ETV Bharat / city

পেটের যন্ত্রণায় কষ্ট পেতেন, অস্ত্রোপচারে বের করা হল সিদ্ধ ডিমের মতো টিউমার - R G Kar medical college and hospital

পেটে যন্ত্রণা ৷ অস্ত্রোপচারের পর রোগীর পেট থেকে বের হল আস্ত সিদ্ধ ডিমের মতো দেখতে টিউমার ৷ হতবাক চিকিৎসকরাও ৷ আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা ৷ চিকিৎসকরা জানিয়েছেন, এমন ঘটনা লাখে একটা হয় ৷

peritoneal loose body
রোগীর পেট থেকে বের হল ডিম
author img

By

Published : Dec 9, 2020, 11:09 AM IST

কলকাতা, 9 ডিসেম্বর : দেখতে একেবারে সিদ্ধ ডিমের মতো । অস্ত্রোপচার করে এমনই একটি "ডিম" বের করা হল রোগীর শরীর থেকে । আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা । চিকিৎসকরা জানাচ্ছেন, রোগী পেটের যন্ত্রণায় ভুগতেন । শেষ খবর পাওয়া পর্যন্ত, অস্ত্রোপচারের পর রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ।

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, 60 বছর বয়সি ওই রোগী গোরাবাজার অঞ্চলের বাসিন্দা । 3 ডিসেম্বর তাঁকে ভরতি করা হয়েছিল হাসপাতালের জেনেরাল সার্জারি বিভাগে । রোগীর ছেলে জানিয়েছেন, বেশ কয়েক মাস ধরে পেটের যন্ত্রণায় ভুগতেন তাঁর বাবা । অসহ্য যন্ত্রণা হওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ‌। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা বুঝতে পারেন, মূত্রথলিতে টিউমার রয়েছে ৷ আর সেই কারণেই রোগীর তলপেটে যন্ত্রণা হচ্ছে ।

অস্ত্রোপচার করে ওই টিউমার বের করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা । অবশেষে, মঙ্গলবার অস্ত্রোপচার করা হয় । কিন্তু অস্ত্রোপচারের পরে অবাক হয়ে যান চিকিৎসকরা । কারণ, রোগীর শরীর থেকে যে টিউমার বের করা হয়েছে, তা একদম গোটা একটি সিদ্ধ ডিমের মতো দেখতে । সিদ্ধ ডিমের আকৃতি নেওয়া এই টিউমারটির প্রায় 5 সেমি লম্বা । চিকিৎসকরা জানিয়েছেন, এটা ডিম নয়, এটা আসলে শারীরিক সমস্যা । চিকিৎসা পরিভাষায় এর নাম পেরিটোনিয়াল লুজ বডি । অস্ত্রোপচারের পরে এই টিউমারটির বায়োপসি করতে পাঠানো হয়েছে ।‌

আরও পড়ুন : হুগলিতে দ্বিতীয়বার কোরোনায় আক্রান্ত চিকিৎসক

বায়োপসি রিপোর্ট পাওয়ার পর তাঁর বাবার পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । একথা জানিয়ে রোগীর ছেলে বলেন, "বাবার পেট কেটে ডিমের মতো টিউমার বের করা হয়েছে । চিকিৎসকরা বলেছেন, এমন ঘটনা লাখে একটা হয় ।" তিনি বলেন, "ডিমের মতো এই টিউমারটি বাবার পেটের মধ্যে ঘুরে বেড়াত । পেটের মধ্যে যখন যেখানে থাকত, তখন সেখানে যন্ত্রণা হত ।" গোটা বিশ্বে এমন ঘটনা বিরল বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

কলকাতা, 9 ডিসেম্বর : দেখতে একেবারে সিদ্ধ ডিমের মতো । অস্ত্রোপচার করে এমনই একটি "ডিম" বের করা হল রোগীর শরীর থেকে । আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা । চিকিৎসকরা জানাচ্ছেন, রোগী পেটের যন্ত্রণায় ভুগতেন । শেষ খবর পাওয়া পর্যন্ত, অস্ত্রোপচারের পর রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ।

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, 60 বছর বয়সি ওই রোগী গোরাবাজার অঞ্চলের বাসিন্দা । 3 ডিসেম্বর তাঁকে ভরতি করা হয়েছিল হাসপাতালের জেনেরাল সার্জারি বিভাগে । রোগীর ছেলে জানিয়েছেন, বেশ কয়েক মাস ধরে পেটের যন্ত্রণায় ভুগতেন তাঁর বাবা । অসহ্য যন্ত্রণা হওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ‌। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা বুঝতে পারেন, মূত্রথলিতে টিউমার রয়েছে ৷ আর সেই কারণেই রোগীর তলপেটে যন্ত্রণা হচ্ছে ।

অস্ত্রোপচার করে ওই টিউমার বের করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা । অবশেষে, মঙ্গলবার অস্ত্রোপচার করা হয় । কিন্তু অস্ত্রোপচারের পরে অবাক হয়ে যান চিকিৎসকরা । কারণ, রোগীর শরীর থেকে যে টিউমার বের করা হয়েছে, তা একদম গোটা একটি সিদ্ধ ডিমের মতো দেখতে । সিদ্ধ ডিমের আকৃতি নেওয়া এই টিউমারটির প্রায় 5 সেমি লম্বা । চিকিৎসকরা জানিয়েছেন, এটা ডিম নয়, এটা আসলে শারীরিক সমস্যা । চিকিৎসা পরিভাষায় এর নাম পেরিটোনিয়াল লুজ বডি । অস্ত্রোপচারের পরে এই টিউমারটির বায়োপসি করতে পাঠানো হয়েছে ।‌

আরও পড়ুন : হুগলিতে দ্বিতীয়বার কোরোনায় আক্রান্ত চিকিৎসক

বায়োপসি রিপোর্ট পাওয়ার পর তাঁর বাবার পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । একথা জানিয়ে রোগীর ছেলে বলেন, "বাবার পেট কেটে ডিমের মতো টিউমার বের করা হয়েছে । চিকিৎসকরা বলেছেন, এমন ঘটনা লাখে একটা হয় ।" তিনি বলেন, "ডিমের মতো এই টিউমারটি বাবার পেটের মধ্যে ঘুরে বেড়াত । পেটের মধ্যে যখন যেখানে থাকত, তখন সেখানে যন্ত্রণা হত ।" গোটা বিশ্বে এমন ঘটনা বিরল বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.