ETV Bharat / city

দল বারণ করলে রামপুজো করব না, বললেন মদন - Kolkata

" দল যদি মনে করে এই রামকথা দলের চিন্তাভাবনার বাইরে, দল যদি অনুমোদন না করে, তাহলে আমি নিশ্চয় এটা করব না ।" রামপুজো নিয়ে বিতর্ক দানা বাঁধতেই সুর নরম করলেন মদন মিত্র ।

মদন মিত্র
author img

By

Published : Jul 18, 2019, 12:33 AM IST

কলকাতা, 17 জুলাই : দল বারণ করলে রাম পুজো করব না । রামপুজো নিয়ে বিতর্ক দানা বাঁধতেই সুর নরম করলেন মদন মিত্র ।

আজ মদন বলেন, " দল যদি মনে করে এই রামকথা দলের চিন্তাভাবনার বাইরে, দল যদি অনুমোদন না করে, তাহলে আমি নিশ্চয় এটা করব না । কারণ, আমি দলের বাইরে নই ।" পাশাপাশি তিনি আরও বলেন, "দলের বিরুদ্ধে গিয়ে আমি কোনও কাজও করিনি ।" আজ মেট্রো ভবনের একটি বিক্ষোভ কর্মসূচি যোগদান করেন মদন মিত্র । সেখানেই রামপুজো নিয়ে তৈরি হওয়া বিতর্কে সুর নরম করলেন তৃণমূল নেতা ।

গতকালই মদন মিত্র জানিয়েছিলেন, আগামী 28 জুলাই নিজের বাড়িতে রাম-সীতার পুজোর আয়োজন করেছেন । রামনামও হবে বলে জানান তিনি । তৃণমূল নেতার মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয় জল্পনা । রাজনৈতিক মহলের একাংশের ধারণা, BJP-তে যোগদান করতে পারেন মদন মিত্র ।

কলকাতা, 17 জুলাই : দল বারণ করলে রাম পুজো করব না । রামপুজো নিয়ে বিতর্ক দানা বাঁধতেই সুর নরম করলেন মদন মিত্র ।

আজ মদন বলেন, " দল যদি মনে করে এই রামকথা দলের চিন্তাভাবনার বাইরে, দল যদি অনুমোদন না করে, তাহলে আমি নিশ্চয় এটা করব না । কারণ, আমি দলের বাইরে নই ।" পাশাপাশি তিনি আরও বলেন, "দলের বিরুদ্ধে গিয়ে আমি কোনও কাজও করিনি ।" আজ মেট্রো ভবনের একটি বিক্ষোভ কর্মসূচি যোগদান করেন মদন মিত্র । সেখানেই রামপুজো নিয়ে তৈরি হওয়া বিতর্কে সুর নরম করলেন তৃণমূল নেতা ।

গতকালই মদন মিত্র জানিয়েছিলেন, আগামী 28 জুলাই নিজের বাড়িতে রাম-সীতার পুজোর আয়োজন করেছেন । রামনামও হবে বলে জানান তিনি । তৃণমূল নেতার মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয় জল্পনা । রাজনৈতিক মহলের একাংশের ধারণা, BJP-তে যোগদান করতে পারেন মদন মিত্র ।

Intro:

'দল বারণ করলে করব না '

রাম পুজো নিয়ে সুর নরম মদনের

কলকাতা, ১৭ জুলাই: রাম পুজো নিয়ে বিতর্ক দানা বাঁধতেই ১৮০ ডিগ্রী ঘুরে সুর নরম করলেন মদন মিত্র। আজ ইটিভি ভারতকে তিনি বললেন, 'যদি দলের চিন্তাভাবনার বাইরে যায়, দল যদি আমাকে বারণ‌ করে তাহলে আমি করবো না। আমি দলের বাইরে নিয়ে নই। দলের বিরুদ্ধে কোনও কাজ করি না।'

Body:

গতকাল মদন মিত্র জানিয়েছিলেন ২৪ জুলাই ভবানীপুরের বাড়িতে রাম পুজো করবেন। হবে রাম নামও । এই খবর সংবাদের শিরোনাম হয়। এর পরই শুরু হয় জোর জল্পনা। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রীর এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিজেপি যোগ দেখতে শুরু করে রাজনৈতিক মহলের একাংশ। বাড়তে থাকে চাপ। আজ কলকাতার মেট্রো ভবনে এক প্রতিবাদ - বিক্ষোভ কর্মসূচিতে যোগদান মদন মিত্র । কর্মসূচি শেষ করে ইটিভি ভারতের ক্যামেরার সামনে রাম পুজো করা নিয়ে সুর নরম করেন তিনি। পুরনো অবস্থান থেকে অনেকটা সরে এসে মদন মিত্র বলেন, 'আমার গুরুদেবের নাম রাম। দল যদি মনে করে এই রাম কথা দলের চিন্তা ভাবনার বাইরে, দল অনুমোদন করে না, তাহলে আমি নিশ্চয় করব না । আমি দলের বিরোধিতা করার জন্য কিছু করছি না ।' নিজের প্রকৃত অবস্থান স্পষ্ট করতে বিজেপিকে আক্রমণ করলেন মদন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি মনেকরি না বিজেপি রামকে পকেটে নিয়েছে। চুনোপুটি নরেন্দ্র মোদী-অমিত শাহ'রা । তাঁরা এত বড় রামকে পকেটে নিতে পারে না।'Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.