৷

কয়লা পাচার কাণ্ডে এর আগে 1 সেপ্টেম্বর রুজিরা এবং 6 সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে হাজিরার নির্দেশ দিয়েছিল ইডি ৷ অভিষেক হাজিরা দিলেও রুজিরা দেননি ৷ অভিষেককে প্রায় 9 ঘণ্টা জেরা করেন ইডির আধিকারিকরা ৷ তারপর ফের 8 সেপ্টেম্বর অভিষেককে তলব করে ইডি ৷ এখানেই শেষ নয়, তারপর 11 সেপ্টম্বর এবং আগামী 21 সেপ্টেম্বর ফের অভিষেককে হাজিরার দেওয়ার নির্দেশ পাঠায় কেন্দ্রীয় সংস্থা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.